ETV Bharat / city

আসানসোলে তৃণমূল কাউন্সিলর খুনে অভিযুক্ত যুব নেতা, বহিষ্কারের নির্দেশ বিধায়কের - TMC Councillor murder

দলীয় কাউন্সিলরকে খুনের ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কারের নির্দেশ দিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷

উজ্জ্বল চট্টোপাধ্যায়
author img

By

Published : Aug 25, 2019, 1:16 PM IST

Updated : Aug 25, 2019, 1:28 PM IST

কুলটি, 25 অগাস্ট : দলীয় কাউন্সিলরকে খুনের ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কারের নির্দেশ দিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিধায়ক ৷

গতরাতে বরাকরের মনবেড়িয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মারা যান আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ খালিদ খান (40) ৷ কাউন্সিলরকে খুনের প্রতিবাদে বরাকর বেগুনিয়া মোড় অবরুদ্ধ করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে সেখানে যান কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন কুলটি ব্লকের সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়, কাউন্সিলর পাপ্পু সিং ৷ তিনি বলেন, "কাউন্সিলরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ যারা এই ঘটনায় জড়িত, ওই ঘটনায় যাদের প্রশ্রয় রয়েছে, তাদের পুলিশ গ্রেপ্তার করুক ৷ এলাকাবাসী এটাই চান ৷ আমাদের দলের যুব তৃণমূলের দায়িত্বে থাকা নেতাকে জানিয়েছি, অভিযুক্তকে এখনি দল থেকে বের করা হোক ৷ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি ৷"

শুনুন তৃণমূল বিধায়কের বক্তব্য

আরও পড়ুন: আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরোনো শত্রুতা তদন্তে পুলিশ

মৃত কাউন্সিলরের ভাই মহম্মদ আরমান ঘটনার পর তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ তারা হল, শেখ টিঙ্কু, শেখ কাদির ও শেখ শাহিদ ৷ জানা গেছে, শেখ কাদির তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সদস্য ৷ কুলটি অঞ্চলে যুব তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন গা ঢাকা দিয়েছে ৷

আরও পড়ুন: কাউন্সিলর খুনের প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

এদিকে কাউন্সিলরকে খুনের প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷ প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ চলার পরে পুলিশি আশ্বাসে বেলা 12টা নাগাদ অবরোধ তুলে নেন এলাকাবাসী ৷

কুলটি, 25 অগাস্ট : দলীয় কাউন্সিলরকে খুনের ঘটনায় অভিযুক্ত যুব তৃণমূল নেতাকে বহিষ্কারের নির্দেশ দিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ পুলিশকে কঠোর পদক্ষেপ করার নির্দেশ দিলেন বিধায়ক ৷

গতরাতে বরাকরের মনবেড়িয়া এলাকায় দুষ্কৃতীদের গুলিতে মারা যান আসানসোল পৌরনিগমের 66 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর মহম্মদ খালিদ খান (40) ৷ কাউন্সিলরকে খুনের প্রতিবাদে বরাকর বেগুনিয়া মোড় অবরুদ্ধ করেন স্থানীয়রা ৷ খবর পেয়ে সেখানে যান কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় ৷ তাঁর সঙ্গে ছিলেন কুলটি ব্লকের সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়, কাউন্সিলর পাপ্পু সিং ৷ তিনি বলেন, "কাউন্সিলরকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে ৷ যারা এই ঘটনায় জড়িত, ওই ঘটনায় যাদের প্রশ্রয় রয়েছে, তাদের পুলিশ গ্রেপ্তার করুক ৷ এলাকাবাসী এটাই চান ৷ আমাদের দলের যুব তৃণমূলের দায়িত্বে থাকা নেতাকে জানিয়েছি, অভিযুক্তকে এখনি দল থেকে বের করা হোক ৷ পুলিশকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথাও বলেছি ৷"

শুনুন তৃণমূল বিধায়কের বক্তব্য

আরও পড়ুন: আসানসোলে খুন তৃণমূল কাউন্সিলর, গোষ্ঠীদ্বন্দ্ব নাকি পুরোনো শত্রুতা তদন্তে পুলিশ

মৃত কাউন্সিলরের ভাই মহম্মদ আরমান ঘটনার পর তিনজনের বিরুদ্ধে অভিযোগ জানিয়েছেন ৷ তারা হল, শেখ টিঙ্কু, শেখ কাদির ও শেখ শাহিদ ৷ জানা গেছে, শেখ কাদির তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সদস্য ৷ কুলটি অঞ্চলে যুব তৃণমূলের সাংগঠনিক দায়িত্বে রয়েছেন ৷ ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজন গা ঢাকা দিয়েছে ৷

আরও পড়ুন: কাউন্সিলর খুনের প্রতিবাদ, রাস্তায় টায়ার জ্বালিয়ে বিক্ষোভ স্থানীয়দের

এদিকে কাউন্সিলরকে খুনের প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ করে বিক্ষোভ দেখান এলাকাবাসী ৷ প্রায় চার ঘণ্টা ধরে অবরোধ চলার পরে পুলিশি আশ্বাসে বেলা 12টা নাগাদ অবরোধ তুলে নেন এলাকাবাসী ৷

Intro:
আসানসোলে তৃণমূল কাউন্সিলর খালিদ খানের খুনের ঘটনায় যুব তৃণমূল নেতার যোগসুত্র কার্যত মেনে নিলেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়। তিনি জানালেন ঘটনায় মুল অভিযুক্ত শেখ কাদিরকে দল থেকে বহিস্কার করার নির্দেশ তিনি ইতিমধ্যেই যুব তৃণমূলের কাছে জানিয়েছেন। যদি অন্য কেউ দলের জড়িত থাকে তার বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নিতে পুলিশকে বলেছি।
গতরাতেই খুনের পর মৃত কাউন্সিলরের ভাই মহম্মদ আরমান তিনজনের নাম বলেছিল। শেখ টিঙ্কু, শেখ কাদির ও শেখ শাহিদ। জানা গেছে শেখ কাদির নিজেই তৃণমূল যুব কংগ্রেসের সক্রিয় সদস্য। কুলটি অঞ্চলে যুব তৃনমূলের সাংগঠনিক দায়িত্বেও রয়েছেন তিনি। ঘটনার পর থেকেই অভিযুক্ত তিনজনেই গা ঢাকা দিয়েছে।
ঘটনার প্রতিবাদে বরাকর বেগুনিয়া মোড়ে চলছে অবরোধ। সেখানে পৌঁছালেন কুলটির বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায়।সঙ্গে ছিলেন কুলটি ব্লকের সভাপতি মহেশ্বর মুখোপাধ্যায়, কাউন্সিলর পাপ্পু সিং।
উজ্জ্বল চট্টোপাধ্যায় জানান, দোষীদের কঠোর শাস্তি দিতে হবে। যদি ঘটনায় রাজনীতির যোগ থাকে তাহলেও তা খুঁজে দোষীদের চিহ্নিত করে শাস্তি দিতে হবে।
যুব তৃণমূল নেতার যোগসুত্রের কথা আসতেই উজ্জ্বল বাবু জানান, আমি ইতিমধ্যেই তাকে দল থেকে বহিস্কার করার কথা জানিয়েছি।
অন্যদিকে এই খুনের প্রতিবাদে সকাল থেকেই পথ অবরোধ শুরু হয়। এলাকাবাসীরা মিছিলও করেন এলাকায়। প্রায় ৪ ঘন্টা ধরে অবরোধ চলার পরে পুলিশের আশ্বাসে দুপুর ১২ টা নাগাদ অবরোধ ওঠে।Body:..Conclusion:
Last Updated : Aug 25, 2019, 1:28 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.