ETV Bharat / city

Jitendranath Roy: আলোর গবেষণা করে সেরা বিজ্ঞানীদের তালিকায় আসানসোলের জিতেন্দ্রনাথ রায়

আলো নিয়ে গবেষেণা করে বিশ্বস্তরে মর্যাদা পেলেন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় ৷ ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ট বিশ্ববিদ্যায়লয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিয়েছেন তিনি ৷

Professor Jitendra Nath Roy Achives One of Greatest Scientist Award of Stanford University
আলো’র গবেষণা করে বিজ্ঞানীদের তালিকায় আসানসোলের জিতেন্দ্রনাথ রায়
author img

By

Published : Nov 2, 2021, 5:14 PM IST

আসানসোল, 2 নভেম্বর : আলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় ৷ আর সেই গবেষণার জেরেই সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যায়লয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিলেন তিনি ৷ দীপাবলির প্রাক্কালে জিতেন্দ্রনাথ রায়ের এই প্রাপ্তির খবরে খুশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপর এবং পড়ুয়া সকলে ৷ তাঁর এই অনন্য কীর্তি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিলেন অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় ৷

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষক জিতেন্দ্রনাথ রায় ৷ তাঁর আদিবাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বর্তমানে কর্মসূত্রে আসানসোলে থাকেন ৷ এর আগে তিনি ত্রিপুরায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেন্দ্রীয় সরকারের উচ্চ বেতনের চাকরি করতেন ৷ কিন্তু, নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার নেশায় এবং বাংলায় ফেরার টানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে 2016 সালে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজে যোগ দেন ৷ তখন থেকেই আলো নিয়ে নিরন্তর গবেষণা চলছে তাঁর ৷ সেই সঙ্গে সহকর্মী অধ্যাপিকা পূজা দের সঙ্গে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একটি বিশেষ প্রকল্পে ইতিমধ্যেই কাজ করছেন জিতেন্দ্রনাথ রায় ৷ পাশাপাশি ইসরোতে গবেষণার ইচ্ছাপ্রকাশ করে গবেষণাপত্র জমা দিয়েছেন তিনি ৷ ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যায়লয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নেওয়ার পর, আশা করছেন সেখানেও নতুন কাজ শুরু করতে পারবেন ৷

আরও পড়ুন : Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র

জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘‘আমার গবেষণার বিষয় হল আলো ৷ আলোকে কীভাবে গণজ্ঞাপনের (Communication) কাজে লাগানো যেতে পারে, অর্থাৎ, আলো দিয়ে গণনা করা ৷ তথ্য় প্রযুক্তিতে কীভাবে আমরা আলোকে ব্যবহার করতে পারি, সেই নিয়ে আমার গবেষণা ৷ বর্তমানে আমরা কাজ করছি অপটো ইলেক্ট্রনিকস এবং অপটো স্পিনট্রনিকস-এর উপর ৷ এই বিষয়ের উপর 34 লক্ষ টাকার একটি প্রকল্প পেয়েছি বোর্ড অফ রিসার্চ স্টাডিজ অফ নিউক্লিয়ার সায়েন্স অর্থাৎ, ভাবা অ্যাটমিক সেন্টার থেকে ৷ আমরা আরও একটি প্রজেক্ট জমা দিয়েছি ইসরোতে ৷ সেটাও পেয়ে যাব আশা করি ৷’’

আরও পড়ুন : Burdwan Municipality: খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা

জিতেন্দ্রনাথ রায়ের স্বপ্ন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ তৈরি করা ৷ তাঁর মতে, বর্তমান সময়ে পড়ুয়াদের মধ্যে গবেষণায় উৎসাহ দেখা যায় না ৷ বেশিরভাগ পড়ুয়াই চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হতে চলে যায় ৷ গবেষণা অনেক দীর্ঘ সময়ব্যাপী বলে পড়ুয়া সেইভাবে উৎসাহিত বোধ করেন না ৷ আর তাই বিশ্ববিদ্যালয় একটি গবেষণার পরিবেশ তৈরি করে পড়ুয়াদের উৎসাহ দিতে চান তিনি ৷

আসানসোল, 2 নভেম্বর : আলো নিয়ে দীর্ঘদিন গবেষণা করছেন আসানসোলের কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের পদার্থবিদ্যার অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় ৷ আর সেই গবেষণার জেরেই সম্প্রতি ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যায়লয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নিলেন তিনি ৷ দীপাবলির প্রাক্কালে জিতেন্দ্রনাথ রায়ের এই প্রাপ্তির খবরে খুশি কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, অধ্যাপর এবং পড়ুয়া সকলে ৷ তাঁর এই অনন্য কীর্তি নিয়ে ইটিভি ভারতের মুখোমুখি হয়েছিলেন অধ্যাপক জিতেন্দ্রনাথ রায় ৷

কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা গবেষক জিতেন্দ্রনাথ রায় ৷ তাঁর আদিবাড়ি পশ্চিম মেদিনীপুরের ঘাটালে ৷ বর্তমানে কর্মসূত্রে আসানসোলে থাকেন ৷ এর আগে তিনি ত্রিপুরায় ন্যাশনাল ইনস্টিটিউট অফ টেকনোলজিতে কেন্দ্রীয় সরকারের উচ্চ বেতনের চাকরি করতেন ৷ কিন্তু, নতুন বিশ্ববিদ্যালয় গড়ে তোলার নেশায় এবং বাংলায় ফেরার টানে কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে 2016 সালে পদার্থবিদ্যার অধ্যাপক হিসেবে কাজে যোগ দেন ৷ তখন থেকেই আলো নিয়ে নিরন্তর গবেষণা চলছে তাঁর ৷ সেই সঙ্গে সহকর্মী অধ্যাপিকা পূজা দের সঙ্গে ভাবা অ্যাটমিক রিসার্চ সেন্টারের একটি বিশেষ প্রকল্পে ইতিমধ্যেই কাজ করছেন জিতেন্দ্রনাথ রায় ৷ পাশাপাশি ইসরোতে গবেষণার ইচ্ছাপ্রকাশ করে গবেষণাপত্র জমা দিয়েছেন তিনি ৷ ক্যালিফোর্নিয়ার স্টানফোর্ড বিশ্ববিদ্যায়লয়ের সেরা বিজ্ঞানীদের তালিকায় জায়গা করে নেওয়ার পর, আশা করছেন সেখানেও নতুন কাজ শুরু করতে পারবেন ৷

আরও পড়ুন : Enforcement Branch Raid: সবজি ও মাছ বাজারের অগ্নিমূল্য নিয়ন্ত্রণে দুর্গাপুরে অভিযান ইবি’র

জিতেন্দ্রনাথ রায় বলেন, ‘‘আমার গবেষণার বিষয় হল আলো ৷ আলোকে কীভাবে গণজ্ঞাপনের (Communication) কাজে লাগানো যেতে পারে, অর্থাৎ, আলো দিয়ে গণনা করা ৷ তথ্য় প্রযুক্তিতে কীভাবে আমরা আলোকে ব্যবহার করতে পারি, সেই নিয়ে আমার গবেষণা ৷ বর্তমানে আমরা কাজ করছি অপটো ইলেক্ট্রনিকস এবং অপটো স্পিনট্রনিকস-এর উপর ৷ এই বিষয়ের উপর 34 লক্ষ টাকার একটি প্রকল্প পেয়েছি বোর্ড অফ রিসার্চ স্টাডিজ অফ নিউক্লিয়ার সায়েন্স অর্থাৎ, ভাবা অ্যাটমিক সেন্টার থেকে ৷ আমরা আরও একটি প্রজেক্ট জমা দিয়েছি ইসরোতে ৷ সেটাও পেয়ে যাব আশা করি ৷’’

আরও পড়ুন : Burdwan Municipality: খোঁজ মিলল বর্ধমান পৌরসভার হারিয়ে যাওয়া 4টি রোড রোলারের, নবান্নে রিপোর্ট জমা

জিতেন্দ্রনাথ রায়ের স্বপ্ন কাজী নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণার পরিবেশ তৈরি করা ৷ তাঁর মতে, বর্তমান সময়ে পড়ুয়াদের মধ্যে গবেষণায় উৎসাহ দেখা যায় না ৷ বেশিরভাগ পড়ুয়াই চিকিৎসক ও ইঞ্জিনিয়ার হতে চলে যায় ৷ গবেষণা অনেক দীর্ঘ সময়ব্যাপী বলে পড়ুয়া সেইভাবে উৎসাহিত বোধ করেন না ৷ আর তাই বিশ্ববিদ্যালয় একটি গবেষণার পরিবেশ তৈরি করে পড়ুয়াদের উৎসাহ দিতে চান তিনি ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.