ETV Bharat / city

"MP হিসাবে এটাই ওর শেষ গান", বাবুলকে কটাক্ষ জিতেন্দ্রর - বাবুল সুপ্রিয়

"মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে হয়। এরপর তো আর ও MP থাকবে না। এটা বলতে পারি MP হিসাবে এটাই ওর শেষ গান। বাকি এবার নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে।" বাবুল সুপ্রিয়র গাওয়া গান প্রসঙ্গে একথা বলেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি।

জিতেন্দ্র তিওয়ারি
author img

By

Published : Apr 7, 2019, 7:40 PM IST

Updated : Apr 7, 2019, 9:59 PM IST

দুর্গাপুর, 7 এপ্রিল : "মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে হয়। MP হিসাবে ও শেষ ইচ্ছা পূরণ করুক। এরপর তো আর ও MP থাকবে না। তাই ওর গান নিয়ে মাথাব্যথা নেই। যে গান গাইতে চাইবে, গাক। এটা বলতে পারি MP হিসাবে এটাই ওর শেষ গান। বাকি এবার নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে।" বাবুল সুপ্রিয়র গাওয়া গান প্রসঙ্গে আজ একথা বলেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র গাওয়া BJP-র থিম সং বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবার তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র।

আজ লাউদোহার নতুনডাঙা হাটতলা ও গৌরবাজারে দুটি জনসভা করেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তাঁর সঙ্গে সভায় উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে মুনমুন সেনের সমর্থনে বক্তব্য রাখেন তিনি।

গৌরবাজারের সভায় জিতেন্দ্র বলেন, "BJP গতবার প্রচার করেছিল তাদের প্রার্থী নাকি তারকা। এবার আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি নিজে তারকা, তাঁর মা তারকা, তাঁর মেয়েরা তারকা, তাঁর নাতি-নাতনিরাও তারকা হবে।" বক্তব্য রাখার সময় বাবুল সুপ্রিয়কে "তুই" বলে সম্বোধন করেন জিতেন্দ্র। আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

এপ্রসঙ্গে BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, "এটা তৃণমূলের কালচার। এই জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনের সময় দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমার উপর হামলা করেছিল। এই জিতেন্দ্র তিওয়ারির জন্য দুর্গাপুর পৌরসভার লক্ষাধিক মানুষ ভোট দিতে পারেননি। তাঁর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় কি?"

আসানসোল লোকসভা কেন্দ্রে ২০১৪-র লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় BJP প্রার্থী হওয়ার পর থেকেই জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়। আবার কখনও বাবুলকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মঞ্চে উঠে গান গাইতে। তবে ২০১৪ সাল থেকে জিতেন্দ্র তিওয়ারি বনাম বাবুল সুপ্রিয়র যে বাগযুদ্ধ শুরু হয়েছিল, তা আজও থামেনি।

দুর্গাপুর, 7 এপ্রিল : "মানুষের শেষ ইচ্ছা পূরণ করতে হয়। MP হিসাবে ও শেষ ইচ্ছা পূরণ করুক। এরপর তো আর ও MP থাকবে না। তাই ওর গান নিয়ে মাথাব্যথা নেই। যে গান গাইতে চাইবে, গাক। এটা বলতে পারি MP হিসাবে এটাই ওর শেষ গান। বাকি এবার নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেবে।" বাবুল সুপ্রিয়র গাওয়া গান প্রসঙ্গে আজ একথা বলেন আসানসোলের মেয়র তথা পাণ্ডবেশ্বরের বিধায়ক জিতেন্দ্র তিওয়ারি। উল্লেখ্য, বাবুল সুপ্রিয়র গাওয়া BJP-র থিম সং বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। এবার তা নিয়ে প্রতিক্রিয়া দিলেন আসানসোলের মেয়র তথা তৃণমূল নেতা জিতেন্দ্র।

আজ লাউদোহার নতুনডাঙা হাটতলা ও গৌরবাজারে দুটি জনসভা করেন আসানসোল লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী মুনমুন সেন। তাঁর সঙ্গে সভায় উপস্থিত ছিলেন জিতেন্দ্র তিওয়ারি। সেখানে মুনমুন সেনের সমর্থনে বক্তব্য রাখেন তিনি।

গৌরবাজারের সভায় জিতেন্দ্র বলেন, "BJP গতবার প্রচার করেছিল তাদের প্রার্থী নাকি তারকা। এবার আমাদের যিনি প্রার্থী হয়েছেন তিনি নিজে তারকা, তাঁর মা তারকা, তাঁর মেয়েরা তারকা, তাঁর নাতি-নাতনিরাও তারকা হবে।" বক্তব্য রাখার সময় বাবুল সুপ্রিয়কে "তুই" বলে সম্বোধন করেন জিতেন্দ্র। আর তা নিয়ে শুরু হয়েছে সমালোচনা।

এপ্রসঙ্গে BJP-র পশ্চিম বর্ধমান জেলা সভাপতি লক্ষণ ঘড়ুই বলেন, "এটা তৃণমূলের কালচার। এই জিতেন্দ্র তিওয়ারির নেতৃত্বে গত পঞ্চায়েত নির্বাচনের সময় দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের সমর্থকরা আমার উপর হামলা করেছিল। এই জিতেন্দ্র তিওয়ারির জন্য দুর্গাপুর পৌরসভার লক্ষাধিক মানুষ ভোট দিতে পারেননি। তাঁর কাছ থেকে এর বেশি কিছু আশা করা যায় কি?"

আসানসোল লোকসভা কেন্দ্রে ২০১৪-র লোকসভা নির্বাচনে বাবুল সুপ্রিয় BJP প্রার্থী হওয়ার পর থেকেই জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে তাঁর সংঘাত শুরু হয়। আবার কখনও বাবুলকে দেখা গেছে তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবসে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে মঞ্চে উঠে গান গাইতে। তবে ২০১৪ সাল থেকে জিতেন্দ্র তিওয়ারি বনাম বাবুল সুপ্রিয়র যে বাগযুদ্ধ শুরু হয়েছিল, তা আজও থামেনি।

Intro:বাবুল সুপ্রিয়র গাওয়া এরাজ্যের জন্য বিজেপির থিমসং বাজানো বন্ধের নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন।এবার তা নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে আসানসোলের মেয়র তথা টিএমসি বিধায়ক জীতেন্দ্র তিওয়ারি বললেন "" মানুষের শেষ ইচ্ছা পূরন করতে হয়।এম পি হিসাবে ওর শেষ ইচ্ছে ও জোর করে পূরন করুক।এরপরে ও তো আর এম পি থাকবে না।তাই ওর গান নিয়ে মাথ্যাব্যাথা করছি না।এম পি র শেষ ইচ্ছে পূরন করুক।যে গান গাইতে চাইবে গাক।এটা বলতে পারি এম পি হিসাবে এটাই ওর শেষ গান।বাকি এবার নির্বাচন কমিশন যা সিদ্ধান্ত নেয় নিক।""বাবুল সুপ্রিয় র গাওয়া এরাজ্যের বিজেপি র থিমসং নিয়ে নির্বাচন কমিশনে অভিযোগ জমা পড়ে।তা নিয়ে বিতর্ক দেখা দেয়।নির্বাচন কমিশন শেষ পর্যন্ত এই গান কে নির্বাচনের সময় ব্যাবহারে না বলে দেয়।Body:কপিConclusion:কপি
Last Updated : Apr 7, 2019, 9:59 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.