আসানসোল, 18 জানুয়ারি: পুরোনো পদে তাঁকে ফেরায়নি দল । জেলা কমিটিতেও স্থান পাননি । এরপরই ফের জল্পনা উসকে ফেসবুক ও টুইটারে ইঙ্গিতপূর্ণ পোস্ট করলেন জিতেন্দ্র তিওয়ারি ৷ যার মধ্যে রয়েছে সান্ধ্যভাষার "শায়েরি"-ও ৷
আরও পড়ুন: জেলা কমিটির শিকে না ছিঁড়লেও দলেই থাকছেন জিতেন্দ্র
রবিবারই পশ্চিম বর্ধমান জেলা কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছে তৃণমূল ৷ যেখানে পুরোনো পদে ফেরানো হয়নি জিতেন্দ্রকে ৷ জেলা সভাপতি করা হয়েছে অপূর্ব মুখোপাধ্যায়কে ৷ যদিও জেলা কমিটি ঘোষণা হতে সেই তালিকা তুলে ধরে সৌজন্যমূলক টুইট করেন তিনি ৷ জেলা কমিটির সদস্যদের অভিনন্দনও জানান ৷ দলকে সবরকমভাবে সহযোগিতা করবেন বলেও জানান তিনি ৷
-
When the going gets tough,
— Jitendra Tiwari (@JitendraAsansol) January 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
The tough get going!!
">When the going gets tough,
— Jitendra Tiwari (@JitendraAsansol) January 18, 2021
The tough get going!!When the going gets tough,
— Jitendra Tiwari (@JitendraAsansol) January 18, 2021
The tough get going!!
কিন্তু জল্পনা উসকে সোমবার সকালে টুইটারে একটি চেনা অ্যামেরিকান প্রবাদ তুলে ধরেন জিতেন্দ্র তিওয়ারি ৷ লেখেন, "হোয়েন দ্য গোয়িং গেটস টাফ, দ্য টাফ গেটস গোয়িং" ৷ যার বাংলা করলে দাঁড়ায়, "পরিস্থিতি যখন কঠিন হয়, দৃঢ়চিত্তের মানুষই তার মোকবিলা করতে পারে ৷ " একই পোস্ট ফেসবুকেও দেন পাণ্ডবেশ্বরের বিধায়ক ৷ এরপর একধাপ এগিয়ে বিখ্যাত উর্দু কবি রাহত ইন্দোরির একটি শায়েরি পোস্ট করেন ৷ টুইটারে যেটি হিন্দিতে থাকলেও ফেসবুকে বঙ্গানুবাদ পোস্ট করেন ৷ লেখেন, "আমাদের শহরের দৃশ্য দেখতে পাবেন না/ এখানকার মানুষ চোখে স্বপ্ন রাখে/ প্রদীপ হয়ে আমায় নেভাতে পারবে না তুমি/ আমরা আমাদের বাড়িতে অনেক সূর্য রাখি"৷ একই সঙ্গে লিখেছেন, "যত কঠিন সংঘর্ষ হবে, বিজয়ের আনন্দ ততই মধুর হবে ৷"
-
हमारे शहर के मंज़र ना देख पाएंगे,
— Jitendra Tiwari (@JitendraAsansol) January 17, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
यहां के लोग आंखो में ख्वाब रखते है।
हमे चिराग समझ कर बुझा ना पाओगे,
हम अपने घर में कई आफताब रखते है।।
">हमारे शहर के मंज़र ना देख पाएंगे,
— Jitendra Tiwari (@JitendraAsansol) January 17, 2021
यहां के लोग आंखो में ख्वाब रखते है।
हमे चिराग समझ कर बुझा ना पाओगे,
हम अपने घर में कई आफताब रखते है।।हमारे शहर के मंज़र ना देख पाएंगे,
— Jitendra Tiwari (@JitendraAsansol) January 17, 2021
यहां के लोग आंखो में ख्वाब रखते है।
हमे चिराग समझ कर बुझा ना पाओगे,
हम अपने घर में कई आफताब रखते है।।
রাজনৈতিক মহলের একাংশের ধারণা, কবির ভাষায় জিতেন্দ্রর নয়া টুইট যথেষ্ট ইঙ্গিতপূর্ণ ৷ নতুন জেলা কমিটিকে অভিনন্দন জানালেও আসানসোলের প্রাক্তন মেয়র ঘুরিয়ে ক্ষোভপ্রকাশই করলেন বলে তাঁদের মত ৷