ETV Bharat / city

Anubrata Mondal: অনুব্রতর মোবাইলের তথ্য বিকৃতির চেষ্টা ! ফরেনসিক পরীক্ষার নির্দেশ আদালতের - বিশেষ সিবিআই আদালত

গরুপাচার মামলায় (West Bengal Cattle Smuggling Case) ধৃত অনুব্র‍ত মণ্ডলের (Anubrata Mondal) বাজেয়াপ্ত হওয়া দু'টি মোবাইল ফোনের ফরেনসিক পরীক্ষা করানোর নির্দেশ ৷ বৃহস্পতিবার এই নির্দেশ দেয় আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷

Special CBI Court directs Forensic Test for two seized mobile of Anubrata Mondal
Anubrata Mondal: অনুব্রতর মোবাইলের তথ্য বিকৃতির চেষ্টা ! ফরেনসিক পরীক্ষার নির্দেশ আদালতের
author img

By

Published : Sep 15, 2022, 8:30 PM IST

আসানসোল, 15 সেপ্টেম্বর: গরুপাচারের (West Bengal Cattle Smuggling Case) অভিযোগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্র‍ত মণ্ডল (Anubrata Mondal) যেদিন গ্রেফতার হয়েছিলেন, সেদিনই (11 অগস্ট, 2022) তাঁর দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল সিবিআই (CBI) ৷ এবার সেই দু'টি মোবাইল ফোনেরই ফরেনসিক পরীক্ষা (Forensic Test) করানোর নির্দেশ দেওয়া হল ৷ এর জন্য ফোন দু'টিকে 'সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি' (Central Forensic Science Laboratory) বা সিএফএসএল (CFSL)-এ পাঠানোর নির্দেশ দিয়েছে আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতকে জানান, "অনুব্রত মণ্ডল যেদিন গ্রেফতার হয়েছিলেন, অর্থাৎ গত 11 অগস্ট দুপুর 3টে 36 মিনিটে তাঁর দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেই মোবাইলগুলি আদালতের কাছে জমা দেওয়া হয় গত 17 অগস্ট ৷ এরও পরে গত 18 অগস্ট ফোন দু'টি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে সিবিআই ৷ প্রশ্ন হল, মাঝে এতগুলি দিন কোন অধিকারে এবং কেন অনুব্রতর ফোন দু'টি নিজেদের কাছে রেখেছিলেন সিবিআই গোয়েন্দারা ?" এখানেই অনুব্রতর আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর মক্কেলের মোবাইলের তথ্য বিকৃত করার চেষ্টা করা হতে পারে ৷

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল

আদালতও এই যুক্তি উড়িয়ে দেয়নি ৷ সঙ্গে সঙ্গে বিচারক ওই ফোন দু'টির ফরেনসিক পরীক্ষা করানোর নির্দেশ দেন এবং সেগুলি দ্রুত সিএফএসএল-এ পাঠানোর নির্দেশ দেন ৷ সত্যিই অনুব্রত মণ্ডলের মোবাইল দু'টির তথ্য বিকৃত করার চেষ্টা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত ৷

প্রসঙ্গত, এদিনই গরুপাচার মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে আরও 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

আসানসোল, 15 সেপ্টেম্বর: গরুপাচারের (West Bengal Cattle Smuggling Case) অভিযোগে বীরভূমের তৃণমূল জেলা সভাপতি অনুব্র‍ত মণ্ডল (Anubrata Mondal) যেদিন গ্রেফতার হয়েছিলেন, সেদিনই (11 অগস্ট, 2022) তাঁর দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করেছিল সিবিআই (CBI) ৷ এবার সেই দু'টি মোবাইল ফোনেরই ফরেনসিক পরীক্ষা (Forensic Test) করানোর নির্দেশ দেওয়া হল ৷ এর জন্য ফোন দু'টিকে 'সেন্ট্রাল ফরেনসিক সায়েন্স ল্যাবরেটরি' (Central Forensic Science Laboratory) বা সিএফএসএল (CFSL)-এ পাঠানোর নির্দেশ দিয়েছে আসানসোলের (Asansol) বিশেষ সিবিআই আদালত (Special CBI Court) ৷

বৃহস্পতিবার অনুব্রত মণ্ডলের আইনজীবী অনির্বাণ গুহঠাকুরতা আদালতকে জানান, "অনুব্রত মণ্ডল যেদিন গ্রেফতার হয়েছিলেন, অর্থাৎ গত 11 অগস্ট দুপুর 3টে 36 মিনিটে তাঁর দু'টি মোবাইল ফোন বাজেয়াপ্ত করা হয় ৷ সেই মোবাইলগুলি আদালতের কাছে জমা দেওয়া হয় গত 17 অগস্ট ৷ এরও পরে গত 18 অগস্ট ফোন দু'টি নিজেদের হেফাজতে নেওয়ার জন্য আবেদন করে সিবিআই ৷ প্রশ্ন হল, মাঝে এতগুলি দিন কোন অধিকারে এবং কেন অনুব্রতর ফোন দু'টি নিজেদের কাছে রেখেছিলেন সিবিআই গোয়েন্দারা ?" এখানেই অনুব্রতর আইনজীবী আশঙ্কা প্রকাশ করে বলেন, তাঁর মক্কেলের মোবাইলের তথ্য বিকৃত করার চেষ্টা করা হতে পারে ৷

আরও পড়ুন: জামিনের আবেদন খারিজ, ফের 14 দিনের জেল হেফাজতে সায়গল

আদালতও এই যুক্তি উড়িয়ে দেয়নি ৷ সঙ্গে সঙ্গে বিচারক ওই ফোন দু'টির ফরেনসিক পরীক্ষা করানোর নির্দেশ দেন এবং সেগুলি দ্রুত সিএফএসএল-এ পাঠানোর নির্দেশ দেন ৷ সত্যিই অনুব্রত মণ্ডলের মোবাইল দু'টির তথ্য বিকৃত করার চেষ্টা হয়েছে কিনা, তাও খতিয়ে দেখার নির্দেশ দেয় আদালত ৷

প্রসঙ্গত, এদিনই গরুপাচার মামলায় অনুব্রতর প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে বিশেষ সিবিআই আদালতে পেশ করে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ৷ বিচারক তাঁর জামিনের আবেদন খারিজ করে তাঁকে আরও 14 দিনের জন্য জেল হেফাজতে পাঠানোর নির্দেশ দেন ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.