ETV Bharat / city

অ্যামেরিকান প্রবাদের পর শায়েরি, জল্পনা উসকে দিলেন জিতেন্দ্র - ফেসবুকে, টুইটারে বিতর্কীত পোস্ট জিতেন্দ্র তিওয়ারির

সোমবার সকালে টুইটারে একটি চেনা আমেরিকান প্রবাদ পোস্ট ধরেন জিতেন্দ্র তিওয়ারি ৷ লেখেন "হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং" ৷ এরপর একধাপ এগিয়ে বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরির একটি শায়েরি পোস্ট করে জল্পনা বাড়ান ৷

jitendra-tiwaris-controversial-post-on-facebook-and-twitter
jitendra-tiwaris-controversial-post-on-facebook-and-twitter
author img

By

Published : Jan 18, 2021, 4:42 PM IST

আসানসোল, 18 জানুয়ারি: পুরোনো পদে তাঁকে ফেরায়নি দল । জেলা কমিটিতেও স্থান পাননি । এরপরই ফের জল্পনা উসকে ফেসবুক ও টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ যার মধ্যে রয়েছে সান্ধ্যভাষার "শায়েরি"-ও ৷

আরও পড়ুন: জেলা কমিটির শিকে না ছিঁড়লেও দলেই থাকছেন জিতেন্দ্র

রবিবারই পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ যেখানে পুরোনো পদে ফেরানো হয়নি জিতেন্দ্রকে ৷ জেলা সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে ৷ যদিও জেলা কমিটি ঘোষণা হতে সেই তালিকা তুলে ধরে সৌজন্যমূলক টুইট করেন তিনি ৷ জেলা কমিটির সদস্যদের অভিনন্দনও জানান ৷ দলকে সবরকমভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি ৷

  • When the going gets tough,
    The tough get going!!

    — Jitendra Tiwari (@JitendraAsansol) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু জল্পনা উসকে সোমবার সকালে টুইটারে একটি চেনা অ্যামেরিকান প্রবাদ তুলে ধরেন জিতেন্দ্র তিওয়ারি ৷ লেখেন, "হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং" ৷ যার বাংলা করলে দাঁড়ায়, "পরিস্থিতি যখন কঠিন হয়, দৃঢ়চিত্তের মানুষই তার মোকবিলা করতে পারে ৷ " একই পোস্ট ফেসবুকেও দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ৷ এরপর একধাপ এগিয়ে বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরির একটি শায়েরি পোস্ট করেন ৷ টুইটারে যেটি হিন্দিতে থাকলেও ফেসবুকে বঙ্গানুবাদ পোস্ট করেন ৷ লেখেন, "আমাদের শহরের দৃশ্য দেখতে পাবেন না/ এখানকার মানুষ চোখে স্বপ্ন রাখে/ প্রদীপ হয়ে আমায় নেভাতে পারবে না তুমি/ আমরা আমাদের বাড়িতে অনেক সূর্য রাখি"৷ একই সঙ্গে লিখেছেন, "যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে ৷"

  • हमारे शहर के मंज़र ना देख पाएंगे,
    यहां के लोग आंखो में ख्वाब रखते है।
    हमे चिराग समझ कर बुझा ना पाओगे,
    हम अपने घर में कई आफताब रखते है।।

    — Jitendra Tiwari (@JitendraAsansol) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কবির ভাষায় জিতেন্দ্রর নয়া টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ৷ নতুন জেলা কমিটিকে অভিনন্দন জানালেও আসানসোলের প্রাক্তন মেয়র ঘুরিয়ে ক্ষোভপ্রকাশই করলেন বলে তাঁদের মত ৷

আসানসোল, 18 জানুয়ারি: পুরোনো পদে তাঁকে ফেরায়নি দল । জেলা কমিটিতেও স্থান পাননি । এরপরই ফের জল্পনা উসকে ফেসবুক ও টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ যার মধ্যে রয়েছে সান্ধ্যভাষার "শায়েরি"-ও ৷

আরও পড়ুন: জেলা কমিটির শিকে না ছিঁড়লেও দলেই থাকছেন জিতেন্দ্র

রবিবারই পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ যেখানে পুরোনো পদে ফেরানো হয়নি জিতেন্দ্রকে ৷ জেলা সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে ৷ যদিও জেলা কমিটি ঘোষণা হতে সেই তালিকা তুলে ধরে সৌজন্যমূলক টুইট করেন তিনি ৷ জেলা কমিটির সদস্যদের অভিনন্দনও জানান ৷ দলকে সবরকমভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি ৷

  • When the going gets tough,
    The tough get going!!

    — Jitendra Tiwari (@JitendraAsansol) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

কিন্তু জল্পনা উসকে সোমবার সকালে টুইটারে একটি চেনা অ্যামেরিকান প্রবাদ তুলে ধরেন জিতেন্দ্র তিওয়ারি ৷ লেখেন, "হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং" ৷ যার বাংলা করলে দাঁড়ায়, "পরিস্থিতি যখন কঠিন হয়, দৃঢ়চিত্তের মানুষই তার মোকবিলা করতে পারে ৷ " একই পোস্ট ফেসবুকেও দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ৷ এরপর একধাপ এগিয়ে বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরির একটি শায়েরি পোস্ট করেন ৷ টুইটারে যেটি হিন্দিতে থাকলেও ফেসবুকে বঙ্গানুবাদ পোস্ট করেন ৷ লেখেন, "আমাদের শহরের দৃশ্য দেখতে পাবেন না/ এখানকার মানুষ চোখে স্বপ্ন রাখে/ প্রদীপ হয়ে আমায় নেভাতে পারবে না তুমি/ আমরা আমাদের বাড়িতে অনেক সূর্য রাখি"৷ একই সঙ্গে লিখেছেন, "যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে ৷"

  • हमारे शहर के मंज़र ना देख पाएंगे,
    यहां के लोग आंखो में ख्वाब रखते है।
    हमे चिराग समझ कर बुझा ना पाओगे,
    हम अपने घर में कई आफताब रखते है।।

    — Jitendra Tiwari (@JitendraAsansol) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কবির ভাষায় জিতেন্দ্রর নয়া টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ৷ নতুন জেলা কমিটিকে অভিনন্দন জানালেও আসানসোলের প্রাক্তন মেয়র ঘুরিয়ে ক্ষোভপ্রকাশই করলেন বলে তাঁদের মত ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.