আসানসোল, 1 সেপ্টেম্বর: গরু পাচার মামলায় (Cattle Smuggling Case) ধৃত অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে (Saigal Hossain) আসানসোল আদালতে তোলা হলেও আজ তাঁর মামলার শুনানি হল না । আসানসোল (Asansol news) আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে শোক প্রস্তাব নেওয়া হয়েছে । সেজন্য আইনজীবীরা আজ কর্মবিরতি পালন করছেন । সেই কারণে সায়গল হোসেনের মামলার আজ শুনানি হয়নি । সিবিআই আদালতের বিচারক সায়গল হোসেনকে 14 দিনের জন্য পুনরায় জেল হেফাজতে পাঠান (Jail custody)। আগামী 15 সেপ্টেম্বর ফের তাঁকে আসানসোল সিবিআই আদালতে তোলা হবে (CBI)।
একদিকে অনুব্রত মণ্ডলকে আসানসোল সংশোধনাগার থেকে বিধাননগর আদালতে নিয়ে যাচ্ছে পুলিশ ৷ ঠিক এই সময়ে অনুব্রত মণ্ডলের দেহরক্ষী সায়গল হোসেনকে শুনানিতে হাজিরার জন্য আজ আসানসোল সিবিআই আদালতে নিয়ে আসা হয় । 14 দিন জেল হেফাজতে থাকার পর আজ সায়গল হোসেনের মামলার শুনানির দিন ছিল । কিন্তু আসানসোল আদালতের এক আইনজীবীর মৃত্যুর কারণে আজ শোক প্রস্তাব এনে কর্মবিরতি পালন করছেন অন্যান্য আইনজীবীরা । আর তাই কোনও সওয়াল জবাবে অংশ নেননি আইনজীবীরা ।
আরও পড়ুন: সায়গল হোসেনের থেকে তথ্য পেয়েই অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলারের বাড়িতে সিবিআই
9 জুন গ্রেফতার হয়েছিলেন সায়গল হোসেন । তিনি প্রথমে সিবিআই হেফাজত ও তারপর থেকে জেল হেফাজতে আছেন । গত 18 অগস্ট তাঁকে আদালতে তোলা হয়েছিল । সে দিন তাঁকে 14 দিনের জেল হেফাজতে রাখার নির্দেশ দিয়েছিলেন বিচারক । সেইমতো আজ তাঁকে সিবিআই আদালতে তোলা হয় । কিন্তু আজ মামলার শুনানি হয়নি । আগামী 15 সেপ্টেম্বর পুনরায় সায়গল হোসেনকে আদালতে তোলা হবে ।
সায়গল হোসেনের থেকে তথ্য পেয়েই অনুব্রত-ঘনিষ্ঠ কাউন্সিলারের বাড়িতে গতকাল হানা দেয় সিবিআই ৷ বীরভূমের কাউন্সিলর বিশ্বজ্যোতি বন্দ্যোপাধ্যায় এবং অপর এক ব্যক্তি সুদীপ রায়ের বাড়িতে তল্লাশি অভিযান চালায় সিবিআই । জানা গিয়েছে, বীরভূমে অনুব্রত মণ্ডলের যাবতীয় কাজ দেখাশোনার দায়িত্ব ছিল এই দুজনের উপর । এ ছাড়াও বীরভূমে অনুব্রতর চার্টার্ড অ্যাকাউন্টেন্ট মণীশ কোঠারির অফিস এবং বাড়িতেও তল্লাশি অভিযান চালায় সিবিআই ৷