ETV Bharat / city

রেশন বণ্টন নিয়ে সর্বদলীয় বৈঠক আসানসোলের মহকুমা শাসকের - আসানসোল

ঝামেলা এড়াতে মে মাস থেকে রেশন বণ্টন ব্যবস্থায় কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন আসানসোলের মহকুমা শাসক । বিরোধীরাও তাঁদের প্রস্তাব রাখেন মহকুমা শাসকের কাছে ।

meeting
বৈঠক
author img

By

Published : May 1, 2020, 10:10 AM IST

আসানসোল, 1 মে: মে মাসের প্রথম থেকে রেশন বণ্টন ব্যবস্থা কী হবে তা নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন আসানসোলের মহকুমা শাসক । গতকাল এই বৈঠকে আগামী দিনে কীভাবে সবাইকে রেশন দেওয়া হবে তার একটি সামগ্রিক রূপরেখা তিনি সব দলের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন । বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাঁদের দাবি জানান মহকুমা শাসককে ।

লকডাউন চলাকালীন রেশন নিয়ে ব্যাপক হট্টগোল হয়েছে আসানসোলে । বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারবার দাবি তুলেছেন, সবাই ঠিক মতো রেশন পাচ্ছেন না । এবার মহকুমা শাসকের পক্ষ থেকে তাই সর্বদলীয় বৈঠক ডাকা হল । মে মাস থেকে যাতে সুষ্ঠুভাবে রেশন বণ্টন করা যায় সেই বিষয় আলোচনা করতে বৈঠক ডাকা হয় । বৈঠকে মহকুমা শাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় জানান, "মে মাস থেকে রেশন বণ্টনে বেশ কিছু নিয়ম আনা হয়েছে । কে কোন কার্ডে কী রেশন সামগ্রী পাবেন সেই বিষয়ে প্রতিটি রেশন দোকানের বাইরে ব্যানার টাঙানো থাকবে । রেশনে দেওয়া সামগ্রীর ওজন সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিটি রেশন দোকানের বাইরে আলাদা ব্যবস্থা থাকবে পরীক্ষা করে নেওয়ার ।

এছাড়াও দূরত্ব বজায় রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সিভিক ভলান্টিয়ার থাকবেন রেশন দোকানের বাইরে । বৈঠকের শেষে BJP-র পক্ষ থেকে প্রশান্ত চক্রবর্তী জানান, "আমরা বেশ কয়েকটি দাবি রেখেছি । অনেকেই ডিজিটাল রেশন কার্ড করার জন্য পুরোনো কার্ড জমা দিয়েছেন । টোকেন থাকলেও রেশন পাচ্ছেন না । প্রশাসনকে আগে জানিয়েছি, লাভ হয়নি । বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ।" তৃণমূলের পক্ষ থেকে পূর্ণশশী রায় জানান, "বৈঠক ফলপ্রসূ হয়েছে । আগামী দিনে সবাই রেশন পাবেন ।"

আসানসোল, 1 মে: মে মাসের প্রথম থেকে রেশন বণ্টন ব্যবস্থা কী হবে তা নিয়ে সর্বদলীয় বৈঠক করলেন আসানসোলের মহকুমা শাসক । গতকাল এই বৈঠকে আগামী দিনে কীভাবে সবাইকে রেশন দেওয়া হবে তার একটি সামগ্রিক রূপরেখা তিনি সব দলের প্রতিনিধিদের কাছে তুলে ধরেন । বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও তাঁদের দাবি জানান মহকুমা শাসককে ।

লকডাউন চলাকালীন রেশন নিয়ে ব্যাপক হট্টগোল হয়েছে আসানসোলে । বিরোধী রাজনৈতিক দলের নেতারা বারবার দাবি তুলেছেন, সবাই ঠিক মতো রেশন পাচ্ছেন না । এবার মহকুমা শাসকের পক্ষ থেকে তাই সর্বদলীয় বৈঠক ডাকা হল । মে মাস থেকে যাতে সুষ্ঠুভাবে রেশন বণ্টন করা যায় সেই বিষয় আলোচনা করতে বৈঠক ডাকা হয় । বৈঠকে মহকুমা শাসক দেবজিৎ গঙ্গোপাধ্যায় জানান, "মে মাস থেকে রেশন বণ্টনে বেশ কিছু নিয়ম আনা হয়েছে । কে কোন কার্ডে কী রেশন সামগ্রী পাবেন সেই বিষয়ে প্রতিটি রেশন দোকানের বাইরে ব্যানার টাঙানো থাকবে । রেশনে দেওয়া সামগ্রীর ওজন সম্পর্কে সন্দেহ থাকলে প্রতিটি রেশন দোকানের বাইরে আলাদা ব্যবস্থা থাকবে পরীক্ষা করে নেওয়ার ।

এছাড়াও দূরত্ব বজায় রাখা ও পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য সিভিক ভলান্টিয়ার থাকবেন রেশন দোকানের বাইরে । বৈঠকের শেষে BJP-র পক্ষ থেকে প্রশান্ত চক্রবর্তী জানান, "আমরা বেশ কয়েকটি দাবি রেখেছি । অনেকেই ডিজিটাল রেশন কার্ড করার জন্য পুরোনো কার্ড জমা দিয়েছেন । টোকেন থাকলেও রেশন পাচ্ছেন না । প্রশাসনকে আগে জানিয়েছি, লাভ হয়নি । বিষয়টি দেখার আশ্বাস দিয়েছেন মহকুমা শাসক ।" তৃণমূলের পক্ষ থেকে পূর্ণশশী রায় জানান, "বৈঠক ফলপ্রসূ হয়েছে । আগামী দিনে সবাই রেশন পাবেন ।"

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.