মাইথন, 24 মে : জল-জঙ্গল-পাহাড় দেখতে সারা বছরই পর্যটকদের ভিড় থাকে বাংলা-ঝাড়খণ্ড সীমান্তের মাইথন জলাধারে । সরকারি-বেসরকারি ছোট-বড় হোটেল রয়েছে এই পর্যটন কেন্দ্রে । সেই মাইথন এখন খাঁ খাঁ করছে । করোনা পরিস্থিতি ও আংশিক লকডাউনে পর্যটক নেই । ফলে ব্যবসাও নেই ৷ সাধারণ হকার থেকে হোটেল মালিক সকলেরই জীবীকা লাটে উঠেছে । সবচেয়ে বেশি সমস্যায় মাইথন জলাধারের নৌকোচালকরা । পর্যটকদের নৌকো বিহার করিয়ে দু'পয়সা কামাতেন যাঁরা ৷
আরও পড়ুন: কড়া বিধিনিষেধে সংকটে মালদার ই-রিকশা চালকরা
মাইথন জলাধারে শতাধিক নৌকাচালক রয়েছেন ৷ আজ সকলেরই রুটি-রুজি বন্ধ ৷ কারণ ভিন রাজ্য, বিভিন্ন জেলার পর্যটক তো দূর, কাছাকাছি বসতি যাঁদের তাঁরাও আংশিক লকডাউনে বেড়াতে আসছেন না । কোভিড আতঙ্কে আতঙ্কিত মানুষ । নৌকো স্যানিটাইজ করেও লাভ হচ্ছে না । আয় নেই বললেই চলে । এদিকে জমানো টাকাও শেষ । অসহায় মানুষগুলো কী করে পরিবার চালাবেন ভেবে পাচ্ছেন না । এই পরিস্থিতিতে মাইথন জলাধারের নৌকোচালকরা সরকারি সাহায্য চাইছেন ।
নৌকোচালক সফিক আনসারি, গুলাব আনসারিদের আবেদন, খারাপ সময় সালানপুর ব্লক অফিস তাঁদের পাশে দাঁড়াক ৷ রেশন সামগ্রী, নিত্যপ্রয়োজনীয় জিনিসের ব্যবস্থা করে দেওয়া হোক তাঁদের জন্যে ৷ তাহলে অন্তত দিন-আনা দিন-খাওয়া মানুষগুলো না খেয়ে মরবে না ।