ETV Bharat / city

মদের চোরাচালান ঠেকাতে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তে নাকা চেকিং - আবগারি হানা

কয়েকদিন আগে সালানপুরে প্রচুর পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করে আবগারি বিভাগ । তারপর থেকেই চেকিং আরও বাড়ানো হয়েছে ।

আবগারি হানা
আবগারি হানা
author img

By

Published : Jan 29, 2021, 6:40 PM IST

আসানসোল, 29 জানুয়ারি : বিধানসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়নি । তার মধ্যেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আবগারি বিভাগের হানা শুরু হল ।

ভিনরাজ্য থেকে আসা অবৈধ মদ ও মদ তৈরির সরঞ্জাম আটকানোই আবগারির মূল উদ্দেশ্য । গত কয়েকদিন আগেই সালানপুরে প্রচুর পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করে আবগারি বিভাগ । তারপর থেকেই আরও সক্রিয় হয়েছে রাজ্য আবগারি বিভাগ । আজ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে দুই নম্বর জাতীয় সড়কে ডুবুরি চেকপোস্টে শুরু হল আবগারি বিভাগের নাকা চেকিং । ভোটের আগে এইপ্রকার চেকিং করা হয়ে থাকে বলে জানান আবগারি বিভাগের কর্মীরা ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী চাওয়ালা হলে আমাদের দিদিও দুধ বেচনেওয়ালি : সুজাতা খাঁ

ঝাড়খণ্ডের দিক থেকে আসা গাড়ি, লরি সহ অন্য সমস্ত যানবাহনগুলিকে পরীক্ষা করা হচ্ছে আবগারি বিভাগের পক্ষ থেকে । কোনওভাবে যাতে অন্য রাজ্য থেকে এই রাজ্যে অবৈধ মদ ঢুকতে না পারে সেই কারণেই এই নাকা চেকিং ।

আসানসোল, 29 জানুয়ারি : বিধানসভা ভোটের দিনক্ষণ ঠিক হয়নি । তার মধ্যেই বাংলা ঝাড়খণ্ড সীমান্তে আবগারি বিভাগের হানা শুরু হল ।

ভিনরাজ্য থেকে আসা অবৈধ মদ ও মদ তৈরির সরঞ্জাম আটকানোই আবগারির মূল উদ্দেশ্য । গত কয়েকদিন আগেই সালানপুরে প্রচুর পরিমাণ অবৈধ মদ বাজেয়াপ্ত করে আবগারি বিভাগ । তারপর থেকেই আরও সক্রিয় হয়েছে রাজ্য আবগারি বিভাগ । আজ বাংলা ঝাড়খণ্ড সীমান্তে দুই নম্বর জাতীয় সড়কে ডুবুরি চেকপোস্টে শুরু হল আবগারি বিভাগের নাকা চেকিং । ভোটের আগে এইপ্রকার চেকিং করা হয়ে থাকে বলে জানান আবগারি বিভাগের কর্মীরা ।

আরও পড়ুন : প্রধানমন্ত্রী চাওয়ালা হলে আমাদের দিদিও দুধ বেচনেওয়ালি : সুজাতা খাঁ

ঝাড়খণ্ডের দিক থেকে আসা গাড়ি, লরি সহ অন্য সমস্ত যানবাহনগুলিকে পরীক্ষা করা হচ্ছে আবগারি বিভাগের পক্ষ থেকে । কোনওভাবে যাতে অন্য রাজ্য থেকে এই রাজ্যে অবৈধ মদ ঢুকতে না পারে সেই কারণেই এই নাকা চেকিং ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.