ETV Bharat / city

New Restaurant: বস্তির শিশুদের দিয়ে রেস্তোরাঁ উদ্বোধন - বস্তির শিশুদের দিয়ে রেঁস্তোরা উদ্বোধন

আসানসোলের সৃষ্টিনগরে একটি শপিংমলে বারবিকিউ নেশনের আসানসোল শাখার উদ্বোধন হল । আর এই উদ্বোধন করলেন বস্তিবাসী শিশুরা (Restaurant in asansole inaugurate by slum areas child)।

New Restaurant
বস্তির শিশুদের দিয়ে রেঁস্তোরা উদ্বোধন
author img

By

Published : Jul 8, 2022, 3:34 PM IST

আসানসোল, 8 জুলাই: সাউন্ড বক্সে মৃদুস্বরে বাজছে স্যাক্সোফোনের মিউজিকের "ফাইভ হান্ড্রেড মাইলসের গান" ৷ তার সঙ্গে কাঁটা চামচের টুংটাং আওয়াজ অদ্ভুত সিমফনির সৃষ্টি করেছিল আসানসোলের সদ্য উদ্বোধন হওয়ার একটি নামি রেস্তোরাঁয় । এই রেস্তোরাঁটির উদ্বোধন হল এলাকার দরিদ্র শিশুদের হাত ধরে (Restaurant in asansole inaugurate by slum areas child) ৷

সৃষ্টিনগরে বারবিকিউ নেশনের আসানসোল শাখার উদ্বোধন হল । আর এই উদ্বোধন করেছে বস্তিবাসী দরিদ্র শিশুরা । প্রায় 30 জন শিশুকে এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল উদ্বোধনের জন্য । এই উদ্বোধনে অংশ নেওয়ার পাশাপাশি তাদেরকে এই রেস্তোরাঁয় খাওয়ানো হয়।

বস্তির শিশুদের দিয়ে রেঁস্তোরা উদ্বোধন

আরও পড়ুন: 1 লক্ষ স্কুল-পড়ুয়ার রান্না, আজ বারাণসীতে মিড-ডে মিল কিচেন উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংস্থার ভাইস প্রেসিডেন্ট সুমন মুখোপাধ্যায় বলেন, "আমরা চেষ্টা করি যারা কখনও রেস্তোরাঁতে ঢোকার সুযোগ পায় না, তাদেরকে নিয়ে এসে সেই আনন্দটুকু দেওয়ার । শুধু এই উদ্বোধনই নয় আরও বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে তাদের নিয়ে এসে আনন্দ দেওয়ার চেষ্টা করব ।" উল্লেখ্য, বারবিকিউ নেশনে এতদিন পর্যন্ত আসানসোলে কোনও শাখা ছিল না । এই রেস্তোরাঁ চালু হওয়ার পর আসানসোলের মানুষ খাওয়ার আনন্দে মেতেছে।

আসানসোল, 8 জুলাই: সাউন্ড বক্সে মৃদুস্বরে বাজছে স্যাক্সোফোনের মিউজিকের "ফাইভ হান্ড্রেড মাইলসের গান" ৷ তার সঙ্গে কাঁটা চামচের টুংটাং আওয়াজ অদ্ভুত সিমফনির সৃষ্টি করেছিল আসানসোলের সদ্য উদ্বোধন হওয়ার একটি নামি রেস্তোরাঁয় । এই রেস্তোরাঁটির উদ্বোধন হল এলাকার দরিদ্র শিশুদের হাত ধরে (Restaurant in asansole inaugurate by slum areas child) ৷

সৃষ্টিনগরে বারবিকিউ নেশনের আসানসোল শাখার উদ্বোধন হল । আর এই উদ্বোধন করেছে বস্তিবাসী দরিদ্র শিশুরা । প্রায় 30 জন শিশুকে এদিন আমন্ত্রণ জানানো হয়েছিল উদ্বোধনের জন্য । এই উদ্বোধনে অংশ নেওয়ার পাশাপাশি তাদেরকে এই রেস্তোরাঁয় খাওয়ানো হয়।

বস্তির শিশুদের দিয়ে রেঁস্তোরা উদ্বোধন

আরও পড়ুন: 1 লক্ষ স্কুল-পড়ুয়ার রান্না, আজ বারাণসীতে মিড-ডে মিল কিচেন উদ্বোধন প্রধানমন্ত্রীর

সংস্থার ভাইস প্রেসিডেন্ট সুমন মুখোপাধ্যায় বলেন, "আমরা চেষ্টা করি যারা কখনও রেস্তোরাঁতে ঢোকার সুযোগ পায় না, তাদেরকে নিয়ে এসে সেই আনন্দটুকু দেওয়ার । শুধু এই উদ্বোধনই নয় আরও বিভিন্ন সময় বিভিন্ন উৎসবে তাদের নিয়ে এসে আনন্দ দেওয়ার চেষ্টা করব ।" উল্লেখ্য, বারবিকিউ নেশনে এতদিন পর্যন্ত আসানসোলে কোনও শাখা ছিল না । এই রেস্তোরাঁ চালু হওয়ার পর আসানসোলের মানুষ খাওয়ার আনন্দে মেতেছে।

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.