ETV Bharat / city

শিক্ষামূলক ভ্রমণে এসে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ, দূষণমুক্ত দেশ গড়ার বার্তা - প্লাস্টিক বর্জ্য

শিক্ষামূলক ভ্রমণে এসে মাইথনে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করল নদিয়ার গাংনাপুর স্কুলের ছাত্র-ছাত্রীরা ৷ সেইসঙ্গে প্লাস্টিক দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চালায় সচেতনতা অভিযান ৷

students came for educational tour, but collecting plastic wastes and spreading message
মাইথনে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করল নদিয়ার গাংনাপুর স্কুলের ছাত্র-ছাত্রীরা
author img

By

Published : Dec 26, 2019, 12:44 PM IST

আসানসোল, 26 ডিসেম্বর : এসেছিল শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে ৷ কিন্তু বেড়াতে এসে দেখে চারদিকে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক বর্জ্য ৷ দেখার পর থেমে থাকতে পরেনি ৷ নিজেরাই মাঠে নেমে পড়ে ৷ সংগ্রহ করে সংশ্লিষ্ট পর্যটনস্থানের সমস্ত প্লাস্টিক বর্জ্য ৷ তাদের দেখে হাতে হাত মিলিয়ে প্লাস্টিক বর্জ্য কুড়ানোর কাজ শুরু করেন অন্যান্য পর্যটকরাও ৷

গতকাল পশ্চিম বর্ধমানের মাইথনে শিক্ষামূলক ভ্রমণে এসেছিল নদিয়ার গাংনাপুর স্কুলের 50 জন ছাত্র-ছাত্রীসহ দু'জন শিক্ষক ৷ কিন্তু বেড়াতে এসে তারা চোখে পড়ে গোটা এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন, চিপস, বিস্কুটের প্যাকেট, থার্মোকলের প্লেটসহ অন্যান্য প্লাস্টিক বর্জ্য ৷ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিজেরাই এলাকাকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে নেমে পড়ে ৷ এক এক করে সংগ্রহ করে এলাকার সমস্ত প্লাস্টিক বর্জ্য ৷ সেই সঙ্গে প্লাস্টিক দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চালায় সচেতনতা অভিযান ৷

students came for educational tour, but collecting plastic wastes and spreading message
শিক্ষামূলক ভ্রমণে এসে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করল নদিয়ার গাংনাপুর স্কুলের ছাত্র-ছাত্রীরা

গাংনাপুর স্কুলের এক শিক্ষক দীপঙ্কর ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে এসেছিলেন । প্রথমে মাইথন এবং তারপরে শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা রয়েছে । মাইথনের মত পর্যটনস্থানে প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে থাকতে দেখে তাঁরা সিদ্ধান্ত নেন যে ভ্রমণের পাশাপাশি পরিবেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে সচেতনতা অভিযান চালাবেন ৷ উদ্দেশ্য, অন্যান্য পর্যটকরাও যেন ভাবেন বিষয়টি নিয়ে ৷ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার বন্ধ করেন ৷ ওই স্কুলেরই এক ছাত্রী লাবণী ঘোষ বলেন, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই তাদের এই সচেতনতা অভিযান ৷

দেখুন ভিডিয়ো...

ছাত্রছাত্রীদের উদ্যোগ দেখে অনেক পর্যটক এগিয়ে আসেন ৷ তাঁরাও প্লাস্টিক বর্জ্য সাফাইয়ের কাজে হাত লাগান ৷ বর্ধমান থেকে এসেছিলেন মনোজ ঘোষ । তিনি ছাত্র-ছাত্রীদের দেখে নিজেও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন ৷ বলেন, "ছাত্রদের উদ্যোগ দেখে মনে হল আমারও এই কাজে এগিয়ে আসা দরকার ৷ দেশ প্লাস্টিকমুক্ত হওয়া দরকার ৷ সে'জন্য আমিও এই কাজে হাত লাগালাম ৷ "

আসানসোল, 26 ডিসেম্বর : এসেছিল শিক্ষামূলক ভ্রমণের উদ্দেশ্যে ৷ কিন্তু বেড়াতে এসে দেখে চারদিকে ছড়িয়ে রয়েছে প্লাস্টিক বর্জ্য ৷ দেখার পর থেমে থাকতে পরেনি ৷ নিজেরাই মাঠে নেমে পড়ে ৷ সংগ্রহ করে সংশ্লিষ্ট পর্যটনস্থানের সমস্ত প্লাস্টিক বর্জ্য ৷ তাদের দেখে হাতে হাত মিলিয়ে প্লাস্টিক বর্জ্য কুড়ানোর কাজ শুরু করেন অন্যান্য পর্যটকরাও ৷

গতকাল পশ্চিম বর্ধমানের মাইথনে শিক্ষামূলক ভ্রমণে এসেছিল নদিয়ার গাংনাপুর স্কুলের 50 জন ছাত্র-ছাত্রীসহ দু'জন শিক্ষক ৷ কিন্তু বেড়াতে এসে তারা চোখে পড়ে গোটা এলাকাজুড়ে ছড়িয়ে রয়েছে প্লাস্টিকের বোতল, পলিথিন, চিপস, বিস্কুটের প্যাকেট, থার্মোকলের প্লেটসহ অন্যান্য প্লাস্টিক বর্জ্য ৷ সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নিয়ে নিজেরাই এলাকাকে প্লাস্টিক দূষণ মুক্ত করতে নেমে পড়ে ৷ এক এক করে সংগ্রহ করে এলাকার সমস্ত প্লাস্টিক বর্জ্য ৷ সেই সঙ্গে প্লাস্টিক দূষণমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে চালায় সচেতনতা অভিযান ৷

students came for educational tour, but collecting plastic wastes and spreading message
শিক্ষামূলক ভ্রমণে এসে প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করল নদিয়ার গাংনাপুর স্কুলের ছাত্র-ছাত্রীরা

গাংনাপুর স্কুলের এক শিক্ষক দীপঙ্কর ঘোষ বলেন, ছাত্র-ছাত্রীদের নিয়ে শিক্ষামূলক ভ্রমণে এসেছিলেন । প্রথমে মাইথন এবং তারপরে শান্তিনিকেতন যাওয়ার পরিকল্পনা রয়েছে । মাইথনের মত পর্যটনস্থানে প্লাস্টিক বর্জ্য ছড়িয়ে থাকতে দেখে তাঁরা সিদ্ধান্ত নেন যে ভ্রমণের পাশাপাশি পরিবেশকে প্লাস্টিক দূষণমুক্ত করতে সচেতনতা অভিযান চালাবেন ৷ উদ্দেশ্য, অন্যান্য পর্যটকরাও যেন ভাবেন বিষয়টি নিয়ে ৷ প্লাস্টিকের সামগ্রী ব্যবহার বন্ধ করেন ৷ ওই স্কুলেরই এক ছাত্রী লাবণী ঘোষ বলেন, পরিবেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেই তাদের এই সচেতনতা অভিযান ৷

দেখুন ভিডিয়ো...

ছাত্রছাত্রীদের উদ্যোগ দেখে অনেক পর্যটক এগিয়ে আসেন ৷ তাঁরাও প্লাস্টিক বর্জ্য সাফাইয়ের কাজে হাত লাগান ৷ বর্ধমান থেকে এসেছিলেন মনোজ ঘোষ । তিনি ছাত্র-ছাত্রীদের দেখে নিজেও প্লাস্টিক বর্জ্য সংগ্রহ করেন ৷ বলেন, "ছাত্রদের উদ্যোগ দেখে মনে হল আমারও এই কাজে এগিয়ে আসা দরকার ৷ দেশ প্লাস্টিকমুক্ত হওয়া দরকার ৷ সে'জন্য আমিও এই কাজে হাত লাগালাম ৷ "

Intro:নদীয়ার গাংনাপুর থেকে মাইথনে শিক্ষামূলক ভ্রমণ করতে এসেছিল একটি স্কুলের ছাত্রছাত্রীরা। কিন্তু বেড়াতে এসে তারা লক্ষ্য করে গোটা মাইথন এলাকায় ছড়িয়ে-ছিটিয়ে রয়েছে প্লাস্টিক, থার্মোকলের প্লেট সহ অন্যান্য অনেক জিনিসপত্র। যা পরিবেশকে দূষিত করে। আর সেই চিত্র দেখে নিজেরা স্থির থাকতে পারেনি। তাই নিজেরাই নেমে পড়ল মাঠে। দুজন শিক্ষক এবং ৫০ জন ছাত্রছাত্রী সহ গোটা মাইথন ঘুরে তারা প্লাস্টিক পরিষ্কার করল।
নদীয়ার গাংনাপুর স্কুলের শিক্ষক দীপঙ্কর ঘোষ জানান আমরা ৫০ জন ছাত্র-ছাত্রী এবং দুজন শিক্ষক মিলে শিক্ষামূলক ভ্রমণে বেরিয়েছিলাম। প্রথমে মাইথন এবং তারপরে শান্তিনিকেতন ঘোরার প্ল্যান রয়েছে। আমরা বেড়াতে এসে দেখলাম যে প্রচুর পরিমাণে প্লাস্টিক ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে। সেই কারণে আমরা সমাজের প্রতি একটা বার্তা দিতে চাই। তাই আমরা শিক্ষক ও ছাত্র-ছাত্রীরা মিলে প্লাস্টিক মুক্ত সমাজ গড়ার লক্ষ্যে এই কাজ শুরু করলাম। আমাদের দেখে অন্যান্য পর্যটকরাও ভাবুন।
এবং সত্যি সত্যি সেই ঘটনা ঘটল। ছাত্রছাত্রীদের এমন উদ্যোগ দেখে বহু পর্যটক কিন্তু নিজেরা প্লাস্টিক পরিষ্কার করতে নেমে পড়লেন মাইথনে। বর্ধমানের একটি গ্রাম থেকে বেড়াতে এসেছিলেন মনোজ ঘোষ। তিনিও ছাত্র-ছাত্রীদের দেখাদেখি নিজেও প্লাস্টিক পরিষ্কার করতে শুরু করলেন। ইটিভি ক্যামেরার মুখোমুখি হয়ে তিনি জানান ছাত্র-ছাত্রীদের দেখে উদ্বুদ্ধ হয়েছেন। চাইছেন প্লাস্টিক মুক্ত সমাজ গঠনে সবাই এগিয়ে আসুন।
নদীয়ার ওই স্কুলের ছাত্রী লাবনী ঘোষ জানান মানুষজনের মধ্যে সচেতনতা বৃদ্ধি করতেই তারা এই প্লাস্টিক মুক্ত অভিযানে নেমেছে।


Body:..


Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.