আসানসোল, 4 নভেম্বর : ভুয়ো রোগী সেজে হাসপাতালে ভর্তি হয়ে মোবাইল চুরি করার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে । ঘটনাটি ঘটেছে আসানসোল জেলা হাসপাতালে । মোবাইল-সহ ওই ব্যক্তিকে হাতেনাতে ধরে ফেলেন হাসপাতালের নিরাপত্তারক্ষীরা । চুরির কথা স্বীকার করেছে ওই ব্যক্তি ।
গতকাল দুপুর 1.30 মিনিট নাগাদ আসানসোল জেলা হাসপাতালে ভর্তি হয়েছিলেন ওই ব্যক্তি । হাসপাতালে নিজের নাম বলেছিলেন অরুণ ঠাকুর । ঠিকানা লেখা হয়েছিল আসানসোল উত্তর থানার অন্তর্গত দিলদার নগর । যদিও তা সত্যি কিনা পুলিশ যাচাই করে দেখছে । ওই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ, পেটে ব্যথার নামে ইমারজেন্সিতে তিনি নাম লেখান । ব্যথার অভিনয় করে তিনি হাসপাতালের পুরুষ বিভাগে ভর্তি হন ।
পুরুষ বিভাগে ভর্তি থাকা আরও এক রোগী অমিত সূত্রধর আসানসোল দক্ষিণ থানার পুলিশের কাছে লিখিত লিখিত অভিযোগ করেছেন । তিনি পুলিশকে জানিয়েছেন দুপুরের পর তাঁর মোবাইল চার্জে বসিয়ে ছিলেন । কিছুক্ষণ পর দেখেন, মোবাইলটি সেখানে নেই । খোঁজাখুঁজি শুরু করতেই দেখেন পাশের বেডের রোগী পালানোর চেষ্টা করছে । চিৎকার-চেঁচামেচিতে হাসপাতাল কর্মীরা ওই মোবাইল চোরকে ধরে ফেলে । তার কাছ থেকে উদ্ধার হয় মোবাইলটি । এরপর আসানসোল দক্ষিণ থানার পুলিশকে খবর দেওয়া হয় । পুলিশের কাছে স্বীকার করেছে সে মোবাইল চুরির কথা । যদিও তার নাম-ঠিকানা সঠিক কিনা পুলিশ তদন্ত করে দেখছে ।