আসানসোল, 23 এপ্রিল : দিল্লির জাহাঙ্গিরপুরীতে বুলডোজার দিয়ে উচ্ছেদ প্রক্রিয়ার বিরুদ্ধে গর্জে উঠলেন আসানসোলের সাংসদ শত্রুঘ্ন সিনহা । তিনি টুইট করে এই ঘটনার নিন্দা করেছেন (Jitendra Slams Shatrughan Sinha on Twitter) ।
টুইটে আসানসোলের সাংসদ লিখেছেন, "জাহাঙ্গিরপুরীর বাসিন্দাদের কাছে বিপন্ন সময় এসেছে । উচ্ছেদে বহু বাসিন্দা গৃহহীন হয়ে পড়েছেন । তবে কি একমুখী ভারতে বুলডোজারই চিহ্ন হয়ে উঠল ?" সাংসদের এই টুইটকে রি-টুইট করে খোঁচা দিয়েছেন আসানসোলের প্রাক্তন মেয়র ৷ জীতেন্দ্র লিখেছেন, "তৃণমূল কংগ্রেস পরিচালিত আসানসোল পৌরনিগম একই কায়দায় 4 মাসে উচ্ছেদ করেছিল । খুব দেরি হয়নি । আপনি সেটা নিয়েও দুঃখ প্রকাশ করুন ।"
![Jitendra Tiwari Shatrughan Sinha](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/15096808_wb_asansoltwitter.jpg)
জীতেন্দ্র আরও জানিয়েছেন, "যখন টুইটারেই কাজ সারতে হবে, তখন শুধু জাহাঙ্গিরিপুরী কেন ? তিন-চার মাসে আসানসোলের রেলপার এলাকায় এত এত সংখ্যালঘু ভাইদের বাড়ি উচ্ছেদ করা হল, দোকান ভেঙে দেওয়া হল, ঝুপড়ি ভাঙা হল... তা নিয়ে উনি একটাও কথা বলছেন না কেন ? এখনও তো দেরি হয়নি । সেটা নিয়েও বলুন, উনি দুঃখিত । এই রমজান মাসে যদি ওই ঘটনা নিয়ে উনি দুঃখ প্রকাশ করেন, তবে সংখ্যালঘু ভাইদের একটু ভাল লাগবে ।"
অন্যদিকে জীতেন্দ্রর বক্তব্যের পরিপ্রেক্ষিতে রেলপাড় এলাকার তৃণমূল নেতা ওয়াসিম উল হক বলেন, " রেলপাড়ে কাউকে উচ্ছেদ করা হয়নি । যে সমস্ত দখলদাররা সরকারি জমি দখল করেছিল, তাঁদের সরানো হয়েছে ।''
আরও পড়ুন : Shatrughan Sinha to live in Asansol: আসানসোলে থাকার জন্যই এসেছি, ঘর খোঁজা হচ্ছে: শত্রুঘ্ন সিনহা