সালানপুর, 23 সেপ্টেম্বর: সহকর্মীর বন্দুক থেকে গুলি চালিয়ে আত্মহত্যা করলেন একটি বেসরকারি কারখানার নিরাপত্তা রক্ষী (Asansol Suicide)। এই ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে আসানসোলের সালানপুর থানার দেন্দুয়া অঞ্চলে ৷ মৃতের নাম আনন্দ আরিন্দা (35)। তাঁর বাড়ি হীরাপুর থানা এলাকায় (Security guard Shoots self)।
জানা গিয়েছে, সালানপুরের দেন্দুয়া এলাকার একটি বেসরকারি ইস্পাত কারখানায় নিরাপত্তারক্ষীর চাকরি করতেন আনন্দ আরিন্দা । ওই কারখানাতেই বন্দুকবাজ হিসেবে কর্মরত আশিস দাস । শুক্রবার সকালে তিনি কারখানার বাইরে চা খেতে বের হন । সেই সময় তাঁর নিজের বন্দুকটি নিরাপত্তারক্ষী আনন্দ আরিন্দার কাছে রেখে গিয়েছিলেন ।
তার কিছু পরেই কারখানার শ্রমিকরা হঠাৎ একটি গুলি চালানোর শব্দ পান । এরপরই সবাই দেখেন আনন্দ আরিন্দা পড়ে আছেন রক্তাক্ত অবস্থায় । তাঁর পাশে পড়ে রয়েছে আশিসের বন্দুক । পুলিশে খবর দেওয়া হয় । আনন্দর বুকে গুলি লেগেছিল । খবর পেয়ে আসে সালানপুর থানা এবং কল্যাণেশ্বরী ফাঁড়ির পুলিশ । যদিও অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই মৃত্যু হয় আনন্দ আরিন্দার । তাঁর মৃতদেহ উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য ।
আরও পড়ুন: পঞ্জাবে বিশ্ববিদ্যালয়ের হস্টেলে উদ্ধার ছাত্রের মৃতদেহ, মিলল সুইসাইড নোট
পুলিশ প্রাথমিকভাবে মনে করছে, এটি একটি আত্মহত্যার ঘটনা । কী কারণে এই ঘটনা, তার তদন্ত শুরু করেছে পুলিশ । অন্যদিকে, এই ঘটনার পর আশিস দাস ভয়ে গা ঢাকা দিয়েছেন । তাঁর সন্ধানে খোঁজ করছে পুলিশ । তাঁকে জিজ্ঞাসাবাদ করলেই পুরো ঘটনা পরিষ্কার জানা যাবে । পুলিশ বন্দুকটি বাজেয়াপ্ত করেছে ।