আসানসোল, 21 ফেব্রুয়ারি : শিবরাত্রির জন্য জল তুলতে কুয়োয় গিয়েছিল সে । কিন্তু, নিজেও কি জানত আর ফেরা হবে না? দেওয়া হবে না মাধ্যমিকের বাকি পরীক্ষাগুলোও? পাতকুয়ো থেকে জল তুলতে গিয়েই ঘটে বিপত্তি । পা পিছলে কুয়োতেই পড়ে যায় এবছরের মাধ্যমিক পরীক্ষার্থী বছর পনেরর নেহা কুমারি । জেলা হাসপাতালে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, পাতকুয়ো থেকে জল তোলার সময় ভারসাম্য় রাখতে না পেরে বালতি সহ নিচে পড়ে যায় নেহা । দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে উদ্ধার করে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন স্থানীয়রা । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।
হিরাপুরের আটনম্বর বস্তির মহাত্মা গান্ধি হাইস্কুল থেকে মাধ্যমিক পরীক্ষা দিচ্ছিল কুলটির রানীসায়ের এলাকার বাসিন্দা নেহা কুমারি । পরিবার এবং স্থানীয়রা জানান, মেধাবী ছাত্রী ছিল নেহা । পরীক্ষাও ভালোই দিচ্ছিল সে । তার বাবা অমরলাল সাউ একটি দোকানে কাজ করেন । অমরলালবাবু জানালেন, তিনিই রোজ মেয়েকে নিয়ে যেতেন ও নিয়ে আসতেন মাধ্যমিক পরীক্ষা কেন্দ্রে । পরীক্ষা খুব ভালো হচ্ছিল তার । স্কুলে NCC মনিটরিংও করত তাঁর মেয়ে ।
শিবরাত্রির পুজো উপলক্ষে আজ সকালে পাড়ার কুয়োতেই জল তুলতে যায় নেহা । ওই পাতকুয়োতে কোনও কপিকল না থাকায় কুয়োর কার্নিশের উপর দাঁড়িয়েই বালতি করে তুলতে হয় জল । জল তোলার সময়ই পা পিছলে কুয়োর মধ্যে পড়ে যায় নেহা । দেখতে পেয়ে তড়িঘড়ি তাকে তুলে আসানসোল জেলা হাসপাতালে নিয়ে আসেন প্রতিবেশীরা । সেখানে তাকে মৃত বলে ঘোষণা করা হয় ।