আসানসোল, 11 নভেম্বর : জাতীয় সড়কে কেমিক্যাল ভরতি ট্যাঙ্কার উলটে বিপত্তি । এর জেরে কয়েক ঘণ্টা যান চলাচল বন্ধ হয়ে যায় । আসানসোলের গোবিন্দপুর এলাকার ঘটনা ।
প্রত্যক্ষদর্শীরা বলেন, কেমিক্যাল ভরতি একটি ট্যাঙ্কার আজ সকালে হলদিয়া থেকে রাজস্থান যাচ্ছিল । দু'নম্বর জাতীয় সড়কে নিয়ন্ত্রণ হারিয়ে সেটি উলটে যায় । ওই ট্যাঙ্কারের কর্মীরা বলেন, সাবান তৈরির কেমিক্যাল ছিল । ট্যাঙ্কার উলটে যেতে তা গোটা রাস্তায় ছড়িয়ে পড়ে । এলাকার বাসিন্দারা ডালডা ভেবে তা তুলে নিয়ে যেতে শুরু করেন । এদিকে কেমিক্যাল ছড়িয়ে পড়ায় গোটা রাস্তা পিছল হয়ে যায় । ট্যাঙ্কার এমনভাবে রাস্তায় পড়েছিল যে গাড়ি চলাচল বন্ধ হয় । ট্যাঙ্কার সরাতে হিমসিম খেতে হয় পুলিশকে ।
প্রায় তিন ঘণ্টা পর ক্রেন দিয়ে উলটে যাওয়া ট্যাঙ্কার সরানো হয় । এই দুর্ঘটনার জেরে কিছুক্ষণ ধরে দু'নম্বর জাতীয় সড়কে একদিক দিয়ে যান চলাচলের ব্যবস্থা করা হয় । যানজটে নাকাল হন চালক ও যাত্রীরা ।