আসানসোল, 19 সেপ্টেম্বর : বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস ৷ যুবতি অন্তঃসত্ত্বা হলে বিয়ে করতে অস্বীকার করে যুবক ৷ এবার সেই যুবককে অবিলম্বে গ্রেপ্তারির দাবিতে থানা ঘেরাও করে তৃণমূল ৷ কুলটি থানার লছমনপুর এলাকার ঘটনা।
যুবতির পরিবারের অভিযোগ, লছমনপুর এলাকার বাসিন্দা গোবিন্দ বাউরি বিয়ের প্রতিশ্রুতি দিয়ে যুবতির সঙ্গে সহবাস করে ৷ কিন্তু যুবতি অন্তঃসত্ত্বা হওয়ার পরে তাঁকে বিয়ে করতে অস্বীকার করে ওই যুবক ৷ এই সবের মাঝেই ওই যুবতি একটি কন্যাসন্তানের জন্ম দেন ৷ বারবার গোবিন্দ নামে ওই যুবকের কাছে যুবতিকে বিয়ে করার আবেদন জানায় যুবতির পরিবার ৷ কিন্তু কোনও লাভ হয়নি ৷ তারপরই আজ থেকে পাঁচ মাস আগে কুলটি থানার দারস্থ হয় পরিবার ৷ পরিবারের অভিযোগ, পুলিশ এখনও ওই অভিযুক্ত যুবকের বিরুদ্ধে কোনও ব্যবস্থা গ্রহণ করেনি ৷ তারপরই আজ সকালে স্থানীয় তৃণমূল কংগ্রেসের নেতারা কুলটি থানা ঘেরাও করেন ৷ হাতে প্ল্যাকার্ড নিয়ে ঘটনার প্রতিবাদ জানান ৷ সেই সঙ্গে অবিলম্বে ওই অভিযুক্ত যুবকের গ্রেপ্তারির দাবিও জানান তাঁরা ৷
বিক্ষোভ আন্দোলনে সামিল হয় ওই যুবতিও ৷ যুব তৃণমূলের রাজ্য সম্পাদক মণ্ডলীর সদস্য বিশ্বজিৎ চট্টোপাধ্যায় জানান, "আমরা মানে করি পুলিশ ব্যর্থ। তাই আমরা অসহায় পরিবারটির পাশে দাঁড়িয়েছি ।" বিক্ষোভের জেরে কুলটি থানার পুলিশ 15 দিনের মধ্যে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেওয়ার পরই পরিস্থিতি স্বাভাবিক হয়।