আসানসোল, 6 মার্চ : আনিশ খান মৃত্যুরহস্যের প্রতিবাদ জানাতে গিয়ে গ্রেফতার হয়েছেন বাম যুবনেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায় ৷ গতকাল হাওড়া আদালতের ভারপ্রাপ্ত মুখ্য বিচারবিভাগীয় ম্যাজিস্ট্রেট তাঁর জামিনের আবেদন খারিজ করে জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন ৷ আগামী সোমবার ফের শুনানির দিন ৷ কিন্তু, তাঁকে জেলে বন্দি করে রোখা যাবে না বলে জানালেন মীনাক্ষীর মা-বাবা (Parent of Minakshi Mukharjee has Full Faith in Their Daughter Fight) ৷ সম্প্রতি তাঁরা মীনাক্ষীর সঙ্গে জেলে গিয়ে দেখা করে এসেছেন ৷
আনিশ খানের মৃত্যুতে পুলিশের বিরুদ্ধে গাফিলতি এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে হাওড়া পুলিশ সুপারের দফতরে অভিযান চালিয়ে ছিল এসএফআই এবং ডিওয়াইএফআই ৷ সেই অভিযানে মীনাক্ষী-সহ 16 জন বাম নেতা-নেত্রীকে গ্রেফতার করে পুলিশ ৷ পুলিশ সুপারের অফিসে হামলা চালানোর অভিযোগ রয়েছে তাঁদের বিরুদ্ধে ৷ কিন্তু, যে মামলায় প্রথমে 14 দিনের জেল হেফাজত দিয়েছিল হাওড়া আদালত ৷ গতকাল ফের আদালতে তোলা হলে, মীনাক্ষী-সহ বাকিদের সোমবার পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক ৷
এরই মধ্যে জেলে গিয়ে মীনাক্ষীর সঙ্গে দেখা করেছেন তাঁর মা-বাবা ৷ মেয়ের সঙ্গে দেখা করে তাঁরা জানালেন, মীনাক্ষীকে জেলে ভরে ওর মুখ বন্ধ করা যাবে না ৷ প্রসঙ্গত, মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় সিপিআইএমের কুলটি জোনাল কমিটির সম্পাদক ছিলেন ৷ তাঁর মা পারুল মুখোপাধ্যায়ও বিভিন্ন গণআন্দোলনে অংশ নেন ৷ সেই স্বভাবই মেয়ের মধ্যে রয়েছে ৷ তাই তাঁদের বিশ্বাস, মীনাক্ষীকে দমিয়ে রাখা যাবে না ৷
আরও পড়ুন : Anish Khan Murder Case : পুলিশ নিজেই লোক লাগিয়ে ইট ছুঁড়েছে ; বিস্ফোরক মন্তব্য বিকাশ রঞ্জন ভট্টাচার্যের
এনিয়ে মীনাক্ষীর বাবা মনোজ মুখোপাধ্যায় বলেন, ‘‘আমি মেয়ের সঙ্গে দেখা করার পাশাপাশি আনিশের বাবার সঙ্গেও দেখা করি ৷ আনিশের বাবার কাছ থেকে আমি অনুপ্রেরণা পেয়েছি ৷ ছেলেকে হারিয়েও তিনি শক্ত রয়েছেন এবং এই আন্দোলনকে সমর্থন করছেন ৷ তিনি বলেছেন হাজার আনিশ রাস্তায় আছে ৷ আমার মেয়ের মনোবল একটুও কমেনি, বরং বেড়েছে ৷’’ মীনাক্ষীর মায়ের মন খারাপ ৷ তা সত্ত্বেও মেয়ে আন্দোলনের ময়দানে নেমে লড়ুক, সেটাই চান পারুল মুখোপাধ্যায় ৷