ETV Bharat / city

বাড়ির উঠোনে পৌঁছে যাচ্ছে থিয়েটার - পাড়ায় পাড়ায় থিয়েটার

একেবারে বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন । নাটক উপভোগ করছেন । অনাড়ম্বরভাবে করা হলেও এই থিয়েটার করার জন্য সামান্য কিছু খরচ হয় । সেই টাকা কী করে তোলা হবে ? স্বপনবাবু জানালেন "থিয়েটারের শেষ একটি অনুদান বাক্স রাখা হয় । সেখানে দর্শকরা নিজেদের ইচ্ছেমত অনুদান দিয়ে যেতে পারেন ।"

theater
থিয়েটার
author img

By

Published : Jan 27, 2020, 2:39 AM IST

Updated : Jan 27, 2020, 11:33 AM IST

আসানসোল, 27 জানুয়ারি : থিয়েটার দেখার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের । টেলিভিশন থেকে শুরু করে হোয়াটস্অ্যাপ,ফেসবুকের মতো সোশাল মিডিয়া সময় কেড়ে নিচ্ছে আমাদের । আর এখান থেকেই অন্য রকমের ভাবনা। স্রোতের বিরুদ্ধে এক পদক্ষেপ । একেবারে বাড়ির উঠোনে, পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে থিয়েটারকে । থিয়েটারের মাধ্যমে বর্তমান সময়ের কথা তুলে ধরা হচ্ছে। এভাবেই লোকশিক্ষা দিতে থিয়েটারকে নিয়ে যাওয়া হচ্ছে পাড়ায় পাড়ায় । আসানসোলের রেপারটারি থিয়েটারের নতুন উদ্যোগ "পাড়ায় পাড়ায় থিয়েটার"।

বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা খুশি
repatari theater at asanso
থিয়েটার দেখার অভ্যাস ফিরিয়ে আনতে উদ্যোগী রেপারটারী থিয়েটার


এই বছরে বঙ্গ রঙ্গালয়ের দেড়শ বছর । তাই এই বছর থেকেই শুরু করা হয়েছে এই পাড়ায় পাড়ায় থিয়েটার । আসানসোলের নাট্যব্যক্তিত্ব স্বপন বিশ্বাস জানান, "আসানসোল শহরে থিয়েটার করার-জন্য প্রেক্ষাগৃহ মাত্র একটি । সেখানে যা ভাড়া তাতে থিয়েটারের খরচ বেড়ে যাবে । অনেক সময় দূরের বাসিন্দারা যোগাযোগের অভাবে থিয়েটার দেখতে যেতে পান না । তাই থিয়েটারকেই এবারে বাড়ির সামনে নিয়ে আসা হল । সাধারণ সেট তৈরি করে অনাড়ম্বরভাবেই থিয়েটার করা হচ্ছে। " স্বপনবাবু জানান "এই ধরনের থিয়েটার করার জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে । সহজেই মানুষের কাছে যাতে পৌঁছানো যায় তা মাথায় রাখা হচ্ছে । এভাবে নাটকের জন্য তেমন কোনও লাইট, সাউন্ড কিংবা মঞ্চের প্রয়োজন নেই । ছোটখাটো সেটের মাধ্যমেই নাটকে তুলে ধরা হচ্ছে ।"

repatari theater at asansol
পাড়ায় পাড়ায় পৌছে দেওয়া হচ্ছে থিয়েটারকে

একেবারে বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন । নাটক উপভোগ করছেন । অনাড়ম্বরভাবে করা হলেও এই থিয়েটার করার জন্য সামান্য কিছু খরচ হয় । সেই টাকা কী করে তোলা হবে ? স্বপনবাবু জানালেন "থিয়েটারের শেষ একটি অনুদান বাক্স রাখা হয় । সেখানে দর্শকরা নিজেদের ইচ্ছেমত অনুদান দিয়ে যেতে পারেন ।"

আসানসোলের রেপারটারি থিয়েটারের নতুন উদ্যোগ "পাড়ায় পাড়ায় থিয়েটার"
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বা সমাজ সচেতনমূলক থিয়েটার দলগুলি পথনাটিকার আয়োজন করত । কিন্তু সেই থিয়েটারে শুধুই স্লোগান ধর্মী নাটক থাকত। কিন্তু বিনোদনের মাঝে লোক শিক্ষা দেওয়ার জন্য এই "পাড়ায় পাড়ায় থিয়েটার'' খুব তাড়াতাড়ি আসানসোলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে থিয়েটার কর্মীদের আশা ।

আসানসোল, 27 জানুয়ারি : থিয়েটার দেখার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে আমাদের । টেলিভিশন থেকে শুরু করে হোয়াটস্অ্যাপ,ফেসবুকের মতো সোশাল মিডিয়া সময় কেড়ে নিচ্ছে আমাদের । আর এখান থেকেই অন্য রকমের ভাবনা। স্রোতের বিরুদ্ধে এক পদক্ষেপ । একেবারে বাড়ির উঠোনে, পাড়ায় পৌঁছে দেওয়া হচ্ছে থিয়েটারকে । থিয়েটারের মাধ্যমে বর্তমান সময়ের কথা তুলে ধরা হচ্ছে। এভাবেই লোকশিক্ষা দিতে থিয়েটারকে নিয়ে যাওয়া হচ্ছে পাড়ায় পাড়ায় । আসানসোলের রেপারটারি থিয়েটারের নতুন উদ্যোগ "পাড়ায় পাড়ায় থিয়েটার"।

বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা খুশি
repatari theater at asanso
থিয়েটার দেখার অভ্যাস ফিরিয়ে আনতে উদ্যোগী রেপারটারী থিয়েটার


এই বছরে বঙ্গ রঙ্গালয়ের দেড়শ বছর । তাই এই বছর থেকেই শুরু করা হয়েছে এই পাড়ায় পাড়ায় থিয়েটার । আসানসোলের নাট্যব্যক্তিত্ব স্বপন বিশ্বাস জানান, "আসানসোল শহরে থিয়েটার করার-জন্য প্রেক্ষাগৃহ মাত্র একটি । সেখানে যা ভাড়া তাতে থিয়েটারের খরচ বেড়ে যাবে । অনেক সময় দূরের বাসিন্দারা যোগাযোগের অভাবে থিয়েটার দেখতে যেতে পান না । তাই থিয়েটারকেই এবারে বাড়ির সামনে নিয়ে আসা হল । সাধারণ সেট তৈরি করে অনাড়ম্বরভাবেই থিয়েটার করা হচ্ছে। " স্বপনবাবু জানান "এই ধরনের থিয়েটার করার জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে । সহজেই মানুষের কাছে যাতে পৌঁছানো যায় তা মাথায় রাখা হচ্ছে । এভাবে নাটকের জন্য তেমন কোনও লাইট, সাউন্ড কিংবা মঞ্চের প্রয়োজন নেই । ছোটখাটো সেটের মাধ্যমেই নাটকে তুলে ধরা হচ্ছে ।"

repatari theater at asansol
পাড়ায় পাড়ায় পৌছে দেওয়া হচ্ছে থিয়েটারকে

একেবারে বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন । নাটক উপভোগ করছেন । অনাড়ম্বরভাবে করা হলেও এই থিয়েটার করার জন্য সামান্য কিছু খরচ হয় । সেই টাকা কী করে তোলা হবে ? স্বপনবাবু জানালেন "থিয়েটারের শেষ একটি অনুদান বাক্স রাখা হয় । সেখানে দর্শকরা নিজেদের ইচ্ছেমত অনুদান দিয়ে যেতে পারেন ।"

আসানসোলের রেপারটারি থিয়েটারের নতুন উদ্যোগ "পাড়ায় পাড়ায় থিয়েটার"
এর আগে বিভিন্ন রাজনৈতিক দল বা সমাজ সচেতনমূলক থিয়েটার দলগুলি পথনাটিকার আয়োজন করত । কিন্তু সেই থিয়েটারে শুধুই স্লোগান ধর্মী নাটক থাকত। কিন্তু বিনোদনের মাঝে লোক শিক্ষা দেওয়ার জন্য এই "পাড়ায় পাড়ায় থিয়েটার'' খুব তাড়াতাড়ি আসানসোলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে থিয়েটার কর্মীদের আশা ।
Intro:মানুষজনের থিয়েটার দেখার অভ্যাস নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন। বোকা বাক্সের কব্জায় চলে যাচ্ছে পরিবার। আর সেখান থেকেই অন্য রকমের ভাবনা। এবার নতুন উদ্যোগ নিয়ে একেবারে বাড়ির উঠোনে, পাড়ায় থিয়েটারকেই নিয়ে যাওয়া হল। আর সেই থিয়েটারের মাধ্যমে বর্তমান সময়ের কথা তুলে ধরা হচ্ছে। এভাবেই মানুষজনকে লোক শিক্ষা দিতে থিয়েটার কে নিয়ে যাওয়া হচ্ছে পাড়ায় পাড়ায়। আসানসোলের রেপারটারী থিয়েটারের নতুন উদ্যোগ "পাড়ায় পাড়ায় থিয়েটার"।


Body:এই বছরটা বঙ্গ রঙ্গালয়ের দেড়শ বছর পূর্তি। আর তাই এই বছর থেকেই শুরু করা হয়েছে এই পাড়ায় পাড়ায় থিয়েটার। আসানসোলের বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব স্বপন বিশ্বাস জানালেন "আসানসোল শহরে থিয়েটার করার-জন্য প্রেক্ষাগৃহ মাত্র একটি এবং সেটির যা ভাড়া তাতে থিয়েটার ব্যয়বহুল হয়ে যায়। অনেক সময় দূরের বাসিন্দারা যোগাযোগের অভাবে থিয়েটার দেখতে যেতে পান না। তাই থিয়েটারকেই এবারে বাড়ির সামনে নিয়ে আসা হল। সাধারণ সেট তৈরি করে অনাড়ম্বরভাবেই থিয়েটার করা হচ্ছে। " স্বপন বাবু জানান "এই ধরনের থিয়েটার করার জন্য আলাদা করে স্ক্রিপ্ট তৈরি করা হয়েছে। যা সহজেই মানুষের কাছে পৌঁছানো যায় এবং এই নাটকের জন্য তেমন কোনো লাইট, সাউন্ড কিংবা মঞ্চের প্রয়োজন নেই। ছোটখাটো সেটের মাধ্যমেই নাটকে তুলে ধরা হচ্ছে জনসাধারনের মাঝে আর এই নাটক দেখে আনন্দিত সাধারণ মানুষ।"
একেবারে বাড়ির উঠোনের সামনে নাটক হচ্ছে দেখে বাসিন্দারা বাড়ি থেকে বেরিয়ে আসছেন। নাটক উপভোগ করছেন। আজ সন্ধ্যায় আসানসোল শ্রীপল্লি এলাকায় এরকম "পাড়ায় পাড়ায় থিয়েটার" অনুষ্ঠিত হয়। স্থানীয় বাসিন্দা জ্যোৎস্না বোস জানান "এই ধরনের নাটক একেবারেই প্রথম দেখলাম। একেবারে বাস্তব চিত্র তুলে ধরা হয়েছে। আবার হলে আবার দেখবো।"
অনাড়ম্বরভাবে করা হলেও এই থিয়েটার করার জন্য সামান্য কিছু খরচ হয়। সেই খরচ কি করে হবে। স্বপন বাবু জানালেন "থিয়েটারের শেষ একটি অনুদান বাক্স রাখা হয়। সেখানে দর্শকরা নিজেদের ইচ্ছেমত অনুদান দিয়ে যেতে পারেন। তবে মানুষের ভালো লাগার উচ্ছাস মানুষ দিয়ে যাচ্ছেন। এর চেয়ে বড় পাওয়া আর কি থাকতে পারে থিয়েটার শিল্পীদের কাছে।"


Conclusion:অতীতে বিভিন্ন রাজনৈতিক দল থেকে শুরু করে সমাজ সচেতন মূলক থিয়েটার দলগুলি পথনাটকের আয়োজন করত । সেই থিয়েটারে শুধুই স্লোগান ধর্মী নাটক থাকতো। কিন্তু বিনোদনের মাঝে লোক শিক্ষা দেওয়ার জন্য এই "পাড়ায় পাড়ায় থিয়েটার'' খুব তাড়াতাড়ি আসানসোলের মানুষের কাছে জনপ্রিয় হয়ে উঠবে বলে থিয়েটার কর্মীদের আশা।
Last Updated : Jan 27, 2020, 11:33 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.