ETV Bharat / city

Jitendra Slams Shatrughan : জাহাঙ্গিরপুরীতে উচ্ছেদ নিয়ে শত্রুঘ্ন-জীতেন্দ্রর টুইট যুদ্ধ - টুইটে শত্রুঘ্নকে আক্রমণ জীতেন্দ্রর

উত্তর-পশ্চিম দিল্লির উচ্ছেদ নিয়ে টুইটারে দুঃখ প্রকাশ করেছেন আসানসোলের সাংসদ শত্রঘ্ন সিনহা ৷ পাল্টা টুইটারে সাংসদকে আক্রমণ করলেন প্রাক্তন মেয়র (Jitendra Slams Shatrughan Sinha on Twitter) ৷

Jitendra Tiwari Shatrughan Sinha
টুইটে শত্রুঘ্নকে আক্রমণ জীতেন্দ্রর
author img

By

Published : Apr 23, 2022, 7:27 PM IST

আসানসোল, 23 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে বুলডোজার দিয়ে উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন (Jitendra Slams Shatrughan Sinha on Twitter) ।

টুইটে আসানসোলের সাংসদ লিখেছেন, "জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের কাছে বিপন্ন সময় এসেছে । উচ্ছেদে বহু বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন । তবে কি একমুখী ভারতে বুলডোজারই চিহ্ন হয়ে উঠল ?" সাংসদের এই টুইটকে রি-টুইট করে খোঁচা দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র ৷ জীতেন্দ্র লিখেছেন, "তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পৌরনিগম একই কায়দায় 4 মাসে উচ্ছেদ করেছিল । খুব দেরি হয়নি । আপনি সেটা নিয়েও দুঃখ প্রকাশ করুন ।"

Jitendra Tiwari Shatrughan Sinha
টুইটারে জীতেন্দ্র-শত্রুঘ্ন বাগযুদ্ধ

জীতেন্দ্র আরও জানিয়েছেন, "যখন টুইটারেই কাজ সারতে হবে, তখন শুধু জাহাঙ্গিরিপুরী কেন ? তিন-চার মাসে আসানসোলের রেলপার এলাকায় এত এত সংখ্যালঘু ভাইদের বাড়ি উচ্ছেদ করা হল, দোকান ভেঙে দেওয়া হল, ঝুপড়ি ভাঙা হল... তা নিয়ে উনি একটাও কথা বলছেন না কেন ? এখনও তো দেরি হয়নি । সেটা নিয়েও বলুন, উনি দুঃখিত । এই রমজান মাসে যদি ওই ঘটনা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেন, তবে সংখ্যালঘু ভাইদের একটু ভাল লাগবে ।"

জাহাঙ্গিরপুরীর ঘটনায় মন্তব্য করায় টুইটে শত্রুঘ্নকে আক্রমণ জিতেন্দ্রর

অন্যদিকে জীতেন্দ্রর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেলপাড় এলাকার তৃণমূল নেতা ওয়াসিম উল হক বলেন, " রেলপাড়ে কাউকে উচ্ছেদ করা হয়নি । যে সমস্ত দখলদাররা সরকারি জমি দখল করেছিল, তাঁদের সরানো হয়েছে ।''

আরও পড়ুন : Shatrughan Sinha to live in Asansol: আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

আসানসোল, 23 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে বুলডোজার দিয়ে উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন (Jitendra Slams Shatrughan Sinha on Twitter) ।

টুইটে আসানসোলের সাংসদ লিখেছেন, "জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের কাছে বিপন্ন সময় এসেছে । উচ্ছেদে বহু বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন । তবে কি একমুখী ভারতে বুলডোজারই চিহ্ন হয়ে উঠল ?" সাংসদের এই টুইটকে রি-টুইট করে খোঁচা দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র ৷ জীতেন্দ্র লিখেছেন, "তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পৌরনিগম একই কায়দায় 4 মাসে উচ্ছেদ করেছিল । খুব দেরি হয়নি । আপনি সেটা নিয়েও দুঃখ প্রকাশ করুন ।"

Jitendra Tiwari Shatrughan Sinha
টুইটারে জীতেন্দ্র-শত্রুঘ্ন বাগযুদ্ধ

জীতেন্দ্র আরও জানিয়েছেন, "যখন টুইটারেই কাজ সারতে হবে, তখন শুধু জাহাঙ্গিরিপুরী কেন ? তিন-চার মাসে আসানসোলের রেলপার এলাকায় এত এত সংখ্যালঘু ভাইদের বাড়ি উচ্ছেদ করা হল, দোকান ভেঙে দেওয়া হল, ঝুপড়ি ভাঙা হল... তা নিয়ে উনি একটাও কথা বলছেন না কেন ? এখনও তো দেরি হয়নি । সেটা নিয়েও বলুন, উনি দুঃখিত । এই রমজান মাসে যদি ওই ঘটনা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেন, তবে সংখ্যালঘু ভাইদের একটু ভাল লাগবে ।"

জাহাঙ্গিরপুরীর ঘটনায় মন্তব্য করায় টুইটে শত্রুঘ্নকে আক্রমণ জিতেন্দ্রর

অন্যদিকে জীতেন্দ্রর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেলপাড় এলাকার তৃণমূল নেতা ওয়াসিম উল হক বলেন, " রেলপাড়ে কাউকে উচ্ছেদ করা হয়নি । যে সমস্ত দখলদাররা সরকারি জমি দখল করেছিল, তাঁদের সরানো হয়েছে ।''

আরও পড়ুন : Shatrughan Sinha to live in Asansol: আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.