ETV Bharat / city

ASP-র বিলগ্নিকরণ রুখতে দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ যৌথমঞ্চের - INTUC

কেন্দ্রে প্রথম মোদি সরকারের সময়েই দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ত ASP(আ্যলয় স্টিল প্ল্যান্ট)-এর কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই কোনও সংস্থা এই কারখানা অধিগ্রহণের জন্য আগ্রহ দেখায়নি ৷ সেই কারণে কারখানা বিলগ্নিকরণ করা যায়নি । কেন্দ্রে দ্বিতীয়বার মোদি সরকারের সময়কালে প্রথম নীতি আয়োগ কমিটির বৈঠকে দুর্গাপুরের ASP সহ দেশের তিনটি রাষ্ট্রায়াত্ত লৌহ ও ইস্পাত কারখানা বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় । কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের এই সিদ্ধান্তের পরেই দুর্গাপুরে সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে ।

দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ
author img

By

Published : Aug 17, 2019, 7:30 PM IST

Updated : Aug 17, 2019, 11:59 PM IST

ফরিদপুর, 17 অগাস্ট: রাষ্ট্রায়ত্ত ASP কারখানার বিলগ্নিকরণ রুখতে দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করল শ্রমিক সংগঠনগুলির যৌথমঞ্চ ৷ প্রায় 45 মিনিট দু'নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে ৷ জাতীয় সড়কেই মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । অবরোধ তুলতে বললে পুলিশের সঙ্গে বচসা বাধে যৌথমঞ্চের সদস্যদের ।

কেন্দ্রে প্রথম মোদি সরকারের সময়েই দুর্গাপুরের ASP(আ্যলয় স্টিল প্ল্যান্ট)-এর কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই কোনও সংস্থা এই কারখানা অধিগ্রহণে আগ্রহ দেখায়নি ৷ সেই কারণে বিলগ্নিকরণ হয়নি । কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকারের আমলে প্রথম নীতি আয়োগ কমিটির বৈঠকে দুর্গাপুরের ASP সহ দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত লৌহ ও ইস্পাত কারখানা বিলগ্নিকরণের প্রস্তাব দেওয়া হয় । এ নিয়ে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের সিদ্ধান্তের পরেই তার বিরোধিতায় দুর্গাপুরে সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে । ASP-কে বিলগ্নিকরণ করতে দেওয়া হবে না এই মর্মে রাজ্যের শাসকদলের শ্রমিকসংগঠন INTTUCএককভাবে আন্দোলন করে ৷ বাকি CITU, INTUC সহ বামপন্থী শ্রমিক সংগঠন সহ HMS যৌথমঞ্চ গঠন করে । যৌথমঞ্চের ডাকে ASP বাঁচাও কর্মসূচিতে আজ মিছিলের ডাক দেওয়া হয় । এরপর আন্দোলনকারীরা দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ।

শুনুন বিকাশ ঘটকের বক্তব্য

অবরোধে আটকে পড়ে বহু গাড়ি । ঘটনাস্থানে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) শ্বাশ্বতী শ্বেতা সামন্তর নেতৃত্বে পুলিশ আসে । নামানো হয় কমব্যাট ফোর্সও ৷ অবরোধ তুলে নিতে অনুরোধ জানায় পুলিশ । দু'পক্ষের বচসা হয় । পরে অবরোধ তুলে নেয় যৌথমঞ্চ । যৌথমঞ্চের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘটক জানান,"মানুষকে সাথে নিয়ে আমরা ASP-কে বাঁচানোর লড়াই চালাচ্ছি । রাস্তা অবরোধের জেরে হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু কারখানার শ্রমিক ও তাদের পরিবারের কথা ভেবে সবাই সাহায্য করবে আশা রাখি ।"

ফরিদপুর, 17 অগাস্ট: রাষ্ট্রায়ত্ত ASP কারখানার বিলগ্নিকরণ রুখতে দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করল শ্রমিক সংগঠনগুলির যৌথমঞ্চ ৷ প্রায় 45 মিনিট দু'নম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকে ৷ জাতীয় সড়কেই মোদির কুশপুত্তলিকা দাহ করা হয় । অবরোধ তুলতে বললে পুলিশের সঙ্গে বচসা বাধে যৌথমঞ্চের সদস্যদের ।

কেন্দ্রে প্রথম মোদি সরকারের সময়েই দুর্গাপুরের ASP(আ্যলয় স্টিল প্ল্যান্ট)-এর কৌশলগত বিলগ্নিকরণের সিদ্ধান্ত নেওয়া হয় ৷ কিন্তু তখন থেকেই কোনও সংস্থা এই কারখানা অধিগ্রহণে আগ্রহ দেখায়নি ৷ সেই কারণে বিলগ্নিকরণ হয়নি । কেন্দ্রে দ্বিতীয় মোদি সরকারের আমলে প্রথম নীতি আয়োগ কমিটির বৈঠকে দুর্গাপুরের ASP সহ দেশের তিনটি রাষ্ট্রায়ত্ত লৌহ ও ইস্পাত কারখানা বিলগ্নিকরণের প্রস্তাব দেওয়া হয় । এ নিয়ে কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের সিদ্ধান্তের পরেই তার বিরোধিতায় দুর্গাপুরে সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে । ASP-কে বিলগ্নিকরণ করতে দেওয়া হবে না এই মর্মে রাজ্যের শাসকদলের শ্রমিকসংগঠন INTTUCএককভাবে আন্দোলন করে ৷ বাকি CITU, INTUC সহ বামপন্থী শ্রমিক সংগঠন সহ HMS যৌথমঞ্চ গঠন করে । যৌথমঞ্চের ডাকে ASP বাঁচাও কর্মসূচিতে আজ মিছিলের ডাক দেওয়া হয় । এরপর আন্দোলনকারীরা দু'নম্বর জাতীয় সড়ক অবরোধ করে ।

শুনুন বিকাশ ঘটকের বক্তব্য

অবরোধে আটকে পড়ে বহু গাড়ি । ঘটনাস্থানে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ACP (ট্রাফিক) শ্বাশ্বতী শ্বেতা সামন্তর নেতৃত্বে পুলিশ আসে । নামানো হয় কমব্যাট ফোর্সও ৷ অবরোধ তুলে নিতে অনুরোধ জানায় পুলিশ । দু'পক্ষের বচসা হয় । পরে অবরোধ তুলে নেয় যৌথমঞ্চ । যৌথমঞ্চের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘটক জানান,"মানুষকে সাথে নিয়ে আমরা ASP-কে বাঁচানোর লড়াই চালাচ্ছি । রাস্তা অবরোধের জেরে হয়তো একটু সমস্যা হয়েছে কিন্তু কারখানার শ্রমিক ও তাদের পরিবারের কথা ভেবে সবাই সাহায্য করবে আশা রাখি ।"

Intro:রাষ্ট্রায়াত্ত এ এস পি কারখানার বিলগ্নীকরন রুখতে যৌথ মঞ্চের দু নম্বর জাতীয় সড়ক।পুলিশের সাথে বচসা।সাধারন মানুষকে নিয়ে কারখানা বাঁচাতে রক্তক্ষয়ী লড়াই এর ডাক যৌথ মঞ্চের।জাতীয় সড়কেই মোদীর কুশপুত্তলিকা দাহ করা হয়।

কেন্দ্রে প্রথম মোদী সরকারের সময়েই দুর্গাপুরের রাষ্ট্রায়াত্ত এ এস পি (আ্যলয় স্টিল প্ল্যান্ট)এর কৌশলগত বিলগ্নীকরন এর সিদ্ধান্ত নেওয়া হলেও কোনও সংস্থা এই কারখানা অধিগ্রহণ এর জন্য আগ্রহ না দেখানোর কারনে কারখানা বিলগ্নিকরন করা যায়নি।কেন্দ্রে দ্বিতীয় মোদী সরকারের সময়কালে প্রথম নীতি আয়োগ কমিটির বৈঠকে দুর্গাপুরের এ এস পি সহ দেশের তিনটি রাষ্ট্রায়াত্ত লৌহ ও ইস্পাত কারখানা বিলগ্নীকরন এর সিদ্ধান্ত নেওয়া হয়।আর কেন্দ্রীয় ইস্পাত মন্ত্রকের এই সিদ্ধান্তের পরেই দুর্গাপুরে সমস্ত শ্রমিক সংগঠন আন্দোলন শুরু করে।এ এস পি কে বিলগ্নীকরন করতে দেওয়া হবেনা এই মর্মে রাজ্যের শাসকদলের শ্রমিকসংগঠন আই এন টি টি ইউ সি এককভাবে আন্দোলন করলেও বাকী সিটু,আই এন টি ইউ সি সহ বামপন্থী শ্রমিক সংগঠন সহ এইচ এম এস মিলিতভাবে যৌথ মঞ্চ গঠন করে।যৌথ মঞ্চের এই এ এস পি বাঁচাও কর্মসূচি তে আজ গান্ধীমোড় থেকে ভিড়িঙ্গী মোড় পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়।মিছিল দুনম্বর জাতীয় সড়কের সার্ভিস রোড দিয়ে যাওয়ার সময় ফরিদপুর এলাকায় হটাৎ মিছিল দুভাগে বিভক্ত হয়ে দুনম্বর জাতীয় সড়ক অবরোধ করে।জাতীয় সড়কে জ্বালানো হয় নরেন্দ্র মোদীর কুশপুত্তলিকা। প্রায় ৪০-৪৫ মিনিট দুনম্বর জাতীয় সড়ক অবরুদ্ধ থাকার কারনে বহু পন্যবাহী ও যাত্রীবাহী গাড়ি আটকে পড়ে।ঘটনাস্থলে আসানসোল -দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি(ট্রাফিক) শ্বাশ্বতী স্বেতা সামন্তর নেতৃত্বে বিশাল পুলিশ বাহিনী আসে।নামানো হয় কমব্যাট ফোর্স নামানো হয়। জাতীয় সড়ক অবরোধমুক্ত করার অনুরোধ জানায় পুলিশ।দুপক্ষের বচসা হয়।পরে অবরোধ তুলে নেয়।যৌথমঞ্চের যুগ্ম আহ্বায়ক বিকাশ ঘটক জানান,""মানুষকে সাথে নিয়ে আমরা এ এস পি কে বাঁচানোর লড়াই চালাচ্ছি।রাস্তা অবরোধের জেরে হয়ত একটু সমস্যা হয়েছে কিন্তু কারখানার শ্রমিক ও তাদের পরিবারের কথা ভেবে সবাই সাহায্য করবে আশা রাখি।""জাতীয় সড়ক অবরোধের কারনে পুলিশের পক্ষ থেকে মামলা করার কথা বলা হয়।Body:য়Conclusion:গ
Last Updated : Aug 17, 2019, 11:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.