ETV Bharat / city

Saigal Hossain: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল - জেল হেফাজত

গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত সায়গল হোসেনের (Saigal Hossain) জামিনের আবেদন ফের খারিজ হয়ে গেল ৷ বৃহস্পতিবার তাঁকে আবার একবার 14 দিনের জন্য বিচার বিভাগীয় হেফাজতে (14 Days Jail Custody) পাঠানোর নির্দেশ দেয় আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷

Special CBI Court sends Saigal Hossain for 14 Days jail Custody in Cattle Smuggling Case
Saigal Hossain: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল
author img

By

Published : Sep 15, 2022, 7:51 PM IST

আসানসোল, 15 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) জামিনের আবেদন ফের খারিজ করে দিল আদালত ৷ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) পেশ করা হয় সায়গলকে ৷ তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ বদলে আরও 14 দিনের জন্য সায়গলকে বিচার বিভাগীয় হেফাজতে (14 Days Jail Custody) পাঠান তিনি ৷ আগামী 29 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত 1 সেপ্টেম্বর সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ কিন্তু সেদিন এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি বাতিল হয়ে যায় ৷ বদলে 15 সেপ্টেম্বর পর্যন্ত সায়গলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার ছিল সেই হেফাজতের শেষ দিন ৷ তাই নিয়ম মাফিক এদিন তাঁকে ফের আদালতে পেশ করা হয় ৷

সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ ৷

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়েরিতে মিলল প্রভাবশালীদের নাম

সায়গল হোসেলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এদিন বলেন, "আজ আমরা সায়গল হোসেনের জামিনের আবেদন করেছিলাম ৷ আমাদের বক্তব্য হল, ইতিমধ্য়েই এই মামলার চার্জশিট হয়ে গিয়েছে ৷ চার্জশিট হয়ে যাওয়ার পর একজন মানুষকে এভাবে বিচারাধীন অবস্থায় বন্দি করে রাখার কোনও মানে হয় না ৷ কারণ, তাঁর বিচার প্রক্রিয়াই শুরু হচ্ছে না ৷ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, যাতে ওঁকেও চার্জশিটের প্রতিলিপি দেওয়া হয় ৷ এরপর সিবিআই চার্জশিটের একটা অংশ দিয়েছে ৷ বাকি অংশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে তারা ৷"

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সায়গল হোসেন প্রায় 100 দিন ধরে বন্দি রয়েছেন ৷ তাঁর আইনজীবীর যুক্তি, এভাবে বিচার প্রক্রিয়া শুরু না করে একজন মানুষকে মাসের পর মাস আটকে রাখা যায় না ৷ তাই যে কোনও শর্তে সায়গল হোসেনের জামিনের আবেদন করেন তিনি ৷ কিন্তু, বিচারক সেই আবেদন খারিজ করে দেন ৷

আসানসোল, 15 সেপ্টেম্বর: অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) দেহরক্ষী সায়গল হোসেনের (Saigal Hossain) জামিনের আবেদন ফের খারিজ করে দিল আদালত ৷ বৃহস্পতিবার পশ্চিম বর্ধমানের (Paschim Bardhaman) আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালতে (Special CBI Court) পেশ করা হয় সায়গলকে ৷ তাঁর জামিনের আবেদন করেন আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা ৷ কিন্তু, সেই আবেদন খারিজ করে দেন বিচারক রাজেশ চক্রবর্তী ৷ বদলে আরও 14 দিনের জন্য সায়গলকে বিচার বিভাগীয় হেফাজতে (14 Days Jail Custody) পাঠান তিনি ৷ আগামী 29 সেপ্টেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করা হয়েছে।

এর আগে গত 1 সেপ্টেম্বর সায়গল হোসেনকে আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল ৷ কিন্তু সেদিন এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি বাতিল হয়ে যায় ৷ বদলে 15 সেপ্টেম্বর পর্যন্ত সায়গলকে বিচার বিভাগীয় হেফাজতে পাঠিয়ে দেওয়া হয় ৷ বৃহস্পতিবার ছিল সেই হেফাজতের শেষ দিন ৷ তাই নিয়ম মাফিক এদিন তাঁকে ফের আদালতে পেশ করা হয় ৷

সায়গল হোসেনের জামিনের আবেদন খারিজ ৷

আরও পড়ুন: অনুব্রতর দেহরক্ষীর সম্পদে চক্ষু চড়কগাছ গোয়েন্দাদের! ডায়েরিতে মিলল প্রভাবশালীদের নাম

সায়গল হোসেলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা এদিন বলেন, "আজ আমরা সায়গল হোসেনের জামিনের আবেদন করেছিলাম ৷ আমাদের বক্তব্য হল, ইতিমধ্য়েই এই মামলার চার্জশিট হয়ে গিয়েছে ৷ চার্জশিট হয়ে যাওয়ার পর একজন মানুষকে এভাবে বিচারাধীন অবস্থায় বন্দি করে রাখার কোনও মানে হয় না ৷ কারণ, তাঁর বিচার প্রক্রিয়াই শুরু হচ্ছে না ৷ আদালত সিবিআইকে নির্দেশ দিয়েছে, যাতে ওঁকেও চার্জশিটের প্রতিলিপি দেওয়া হয় ৷ এরপর সিবিআই চার্জশিটের একটা অংশ দিয়েছে ৷ বাকি অংশ পরে দেওয়া হবে বলে জানিয়েছে তারা ৷"

প্রসঙ্গত, গরুপাচার মামলায় (Cattle Smuggling Case) সায়গল হোসেন প্রায় 100 দিন ধরে বন্দি রয়েছেন ৷ তাঁর আইনজীবীর যুক্তি, এভাবে বিচার প্রক্রিয়া শুরু না করে একজন মানুষকে মাসের পর মাস আটকে রাখা যায় না ৷ তাই যে কোনও শর্তে সায়গল হোসেনের জামিনের আবেদন করেন তিনি ৷ কিন্তু, বিচারক সেই আবেদন খারিজ করে দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.