অন্ডাল, 29 জানুয়ারি : অন্ডাল ও রানিগঞ্জে দামোদর নদের থেকে দীর্ঘদিন ধরে চলছে অবৈধভাবে বালি উত্তোলন ৷ যার জেরে নদের গতিপথ পরিবর্তন হচ্ছে । নদের উপরে থাকা বৈদ্যুতিক খুঁটির অবস্থা বিপজ্জনক ৷ জেলা প্রশাসনকে বারবার জানিয়েও কোনও লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয় বাসিন্দাদের।
ওই এলাকার স্থানীয় বাসিন্দা সন্দীপ গোপ বলেন, "প্রশাসনকে বারবার আমরা জানিয়েছি ৷ ব্যবস্থা নেওয়ার জন্য আর্জি জানিয়েছি ৷ কিন্তু কিছুই লাভ হয়নি।" দামোদর নদের থেকে যে হারে অবৈধভাবে বালি উত্তোলন হচ্ছে তাতে আগামী দিনে বড় বিপদ আসতে চলেছে বলেও আশঙ্কা প্রকাশ করেন তিনি । তিনি আরও বলেন, কিছুদিন আগেই রানিগঞ্জে দামোদর নদে স্নান করতে গিয়ে জলে ডুবে চার কিশোরের মৃত্যু হয়েছে । দু'মাস পরেই গ্রীষ্মকাল ৷ সেক্ষেত্রে জল সংকটও দেখা দিতে পারে ৷
আরও পড়ুন : লকডাউনের মাঝেই পাণ্ডবেশ্বরে সক্রিয় অবৈধ বালি কারবারিরা
একটি সামাজিক অনুষ্ঠানে এবিষয়ে পশ্চিম বর্ধমান জেলাশাসক পূর্ণেন্দু মাঝিকে প্রশ্ন করা হলে তিনি বলেন, "সরকারিভাবে 22 টি বৈধ ঘাট রয়েছে যেখান থেকে বালি উঠছে ।" আর অবৈধভাবে বালি উত্তোলন রুখতে প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন সাধারণ মানুষ ৷ তার উত্তরে তিনি বলেন, " প্রায় দিনই পুলিশ প্রশাসন ও ভূমি সংরক্ষণ বিভাগ যৌথভাবে অভিযান চালাচ্ছে । লকডাউনের সময় থেকে এখনও পর্যন্ত প্রায় দেড় কোটি টাকা ফাইন করা হয়েছে । 72টা অভিযোগ দায়ের করা হয়েছে । অবৈধভাবে বালি উত্তোলন রুখতে আমাদের টিম সক্রিয় ৷"