আসানসোল, 1 ডিসেম্বর : কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে ফলাফল প্রকাশের জন্য আন্দোলনরত ছাত্র-ছাত্রীদের হেনস্থার অভিযোগ উঠল স্থানীয় বাসিন্দাদের বিরুদ্ধে । কর্তৃপক্ষ গেট না খোলায় ছাত্র-ছাত্রীরা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবরোধ শুরু করেন । সেই অবরোধ চলাকালীন স্থানীয় কয়েকজনের সঙ্গে বচসা হয় তাদের । সেই সময় ছাত্র-ছাত্রীদের হেনস্থা করা হয় বলে অভিযোগ । এক ছাত্র সামান্য জখম হয় ।
কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের 2018 সালের পরীক্ষার ফলাফল সম্পূর্ণভাবে হাতে পাননি পড়ুয়ারা । সেই দাবিতে লাগাতার বিভিন্ন কলেজের ছাত্রছাত্রীরা বিশ্ববিদ্যালয়ে এসে বিক্ষোভে দেখাচ্ছিলেন ভিন্ন ভিন্ন সময়ে । আজ ফের বিশ্ববিদ্যালয়ে এসে সঠিক ও ত্রুটিমুক্ত ফলাফলের জন্য দাবি জানান পড়ুয়ারা । অভিযোগ, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তাদের দাবি এড়িয়ে যায় । এরপর পড়ুয়ারা বিশ্ববিদ্যালয়ের গেটের সামনে অবরোধে সামিল হন । সেই সময় স্থানীয় কিছু পথচারীদের সঙ্গে বচসায় বাঁধে তাঁদের । অভিযোগ, অবরোধ তুলতে পড়ুয়াদের ধাক্কাধাক্কি করা হয় । হাতাহাতিও বেঁধে যায় । ঘটনায় এক ছাত্র সামান্য জখম হয় । আসানসোল উত্তর থানার পুলিশ ঘটনাস্থানে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ।