ETV Bharat / city

উৎসবের মরশুমে পৌরনিগম এলাকাকে জীবাণুমুক্ত করতে 7 দিন ধরে অভিযান - Corona

পুজোর সময় বিভিন্ন এলাকা থেকে মানুষ এসেছিলেন আসানসোল পৌরনিগম এলাকায় ৷ তাই আগামী সাতদিন ধরে পৌরনিগমের বিস্তীর্ণ এলাকাজুড়ে চলবে জীবাণুমুক্তকরণ অভিযান ৷

আসানসোল পৌরনিগম এলাকায় চলছে জীবাণুমুক্তকরণ
আসানসোল পৌরনিগম এলাকায় চলছে জীবাণুমুক্তকরণ
author img

By

Published : Nov 1, 2020, 11:10 PM IST

আসানসোল, 1 নভেম্বর : উৎসবের মরশুমে কোরোনা সংক্রমণ ঠেকাতে আসানসোল পৌরনিগমের বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক জীবাণুমুক্তকরণ অভিযান শুরু হল । আজ এই উদ্যোগের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং বিধায়ক তথা ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ।

উৎসবের মরশুমে পৌরনিগম এলাকাকে জীবাণুমুক্ত করতে ৭ দিন ধরে অভিযান

জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আজ থেকে শুরু হয়ে গোটা পৌরনিগম এলাকায় আগামী সাতদিন ধরে এই জীবানুমুক্তকরণ অভিযান চলবে । দুর্গাপুজোয় বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন শহর থেকে বহু মানুষ এই শহরে এসেছেন । সুতরাং সেক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । সংক্রমণ যাতে বেশি না ছড়িয়ে পড়তে পারে তাই এই জীবাণুমুক্তকরণ অভিযান । পৌরনিগমের প্রতিটি এলাকাকে স্যানিটাইজ় করা হবে ৷ তদারকি করবেন আমাদের পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যরা ।"

রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, "আমাদের প্রধানমন্ত্রী থালা বাজানো আর মোমবাতি জ্বালানো ছাড়া আর কিছুই করেননি । আসানসোল পৌরনিগম যে উদ্যোগ নিয়েছে, অন্য কোনও রাজ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি ৷ এই ব্যাপকভাবে জীবাণুমুক্তকরণের উদ্যোগকে সাধুবাদ জানাই ।"

আসানসোল, 1 নভেম্বর : উৎসবের মরশুমে কোরোনা সংক্রমণ ঠেকাতে আসানসোল পৌরনিগমের বিস্তীর্ণ এলাকাজুড়ে ব্যাপক জীবাণুমুক্তকরণ অভিযান শুরু হল । আজ এই উদ্যোগের শুভ সূচনা করেন রাজ্যের মন্ত্রী মলয় ঘটক, আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের চেয়ারম্যান জিতেন্দ্র তিওয়ারি, আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনার সুকেশ জৈন, পশ্চিম বর্ধমানের জেলাশাসক পূর্ণেন্দু মাজি এবং বিধায়ক তথা ADDA চেয়ারম্যান তাপস বন্দ্যোপাধ্যায় ।

উৎসবের মরশুমে পৌরনিগম এলাকাকে জীবাণুমুক্ত করতে ৭ দিন ধরে অভিযান

জিতেন্দ্র তিওয়ারি বলেন, "আজ থেকে শুরু হয়ে গোটা পৌরনিগম এলাকায় আগামী সাতদিন ধরে এই জীবানুমুক্তকরণ অভিযান চলবে । দুর্গাপুজোয় বিভিন্ন রাজ্য থেকে, বিভিন্ন শহর থেকে বহু মানুষ এই শহরে এসেছেন । সুতরাং সেক্ষেত্রে সংক্রমণের আশঙ্কা থেকেই যাচ্ছে । সংক্রমণ যাতে বেশি না ছড়িয়ে পড়তে পারে তাই এই জীবাণুমুক্তকরণ অভিযান । পৌরনিগমের প্রতিটি এলাকাকে স্যানিটাইজ় করা হবে ৷ তদারকি করবেন আমাদের পৌরনিগমের প্রশাসনিক বোর্ডের সদস্যরা ।"

রাজ্যের মন্ত্রী মলয় ঘটক বলেন, "আমাদের প্রধানমন্ত্রী থালা বাজানো আর মোমবাতি জ্বালানো ছাড়া আর কিছুই করেননি । আসানসোল পৌরনিগম যে উদ্যোগ নিয়েছে, অন্য কোনও রাজ্যে এই ধরনের উদ্যোগ নেওয়া হয়নি ৷ এই ব্যাপকভাবে জীবাণুমুক্তকরণের উদ্যোগকে সাধুবাদ জানাই ।"

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.