ETV Bharat / city

ঘোষণাই সার, বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্টে নেই কোনও স্বাস্থ্য দল

author img

By

Published : Mar 17, 2020, 7:44 PM IST

Updated : Mar 17, 2020, 8:30 PM IST

ঘোষণা সত্ত্বেও বাস্তবে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে অবস্থিত চেকপোস্টে দেখা পাওয়া গেল না স্বাস্থ্য দলের ৷ অবাধেই ভিন রাজ্য থেকে আসা গাড়িসহ যাত্রীদের এ রাজ্যে প্রবেশ করতে দেখা গেল ।

বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্ট
বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্ট

আসানসোল, 17 মার্চ : পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঘোষণা করেছেন, বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে যে ক'টি চেকপোস্ট রয়েছে তার প্রত্যেকটিতে থাকবে স্বাস্থ্য দল । সেই টিম ভিনরাজ্য থেকে আসা গাড়িগুলির চালকসহ যাত্রীদের পরীক্ষা করবে । যদি কারও মধ্যে কোরোনায় সংক্রমণের কোনও লক্ষণ পাওয়া যায়, তাহলে তাদের জেলা হাসপাতালে পাঠানো হবে । অথচ বাস্তব ছবিটা একেবারেই উলটো ৷ 2 নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেকপোস্টে দেখা গেল না কোনও স্বাস্থ্যকর্মীকে । অবাধেই ভিন রাজ্য থেকে আসা গাড়িসহ যাত্রীদের এরাজ্যে প্রবেশ করতে দেখা গেল ।

West Bengal-Jharkhand Border
বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্টে নেই কোনও স্বাস্থ্য দল

কোরোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার ৷ অন্য দেশ এবং অন্য রাজ্য থেকে যারা আসছে তাদের উপর নজরদারি রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে । সেইমতো পশ্চিম বর্ধমান জেলায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে যে ক'টি চেকপোস্ট রয়েছে সেগুলিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য টিম থাকার কথা ৷ কিন্তু বাস্তবে দেখা পাওয়া গেল না কোনও স্বাস্থ্য দলের । এমনকী ভিন রাজ্য থেকে আসা গাড়ি চালকরাও জানালেন, রাস্তায় কোথাও তাঁদের কোনও স্বাস্থ্য পরীক্ষা হয়নি ৷ কোনও ক্যাম্প বা স্বাস্থ্যকর্মীর দেখা পাননি তাঁরা ৷

বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্টে নেই কোনও স্বাস্থ্য দল

যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার বলেন, "জেলায় পাঁচটি চেকপোস্ট রয়েছে । রুণাকুড়ানঘাট, বরাকর, রূপনারায়ণপুর, মাইথন এবং ডুবুরডি । 5 টি চেকপোস্টেই রয়েছে স্বাস্থ্য দল ৷ সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছেন স্বাস্থ্যকর্মীরা ৷ যদি সন্দেহজনক কিছু কারও শরীরে পাওয়া যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হবে ।" স্বাস্থ্য দল না থাকার কথা অবশ্য তিনি মানতে চাননি ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

আসানসোল, 17 মার্চ : পশ্চিম বর্ধমান জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক ঘোষণা করেছেন, বাংলা এবং ঝাড়খণ্ড সীমান্তে যে ক'টি চেকপোস্ট রয়েছে তার প্রত্যেকটিতে থাকবে স্বাস্থ্য দল । সেই টিম ভিনরাজ্য থেকে আসা গাড়িগুলির চালকসহ যাত্রীদের পরীক্ষা করবে । যদি কারও মধ্যে কোরোনায় সংক্রমণের কোনও লক্ষণ পাওয়া যায়, তাহলে তাদের জেলা হাসপাতালে পাঠানো হবে । অথচ বাস্তব ছবিটা একেবারেই উলটো ৷ 2 নম্বর জাতীয় সড়কে ডুবুরডি চেকপোস্টে দেখা গেল না কোনও স্বাস্থ্যকর্মীকে । অবাধেই ভিন রাজ্য থেকে আসা গাড়িসহ যাত্রীদের এরাজ্যে প্রবেশ করতে দেখা গেল ।

West Bengal-Jharkhand Border
বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্টে নেই কোনও স্বাস্থ্য দল

কোরোনা আতঙ্কের জেরে ইতিমধ্যেই একাধিক পদক্ষেপ করেছে রাজ্য সরকার ৷ অন্য দেশ এবং অন্য রাজ্য থেকে যারা আসছে তাদের উপর নজরদারি রাখতে হবে বলে নির্দেশিকা জারি করা হয়েছে । সেইমতো পশ্চিম বর্ধমান জেলায় বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে যে ক'টি চেকপোস্ট রয়েছে সেগুলিতে স্বাস্থ্য পরীক্ষার জন্য টিম থাকার কথা ৷ কিন্তু বাস্তবে দেখা পাওয়া গেল না কোনও স্বাস্থ্য দলের । এমনকী ভিন রাজ্য থেকে আসা গাড়ি চালকরাও জানালেন, রাস্তায় কোথাও তাঁদের কোনও স্বাস্থ্য পরীক্ষা হয়নি ৷ কোনও ক্যাম্প বা স্বাস্থ্যকর্মীর দেখা পাননি তাঁরা ৷

বাংলা-ঝাড়খণ্ড চেকপোস্টে নেই কোনও স্বাস্থ্য দল

যদিও জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক দেবাশিস হালদার বলেন, "জেলায় পাঁচটি চেকপোস্ট রয়েছে । রুণাকুড়ানঘাট, বরাকর, রূপনারায়ণপুর, মাইথন এবং ডুবুরডি । 5 টি চেকপোস্টেই রয়েছে স্বাস্থ্য দল ৷ সেখানে স্বাস্থ্য পরীক্ষার জন্য রয়েছেন স্বাস্থ্যকর্মীরা ৷ যদি সন্দেহজনক কিছু কারও শরীরে পাওয়া যায় তাহলে তাকে সঙ্গে সঙ্গে জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠাতে হবে ।" স্বাস্থ্য দল না থাকার কথা অবশ্য তিনি মানতে চাননি ৷ বিষয়টি খোঁজ নিয়ে দেখবেন বলে জানিয়েছেন।

Last Updated : Mar 17, 2020, 8:30 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.