আসানসোল, 23 মে : আসানসোলে আদিবাসী চলচ্চিত্র উৎসবের উদ্বোধন করলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা (Shatrughan Sinha Inaugurate Tribal Film Festival 2022 in Asansol) ৷ এ দিন আসানসোল শহরের রবীন্দ্রভবনে মন্ত্রী মলয় ঘটকের সঙ্গে আদিবাসী চলচ্চিত্র উৎসব এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠানের উদ্বোধন করেন তিনি ৷ নাচে-গানে জমজমাট ছিল এ দিনের অনুষ্ঠান ৷
এ দিনের আদিবাসী চলচ্চিত্র উৎসবে বাড়তি পাওনা ছিল শত্রুঘ্ন সিনহার নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরা ৷ আদিবাসী সম্প্রদায়ের নতুন অভিনেতা-অভিনেত্রীদের সঙ্গে নিজের অভিনয় জীবনের অভিজ্ঞতা ভাগ করে নেন সাংসদ ৷ মহাত্মা গান্ধির বক্তব্য তুলে ধরে শত্রুঘ্ন সিনহা বলেন, ‘‘শিল্পী হতে গেলে উপহাস, উপেক্ষা, অপমান এবং বাধা আসবে ৷ এই চারটি যদি জয় করতে পারেন, তবেই দেখবেন সম্মান আপনার পায়ের কাছে এসে দাঁড়িয়ে আছে ৷’’
আরও পড়ুন : Kiff 2022: রাজ্যে হবে সিনে মিউজিয়াম, চলচ্চিত্র উৎসবে ঘোষণা মমতার
এ দিনের অনুষ্ঠানে শত্রুঘ্ন সিনহাকে বারবার প্যাশন এবং ধৈর্যের কথা বলতে শোনা গেল ৷ অভিনয় জগতে হাতেখড়ি বা স্বল্প অভিজ্ঞা হয়েছে এমন অভিনেতা-অভিনেত্রীদের উদ্দেশ্যে তিনি বলেন, ‘‘প্যাশন এবং ধৈর্য ছাড়া শিল্প হয় না ৷ তাই টিকে থাকতে হলে ধৈর্য ধরতে হবে ৷ এদিন শত্রুঘ্ন সিনহা’কে পেয়ে খুশি আদিবাসী চলচ্চিত্র জগতের শিল্পীরাও ৷ মালদা থেকে আসা আদিবাসী সঙ্গীত শিল্পী লাংতিতি কিসকু জানান, ‘‘আমরা ভাবতে পারিনি উনি আসবেন ৷ এটা আমাদের সমাজের কাছে অনেক বড় পাওয়া হল ৷ আমরা খুব উজ্জীবিত হয়েছি আজকে ওনার ভাষণে ৷’’