ETV Bharat / city

৫ হাজার লিডে ১ কোটি বরাদ্দ বেশি, প্রতিশ্রুতি জিতেন্দ্র তেওয়ারির - moon moon sen

আসানসোল পুরনিগমের কোনও কাউন্সিলর যদি তাঁর ওয়ার্ডে তৃণমূলপ্রার্থীর পক্ষে ৫ হাজার লিড এনে দিতে পারেন, তবে অন্যান্য ওয়ার্ডের তুলনা তাঁর ওয়ার্ডের উন্নয়নের জন্য এক কোটি টাকা বেশি বরাদ্দ হবে। লোকসভা ভোটের প্রচারে এসে আজ একথা ঘোষণা করলেন আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি।

জিতেন্দ্র তেওয়ারি
author img

By

Published : Mar 19, 2019, 9:52 PM IST

জামুড়িয়া, ১৯ মার্চ : আসানসোল পুরনিগমের কোনও কাউন্সিলর যদি তাঁর ওয়ার্ডে তৃণমূলপ্রার্থীর পক্ষে ৫ হাজার লিড এনে দিতে পারেন, তবে অন্যান্য ওয়ার্ডের তুলনা তাঁর ওয়ার্ডের উন্নয়নের জন্য এক কোটি টাকা বেশি বরাদ্দ হবে। লিড যদি হয় ৩ হাজার, বরাদ্দ বাড়বে ৫০ লাখ টাকা। ২ হাজার লিডের জন্য পাওয়া যাবে ৩০ লাখ টাকার বেশি বরাদ্দ। লোকসভা ভোটের প্রচারে এসে আজ একথা ঘোষণা করলেন আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এনিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, কাউন্সিলরদের টোপ দিচ্ছেন মেয়র। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন তিনি।

আজ জামুড়িয়ায় নজরুল শতবার্ষিকী ভবনে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী মুনমুন সেনকে নিয়ে কর্মীসভা হয় তৃণমূলের। এছাড়া সভায় ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি ভি এস দাসু, জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ। সভায় মেয়র বলেন, "জামুড়িয়া বরোতে যে কাউন্সিলররা আছেন, যারা নিজেদের ওয়ার্ডে ৫ হাজারের বেশি লিড দেবেন, তাঁদের ওয়ার্ডে যা অর্থ বরাদ্দ করি তার চেয়ে এক কোটি টাকা বাড়তি দেব। যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে ৩ হাজারের বেশি লিড দেবেন তাঁকে ৫০ লক্ষ টাকার অতিরিক্ত কাজ দেব। ২ হাজারের বেশি লিড দিতে পারলে ৩০ লাখ টাকার বেশি কাজ দেব।"

তিনি আরও বলেন, "যারা নিজেদের ওয়ার্ডে লিড দিতে পারবেন তাঁদের কমপক্ষে ১০ লক্ষ টাকার এক্সট্রা কাজ দেব। সিদ্ধান্ত আপনাদের, ১ কোটি, ৫০ লাখ, ৩০ লাখ, না ১০ লাখ চাই।"

তারপর জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেন, আসানসোল পৌরএলাকা থেকে তৃণমূলকে লিড না এনে দিতে পারলে তিনি মেয়র পদ ছেড়ে দেবেন। তিনি বলেন, "আমি যদি পৌরএলাকা থেকে লিড দিতে না পারি তাহলে রেজ়াল্ট বেরোনোর পর প্রথম রেজ়িগনেশন আমার হবে। একই পদ্ধতি আপনাদেরও মানতে হবে।"

জামুড়িয়া, ১৯ মার্চ : আসানসোল পুরনিগমের কোনও কাউন্সিলর যদি তাঁর ওয়ার্ডে তৃণমূলপ্রার্থীর পক্ষে ৫ হাজার লিড এনে দিতে পারেন, তবে অন্যান্য ওয়ার্ডের তুলনা তাঁর ওয়ার্ডের উন্নয়নের জন্য এক কোটি টাকা বেশি বরাদ্দ হবে। লিড যদি হয় ৩ হাজার, বরাদ্দ বাড়বে ৫০ লাখ টাকা। ২ হাজার লিডের জন্য পাওয়া যাবে ৩০ লাখ টাকার বেশি বরাদ্দ। লোকসভা ভোটের প্রচারে এসে আজ একথা ঘোষণা করলেন আসানসোল পৌরনিগমের মেয়র জিতেন্দ্র তেওয়ারি। এনিয়ে সরব হয়েছে বিরোধীরা। তাদের অভিযোগ, কাউন্সিলরদের টোপ দিচ্ছেন মেয়র। নির্বাচনী আদর্শ আচরণবিধি ভেঙেছেন তিনি।

আজ জামুড়িয়ায় নজরুল শতবার্ষিকী ভবনে আসানসোল লোকসভা কেন্দ্রের প্রার্থী মুনমুন সেনকে নিয়ে কর্মীসভা হয় তৃণমূলের। এছাড়া সভায় ছিলেন পশ্চিম বর্ধমান জেলার তৃণমূল সভাপতি ভি এস দাসু, জিতেন্দ্র তিওয়ারি প্রমুখ। সভায় মেয়র বলেন, "জামুড়িয়া বরোতে যে কাউন্সিলররা আছেন, যারা নিজেদের ওয়ার্ডে ৫ হাজারের বেশি লিড দেবেন, তাঁদের ওয়ার্ডে যা অর্থ বরাদ্দ করি তার চেয়ে এক কোটি টাকা বাড়তি দেব। যে কাউন্সিলর নিজের ওয়ার্ডে ৩ হাজারের বেশি লিড দেবেন তাঁকে ৫০ লক্ষ টাকার অতিরিক্ত কাজ দেব। ২ হাজারের বেশি লিড দিতে পারলে ৩০ লাখ টাকার বেশি কাজ দেব।"

তিনি আরও বলেন, "যারা নিজেদের ওয়ার্ডে লিড দিতে পারবেন তাঁদের কমপক্ষে ১০ লক্ষ টাকার এক্সট্রা কাজ দেব। সিদ্ধান্ত আপনাদের, ১ কোটি, ৫০ লাখ, ৩০ লাখ, না ১০ লাখ চাই।"

তারপর জিতেন্দ্র তিওয়ারি ঘোষণা করেন, আসানসোল পৌরএলাকা থেকে তৃণমূলকে লিড না এনে দিতে পারলে তিনি মেয়র পদ ছেড়ে দেবেন। তিনি বলেন, "আমি যদি পৌরএলাকা থেকে লিড দিতে না পারি তাহলে রেজ়াল্ট বেরোনোর পর প্রথম রেজ়িগনেশন আমার হবে। একই পদ্ধতি আপনাদেরও মানতে হবে।"

Intro:জামুরিয়া : পথ দুর্ঘটনায় মৃত্যু বাসের খালাসী । তাই আজ সকাল থেকে জামুরিয়া রুটের সমস্ত বাস বন্ধ ।



Body:

গতকাল আসানসোল থেকে জামুরিয়া রুটের যাত্রীবোঝাই মিনি বাসের পথ দুর্ঘটনায় মৃত্যু হলো বাসের খালাসী । ঘটনাটি ঘটেছিল জামুড়িয়ার কেন্দুলিয়া মোড়ে । পথ দুর্ঘটনায় বাসের খালাসী মৃত্যুর পরে শোকের ছায়া বাস কর্মীদের মধ্যে । তাই আজ সকাল থেকে বাস বন্ধ রাখার সিদ্ধান্ত বাস কর্মীদের । দুর্ঘটনায় মৃত বাস খালাসীর আত্মার শান্তি কামনায় বাস বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান এক বাস কর্মী । আগামীকাল স্বাভাবিক ভাবে বাস চলবে বলে জানান ।


Conclusion:


মিনি বাস অ্যাসোসিয়েশনের জামুরিয়ায় দায়িত্বে থাকা কাশীনাথ খাঁ জানান ,গতকাল পথ দুর্ঘটনায় মৃত্যু হয়েছে আমাদের এক বাস কর্মীর । বাসের খালাসী মৃত্যুর ঘটনায় শোকের ছায়া বাস কর্মীদের মধ্যে । কাশী বাবু জানান জামুরিয়া সমস্ত বাস কর্মীরা অ্যাসোসিয়েশন এর কাছে অনুরোধ জানান তারা একদিনের জন্য বাস বন্ধ রাখার । মৃত বাস খালাসী আত্মার শান্তি কামনায় এই বাস বন্ধ । আগামীকাল স্বাভাবিক রুটে বাস চলাচল করবে বলে জানান । দুর্ঘটনায় মৃত খালাসীর পাশে গোটা মিনিবাসের অ্যাসোসিয়েশন ।মিনি বাস অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে মৃত খালাসীর পরিবারকে আর্থিক সাহায্যের কথা জানান ।
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.