ETV Bharat / city

Shatrughan Sinha : ‘আসানসোলে থাকার জন্যই এসেছি’, বহিরাগত তত্ত্বে বিরোধীদের খামোশ করলেন বিহারীবাবু

আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে ৷ বহিরাগত কটাক্ষের জবাব দিয়ে জানালেন তৃণমূলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha to live in Asansol) ৷

Shatrughan Sinha News
বহিরাগত তত্ত্বে বিরোধীদের খামোশ করলেন বিহারীবাবু
author img

By

Published : May 21, 2022, 4:49 PM IST

দুর্গাপুর, 21 মে : উপনির্বাচনের আগে ‘বহিরাগত’ ইস্যুকেই মূল হাতিয়ার করেছিল বিরোধীরা ৷ ভোটের ফলে প্রত্যেককে কার্যত খামোশ করে দিয়েছেন বিহারীবাবু ৷ ভোটের মার্জিনে রেকর্ড গড়ে আসানসোলের সাংসদ হয়েছেন শত্রুঘ্ন সিনহা (TMC MP Shatrughan Sinha) ৷ উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারিয়েছেন 3 লাখ 53 হাজার 149 ভোটে ৷ তারপরেই এবার ‘বহিরাগত’ কটাক্ষের জবাব দিলেন 80-এর দশকের ‘অ্যাংরি ইয়ং ম্যান ’ ৷

বিরোধীদের বহিরাগত তত্ত্ব প্রচারে কাজ হয়নি, হিন্দিভাষীদের বিপুল পরিমাণ ভোট পেয়ে আসানসোলে শেষ হাসি হেসেছেন শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর দৌলতেই এইবার প্রথম তৃণমূলের দখলে এসেছে এই লোকসভা কেন্দ্রটি ৷ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘আসানসোলে আমার অফিস হয়ে গিয়েছে । আমি এখানেই থাকতে এসেছি । পটনা থেকে মুম্বই হয়ে যদি দিল্লিতে যেতে পারি, তাহলে পটনা থেকে আসানসোল আসতে কী অসুবিধা ? আমি এখানেই থাকব, তাই ঘর'ও দেখছি ৷’’

জেতার পর থেকেই এই সাংসদের দফতরের জন্য বাড়ি দেখা শুরু করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অতীতে বাবুল সুপ্রিয় যেভাবে আসানসোলের মহিশিলায় ফ্ল্যাট নিয়েছিলেন এবং সেই ফ্ল্যাটের লাগোয়া তাঁর সাংসদ দফতর ছিল, সেই রকম ভাবেই শত্রুঘ্ন সিনহাও আগামিদিনে আসানসোলে বাসস্থান নিতে পারেন ।

বিরোধীদের খামোশ করলেন বিহারীবাবু

আরও পড়ুন : আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

এদিন অণ্ডালের ক্ষুদিরাম ভবনে সংবর্ধনা দেওয়া হয় আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহাকে । সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে পেট্রল, ডিজেল-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুল্যবৃদ্ধি নিয়ে তোপ দাগেন তিনি ।

দুর্গাপুর, 21 মে : উপনির্বাচনের আগে ‘বহিরাগত’ ইস্যুকেই মূল হাতিয়ার করেছিল বিরোধীরা ৷ ভোটের ফলে প্রত্যেককে কার্যত খামোশ করে দিয়েছেন বিহারীবাবু ৷ ভোটের মার্জিনে রেকর্ড গড়ে আসানসোলের সাংসদ হয়েছেন শত্রুঘ্ন সিনহা (TMC MP Shatrughan Sinha) ৷ উপনির্বাচনে বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা পলকে হারিয়েছেন 3 লাখ 53 হাজার 149 ভোটে ৷ তারপরেই এবার ‘বহিরাগত’ কটাক্ষের জবাব দিলেন 80-এর দশকের ‘অ্যাংরি ইয়ং ম্যান ’ ৷

বিরোধীদের বহিরাগত তত্ত্ব প্রচারে কাজ হয়নি, হিন্দিভাষীদের বিপুল পরিমাণ ভোট পেয়ে আসানসোলে শেষ হাসি হেসেছেন শত্রুঘ্ন সিনহা ৷ তাঁর দৌলতেই এইবার প্রথম তৃণমূলের দখলে এসেছে এই লোকসভা কেন্দ্রটি ৷ শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘আসানসোলে আমার অফিস হয়ে গিয়েছে । আমি এখানেই থাকতে এসেছি । পটনা থেকে মুম্বই হয়ে যদি দিল্লিতে যেতে পারি, তাহলে পটনা থেকে আসানসোল আসতে কী অসুবিধা ? আমি এখানেই থাকব, তাই ঘর'ও দেখছি ৷’’

জেতার পর থেকেই এই সাংসদের দফতরের জন্য বাড়ি দেখা শুরু করেছে তৃণমূল কংগ্রেস । তৃণমূল সূত্রে জানা গিয়েছে, অতীতে বাবুল সুপ্রিয় যেভাবে আসানসোলের মহিশিলায় ফ্ল্যাট নিয়েছিলেন এবং সেই ফ্ল্যাটের লাগোয়া তাঁর সাংসদ দফতর ছিল, সেই রকম ভাবেই শত্রুঘ্ন সিনহাও আগামিদিনে আসানসোলে বাসস্থান নিতে পারেন ।

বিরোধীদের খামোশ করলেন বিহারীবাবু

আরও পড়ুন : আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

এদিন অণ্ডালের ক্ষুদিরাম ভবনে সংবর্ধনা দেওয়া হয় আসানসোলের নবনির্বাচিত সাংসদ শত্রুঘ্ন সিনহাকে । সেখান থেকেই কেন্দ্রের বিরুদ্ধে পেট্রল, ডিজেল-সহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর মুল্যবৃদ্ধি নিয়ে তোপ দাগেন তিনি ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.