ETV Bharat / city

কুলটিতে অবৈধ কয়লা খনিতে আটকে 3

অবৈধভাবে খননকার্য করতে গিয়ে কয়লা খনিতে আটকে পড়ল তিনজন ৷ আসানসোলের কুলটির ঘটনা ৷

বেআইনি কয়লা খনি
author img

By

Published : Oct 14, 2019, 9:31 AM IST

Updated : Oct 14, 2019, 2:08 PM IST

আসানসোল, 14 অক্টোবর : অবৈধ খনিতে খনন করতে গিয়ে আটকে পড়েছে তিনজন ৷ আসানসোলের কুলটির আলডির ঘটনা ৷ সকালে উদ্ধারকাজ চালানো হয় ৷ তবে এখনও উদ্ধার করা যায়নি কাউকে ৷

স্থানীয়দের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গতরাতে ৷ চারজন খনিতে খননকার্য চালাচ্ছিল ৷ হঠাৎ ধস নামে ৷ আটকে পড়ে তিনজন ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় ECL-এর মাইন রেসকিউ টিম ৷ কিন্তু উদ্ধারকারী দল নিচে নামতে গেলে বন্ধ হয়ে যায় সেফটি ল্যাম্প ৷ অর্থাৎ খনিতে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেটা স্পষ্ট ৷ সে কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি ৷ সকাল থেকে ফের নতুন করে খনির মুখ বড় করে কেটে ভিতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছে ৷

দেখুন ভিডিয়ো...

মাইন রেসকিউ টিমের ইনচার্জ সত্যব্রত সরকার বলেন, " খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং ECL (ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড)-এর আধিকারিকরা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ স্থানীয়দের কথা মতো চারজন ঘটনাস্থানে অবৈধভাবে খননকার্য চালাচ্ছিল ৷ তিনজন ভিতরে আটকে পড়ে ৷ চতুর্থজন কোনওরকমে পালিয়ে যায় ৷ " তিনি আরও বলেন, "ECL আধিকারিকদের কথা মতো সংশ্লিষ্ট খনির ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস রয়েছে ৷ এবং ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনজনই জ্ঞান হারিয়েছে ৷ খনির প্রবেশপথ খুবই সরু ৷ আমরা সেটাকে বাড়িয়ে ভিতরে ঢুকে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি ৷ "

দেখুন ভিডিয়ো...

স্থানীয় কাউন্সিলর নেপাল চৌধুরি বলেন, " বোধহয় পরিষ্কার করতে গিয়েছিল ৷ দেখে যা বোঝা গেল কয়লা ওঠেনি ৷ পাথর উঠেছে ৷ একজন আটকে গেছিল তাকে বের করতে গিয়ে আর একজন গেছিল ৷ স্থানীয়রা বলল তিনজন আটকে পড়েছে ৷ তারা স্থানীয় বাসিন্দাই ৷ তবে নাম এখনও জানা যায়নি ৷ উদ্ধারকারী দল এসেছে ৷ স্থানীয় প্রশাসন এসেছে ৷ চেষ্টা চালাচ্ছে ৷ "

শেষ পাওয়া খবর অনুযায়ী ভোররাতেই ঘটনাস্থান থেকে ফিরে যায় উদ্ধারকারী দল ৷ খনির মুখ বড় করে কাটতে প্রয়োজনীয় মেশিন পেলে ফের শুরু করা হবে উদ্ধারকাজ ৷

আসানসোল, 14 অক্টোবর : অবৈধ খনিতে খনন করতে গিয়ে আটকে পড়েছে তিনজন ৷ আসানসোলের কুলটির আলডির ঘটনা ৷ সকালে উদ্ধারকাজ চালানো হয় ৷ তবে এখনও উদ্ধার করা যায়নি কাউকে ৷

স্থানীয়দের বক্তব্য, ঘটনাটি ঘটেছে গতরাতে ৷ চারজন খনিতে খননকার্য চালাচ্ছিল ৷ হঠাৎ ধস নামে ৷ আটকে পড়ে তিনজন ৷ খবর পেয়ে রাতেই ঘটনাস্থানে পৌঁছায় ECL-এর মাইন রেসকিউ টিম ৷ কিন্তু উদ্ধারকারী দল নিচে নামতে গেলে বন্ধ হয়ে যায় সেফটি ল্যাম্প ৷ অর্থাৎ খনিতে অক্সিজেনের পরিমাণ কম রয়েছে সেটা স্পষ্ট ৷ সে কারণে রাতে উদ্ধারকাজ চালানো সম্ভব হয়নি ৷ সকাল থেকে ফের নতুন করে খনির মুখ বড় করে কেটে ভিতরে প্রবেশের চেষ্টা করা হচ্ছে ৷

দেখুন ভিডিয়ো...

মাইন রেসকিউ টিমের ইনচার্জ সত্যব্রত সরকার বলেন, " খবর পাওয়ার পরই ঘটনাস্থানে পৌঁছায় স্থানীয় পুলিশ প্রশাসন এবং ECL (ইস্টার্ন কোলফিল্ড লিমিটেড)-এর আধিকারিকরা ৷ শুরু হয় উদ্ধারকাজ ৷ স্থানীয়দের কথা মতো চারজন ঘটনাস্থানে অবৈধভাবে খননকার্য চালাচ্ছিল ৷ তিনজন ভিতরে আটকে পড়ে ৷ চতুর্থজন কোনওরকমে পালিয়ে যায় ৷ " তিনি আরও বলেন, "ECL আধিকারিকদের কথা মতো সংশ্লিষ্ট খনির ভিতরে বিষাক্ত মিথেন গ্যাস রয়েছে ৷ এবং ওই বিষাক্ত গ্যাসের প্রভাবে তিনজনই জ্ঞান হারিয়েছে ৷ খনির প্রবেশপথ খুবই সরু ৷ আমরা সেটাকে বাড়িয়ে ভিতরে ঢুকে তাদের উদ্ধারের চেষ্টা চালাচ্ছি ৷ "

দেখুন ভিডিয়ো...

স্থানীয় কাউন্সিলর নেপাল চৌধুরি বলেন, " বোধহয় পরিষ্কার করতে গিয়েছিল ৷ দেখে যা বোঝা গেল কয়লা ওঠেনি ৷ পাথর উঠেছে ৷ একজন আটকে গেছিল তাকে বের করতে গিয়ে আর একজন গেছিল ৷ স্থানীয়রা বলল তিনজন আটকে পড়েছে ৷ তারা স্থানীয় বাসিন্দাই ৷ তবে নাম এখনও জানা যায়নি ৷ উদ্ধারকারী দল এসেছে ৷ স্থানীয় প্রশাসন এসেছে ৷ চেষ্টা চালাচ্ছে ৷ "

শেষ পাওয়া খবর অনুযায়ী ভোররাতেই ঘটনাস্থান থেকে ফিরে যায় উদ্ধারকারী দল ৷ খনির মুখ বড় করে কাটতে প্রয়োজনীয় মেশিন পেলে ফের শুরু করা হবে উদ্ধারকাজ ৷

Intro:বেআইনি খনি আটকে তিন শ্রমিক

আসানসোলের কুলটির আলডিতে বেআইনি কয়লা খনিতে তিন শ্রমিকের আটকে থাকার খবর। গত রাতেই ওই বেআইনিতে খনিতে আচমকা ধস নামে। স্থানীয় সুত্রে জানা যায়, যে সময় ওই খনিতে ধস নেমেছিল সেইসময় খনিতে তিনজন শ্রমিক ছিল। যদিও গভীর রাতে এই ঘটনা জানাজানি হলেও উদ্ধার করা সম্ভব হয়নি।
এলাকায় রাতেই পৌঁছায় ইসিএলের মাইনস রেসকিউ টিম। কিন্তু উদ্ধারকারী দল নীচে নামতে গেলে সেফটি ল্যাম্প বন্ধ হয়ে যায়। অর্থাৎ অক্সিজেন কম আছে এটা স্পষ্ট হয়। সেই কারনে রাতে আর উদ্ধার কাজে যাওয়া সম্ভব হয়নি। সকাল থেকে ফের নতুন করে খনি মুখকে বড় করে কেটে তাতে নামার চেষ্টা চলছে।
স্থানীয় কাউন্সিলর নেপাল সরকার ঘটনার কথা স্বীকার করেছেন আমতা আমতা ভাবেই। তার এলাকায় কেন বেআইনি খাদান চলছিল তার উত্তর এড়িয়ে তিনি বলেন খাদানে নেমে কয়লা নয়, পাথর তুলতে গিয়েছিল ওই তিনজন। যদিও তাদের বেঁচে থাকার আশা ক্ষীন।Body:..Conclusion:
Last Updated : Oct 14, 2019, 2:08 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.