ETV Bharat / city

আসানসোলে চালু হল সিটি কেবলের অক্সিজেন সাপোর্ট সেন্টার - Oxygen

আজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অক্সিজেন সাপোর্ট সেন্টার তৈরি করা হল ।

আসানসোলে চালু হল সিটি কেবলের অক্সিজেন সাপোর্ট সেন্টার
আসানসোলে চালু হল সিটি কেবলের অক্সিজেন সাপোর্ট সেন্টার
author img

By

Published : May 24, 2021, 7:51 PM IST

আসানসোল, 24 মে : অক্সিজেনের আকাল মেটাতে এবার এগিয়ে এল বেসরকারি কেবল টিভি সংস্থা সিটি কেবল । আসানসোলে একটি অক্সিজেন সাপোর্ট ইউনিট তৈরি করল তারা । এখান থেকে অক্সিজেন তারা পৌরনিগম এবং সমাজসেবীদের দেবে । তাঁদের হাত ধরেই রোগীর কাছে পৌঁছে যাবে সেই অক্সিজেন ।

আজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অক্সিজেন সাপোর্ট সেন্টার তৈরি করা হল । উপস্থিত ছিলেন সিটি কেবলের জয়দীপ মুখোপাধ্যায়, আসানসোল মহিলা থানার ওসি অনন্যা দে, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল দাস-সহ অন্যান্যরা।

এদিন জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা সরাসরি রোগীদের কাছে অক্সিজেন দিতে পারব না ৷ সেই কারণে আমরা পৌরনিগম এবং স্বেচ্ছাসেবীদের সহায়তা প্রার্থনা করেছি । তাঁরা যাঁদের কথা বলবেন অক্সিজেন দিতে, আমরা তাঁদের কাছেই সেই অক্সিজেন পৌঁছে দেব ।’’

আসানসোলে চালু হল সিটি কেবলের অক্সিজেন সাপোর্ট সেন্টার

আসানসোল মহিলা থানার ওসি অনন্যা দে বলেন, "এরকম ছোট ছোট উদ্যোগ আগামিদিনে বৃহত্তর জায়গায় বড় কাজ করে ।’’

আরও পড়ুন : কাঠের আগুনের আঁচে রান্না, গ্যাসের আশায় কাঁকসা গ্রামের মহিলারা

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, "আমাদের সবাইকে এই যুদ্ধে এক সঙ্গেই লড়তে হবে । তবেই সেই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব ।"

আসানসোল, 24 মে : অক্সিজেনের আকাল মেটাতে এবার এগিয়ে এল বেসরকারি কেবল টিভি সংস্থা সিটি কেবল । আসানসোলে একটি অক্সিজেন সাপোর্ট ইউনিট তৈরি করল তারা । এখান থেকে অক্সিজেন তারা পৌরনিগম এবং সমাজসেবীদের দেবে । তাঁদের হাত ধরেই রোগীর কাছে পৌঁছে যাবে সেই অক্সিজেন ।

আজ একটি বিশেষ অনুষ্ঠানের মাধ্যমে এই অক্সিজেন সাপোর্ট সেন্টার তৈরি করা হল । উপস্থিত ছিলেন সিটি কেবলের জয়দীপ মুখোপাধ্যায়, আসানসোল মহিলা থানার ওসি অনন্যা দে, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান অমরনাথ চট্টোপাধ্যায়, আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিল দাস-সহ অন্যান্যরা।

এদিন জয়দীপ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমরা সরাসরি রোগীদের কাছে অক্সিজেন দিতে পারব না ৷ সেই কারণে আমরা পৌরনিগম এবং স্বেচ্ছাসেবীদের সহায়তা প্রার্থনা করেছি । তাঁরা যাঁদের কথা বলবেন অক্সিজেন দিতে, আমরা তাঁদের কাছেই সেই অক্সিজেন পৌঁছে দেব ।’’

আসানসোলে চালু হল সিটি কেবলের অক্সিজেন সাপোর্ট সেন্টার

আসানসোল মহিলা থানার ওসি অনন্যা দে বলেন, "এরকম ছোট ছোট উদ্যোগ আগামিদিনে বৃহত্তর জায়গায় বড় কাজ করে ।’’

আরও পড়ুন : কাঠের আগুনের আঁচে রান্না, গ্যাসের আশায় কাঁকসা গ্রামের মহিলারা

আসানসোল জেলা হাসপাতালের সুপার নিখিলচন্দ্র দাস বলেন, "আমাদের সবাইকে এই যুদ্ধে এক সঙ্গেই লড়তে হবে । তবেই সেই যুদ্ধে জয়ী হওয়া সম্ভব ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.