ETV Bharat / city

টানা বর্ষণে জল ছাড়া শুরু করল মাইথন - বাংলায় বৃষ্টি

নাগাড়ে বৃষ্টির ফলে এ বার জল ছাড়া শুরু করল ডিভিসির মাইথন জলাধার ৷ তবে এখনই বন্যা পরিস্থিতির আশঙ্কা নেই বলে জানা গিয়েছে ৷ বৃষ্টি বাড়লে জল আরও ছাড়া হবে বলে জানানো হয়েছে ৷

mython released water after continuous rain in bengal
টানা বর্ষণে জল ছাড়া শুরু করল মাইথন
author img

By

Published : Jun 18, 2021, 5:29 PM IST

আসানসোল, 18 জুন : টানা চারদিন ধরে ক্রমাগত বৃষ্টির ফলে জল ছাড়া শুরু হল ডিভিসির মাইথন জলাধার থেকে । আজ এখনও পর্যন্ত অতিরিক্ত সাড়ে আট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে খবর । যদিও এই জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতির বিশেষ আশঙ্কা নেই বলে ডিভিসি সূত্রে জানা গিয়েছে । তবে বৃষ্টিপাত বাড়লে জল ছাড়ার পরিমাণ বাড়াবে ডিভিসি ।

পাঞ্চেত জলাধার থেকে এখনও জল ছাড়ার খবর নেই । মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়লে সেই জল গিয়ে জমা হয় দুর্গাপুর ব্যারাজে । দুর্গাপুর ব্যারাজ থেকেই সবশেষে জল ছাড়া হয় । কার্যত তার উপরেই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি নির্ভর করে । তবে ঝাড়খন্ডে বেশি বৃষ্টিপাত হলেও এ রাজ্যে বন্যার আশঙ্কা থাকে । কারণ ঝাড়খন্ডে বেশি বৃষ্টি হলে সেই জল জমা হয় মাইথন ও পাঞ্চেত জলাধারে । জলাধার বিপদসীমা ছাড়ালেই জল ছাড়তে বাধ্য হয় ডিভিসি কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

এ দিকে, আলিপুর আবহাওয়া দফতর থেকে আজ ও আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । গতরাতেও শহরের বেশকিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । সকালের দিকে বৃষ্টির রেশ কিছুটা কমলেও, একাধিক এলাকায় এখনও জল জমে রয়েছে । বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, বাবুবাজার, ঢাকুরিয়া-সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে বুধবার রাত থেকে ৷

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

জল ছাড়ছে মাইথন

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । পুরুলিয়া বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে । আগামিকাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে । শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গোটা রাজ্যে । পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে । আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করা হয়েছে ।

আসানসোল, 18 জুন : টানা চারদিন ধরে ক্রমাগত বৃষ্টির ফলে জল ছাড়া শুরু হল ডিভিসির মাইথন জলাধার থেকে । আজ এখনও পর্যন্ত অতিরিক্ত সাড়ে আট হাজার কিউসেক জল ছাড়া হয়েছে বলে ডিভিসি সূত্রে খবর । যদিও এই জল ছাড়ায় রাজ্যে বন্যা পরিস্থিতির বিশেষ আশঙ্কা নেই বলে ডিভিসি সূত্রে জানা গিয়েছে । তবে বৃষ্টিপাত বাড়লে জল ছাড়ার পরিমাণ বাড়াবে ডিভিসি ।

পাঞ্চেত জলাধার থেকে এখনও জল ছাড়ার খবর নেই । মাইথন ও পাঞ্চেত জলাধার থেকে জল ছাড়লে সেই জল গিয়ে জমা হয় দুর্গাপুর ব্যারাজে । দুর্গাপুর ব্যারাজ থেকেই সবশেষে জল ছাড়া হয় । কার্যত তার উপরেই রাজ্যের বিভিন্ন জেলায় বন্যা পরিস্থিতি নির্ভর করে । তবে ঝাড়খন্ডে বেশি বৃষ্টিপাত হলেও এ রাজ্যে বন্যার আশঙ্কা থাকে । কারণ ঝাড়খন্ডে বেশি বৃষ্টি হলে সেই জল জমা হয় মাইথন ও পাঞ্চেত জলাধারে । জলাধার বিপদসীমা ছাড়ালেই জল ছাড়তে বাধ্য হয় ডিভিসি কর্তৃপক্ষ ।

আরও পড়ুন: জল থইথই কলকাতা, আজও ভারী বৃষ্টির হলুদ সতর্কতা

এ দিকে, আলিপুর আবহাওয়া দফতর থেকে আজ ও আগামিকাল ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে কলকাতায় । গতরাতেও শহরের বেশকিছু এলাকায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হয়েছে । সকালের দিকে বৃষ্টির রেশ কিছুটা কমলেও, একাধিক এলাকায় এখনও জল জমে রয়েছে । বেহালা, খিদিরপুর, মোমিনপুর রোড, বাবুবাজার, ঢাকুরিয়া-সহ বেশ কিছু এলাকায় জল জমে রয়েছে বুধবার রাত থেকে ৷

আরও পড়ুন: সিক্ত শরীরে চানঘরের গান, বর্ষায় প্রেমে পড়ার হাতছানি স্বস্তিকা-শ্রীলেখার

জল ছাড়ছে মাইথন

অতি ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে পশ্চিমের জেলাগুলিতে । পুরুলিয়া বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদ ও পশ্চিম বর্ধমানে কমলা সতর্কতা জারি করা হয়েছে । আগামিকাল থেকে বৃষ্টি বাড়তে পারে উত্তরবঙ্গের জেলাগুলিতে । হলুদ সতর্কতা জারি করা হয়েছে দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং ও আলিপুরদুয়ারে । শনিবার পর্যন্ত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হবে গোটা রাজ্যে । পূর্বাভাস অনুযায়ী আবহাওয়ার উন্নতি হওয়ার সম্ভাবনা রয়েছে রবিবার থেকে । আগামী কয়েকদিন মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে । আগামী কয়েকদিন সমুদ্র উত্তাল থাকবে বলে সতর্ক করা হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.