ETV Bharat / city

জঙ্গলে একাধিক গাছ কাটার অভিযোগ কাঠ মাফিয়াদের বিরুদ্ধে - timber mafia

লকডাউনের সুযোগ নিয়ে জঙ্গলে গাছ কাটার অভিযোগ উঠল কাঠ মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার অন্তর্গত ফাঁড়ি এলাকার ছোড়া 7 নম্বর কোলিয়ারি এলাকায় । জঙ্গলের মধ্যে একাধিক বড় বড় গাছ কাটতে দেখে স্থানীয় বাসিন্দারা। এরপর স্থানীয় বাসিন্দারা বাধা দিলে কাঠ মাফিয়ারা পালিয়ে যায় ।

timber mafia
কাঠ মাফিয়া
author img

By

Published : Apr 29, 2020, 11:05 PM IST

অন্ডাল, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন । সেই লকডাউনের সুযোগ নিয়ে জঙ্গলে গাছ কাটার অভিযোগ উঠল কাঠ মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত ফাঁড়ি এলাকার ছোড়া 7 নম্বর কোলিয়ারি এলাকাযর । জঙ্গলের মধ্যে একাধিক বড় বড় গাছ কাটতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা বাধা দিলে কাঠ মাফিয়ারা পালিয়ে যায় ।

খবর দেওয়া হয় বনবহাল ফাঁড়ির পুলিশকে । ঘটনাস্থানে বনবহাল ফাঁড়ি পুলিশ পৌঁছে একাধিক বিশাল গাছ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়, বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা রমেশ পাসওয়ান বলেন " গত ক'দিন ধরে ছোরা 7 কোলিয়ারি এলাকার জঙ্গলের গাছ কাটছিল কাঠ মাফিয়ারা । বাধা দিতে গেলে হুমকি দেয় কাঠ মাফিয়ারা । এরপর আজ দুপুরে এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে বাধা দিলে কাটা গাছের গুঁড়ি ছেড়ে পালিয়ে যায় কাঠ মাফিয়ার।"

অন্ডাল, 29 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে গোটা দেশজুড়ে চলছে লকডাউন । সেই লকডাউনের সুযোগ নিয়ে জঙ্গলে গাছ কাটার অভিযোগ উঠল কাঠ মাফিয়াদের বিরুদ্ধে। ঘটনাটি অন্ডাল থানার অন্তর্গত ফাঁড়ি এলাকার ছোড়া 7 নম্বর কোলিয়ারি এলাকাযর । জঙ্গলের মধ্যে একাধিক বড় বড় গাছ কাটতে দেখে স্থানীয় বাসিন্দারা। তারা বাধা দিলে কাঠ মাফিয়ারা পালিয়ে যায় ।

খবর দেওয়া হয় বনবহাল ফাঁড়ির পুলিশকে । ঘটনাস্থানে বনবহাল ফাঁড়ি পুলিশ পৌঁছে একাধিক বিশাল গাছ উদ্ধার করে ফাঁড়িতে নিয়ে যায়, বলে জানা গিয়েছে। ঘটনার তদন্ত শুরু করেছে অন্ডাল থানার পুলিশ ।

স্থানীয় বাসিন্দা রমেশ পাসওয়ান বলেন " গত ক'দিন ধরে ছোরা 7 কোলিয়ারি এলাকার জঙ্গলের গাছ কাটছিল কাঠ মাফিয়ারা । বাধা দিতে গেলে হুমকি দেয় কাঠ মাফিয়ারা । এরপর আজ দুপুরে এলাকার সমস্ত মানুষ একত্রিত হয়ে বাধা দিলে কাটা গাছের গুঁড়ি ছেড়ে পালিয়ে যায় কাঠ মাফিয়ার।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.