ETV Bharat / city

আসানসোল স্টেডিয়ামে আন্তর্জাতিক মানের সুইমিং পুল - Mayor Jitendra Tiwari

আসানসোল স্টেডিয়ামের সুইমিং পুলকে নতুন করে সংস্কার করে আসানসোলবাসীদের হাতে তুলে দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ নতুন করে উদ্বোধন হল এই সংস্কার হওয়া সুইমিং পুলের ৷ শুধু তাই নয় এই সুইমিং পুলের পাশে আরেকটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি হচ্ছে ৷

International level swimming pool at Asansol Stadium
আসানসোল স্টেডিয়ামে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল
author img

By

Published : Feb 28, 2020, 8:53 PM IST

আসানসোল, 28 ফেব্রুয়ারি : আসানসোল স্টেডিয়ামে সুইমিং পুলটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল ৷ বাসিন্দা এবং ক্রীড়াবিদরা বারবার দাবি করছিলেন যে সুইমিং পুলের সংস্কারের প্রয়োজন ৷ সেই মতো পুলটিকে নতুন করে সংস্কার করে আসানসোলবাসীদের হাতে তুলে দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ নতুন করে উদ্বোধন হল এই সংস্কার হওয়া সুইমিং পুলের ৷ শুধু তাই নয় এই সুইমিং পুলের পাশে আরেকটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি হচ্ছে ৷ আগামী কয়েক মাসের মধ্যে সেই সুইমিং পুলের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র ৷

দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে পড়েছিল আসানসোল স্টেডিয়ামের সুইমিং পুলটি ৷ টাইলস ভেঙ্গে গিয়েছিল, পাম্প খারাপ হয়ে গিয়েছিল এবং একাধিক জায়গায় লিকেজ হয়ে যাওয়ার কারণে জল ধরে রাখতে পারছিলনা সুইমিং পুলটি ৷ ক্রীড়াবিদরা মেয়রের কাছে অনুরোধ জানিয়েছিলেন সুইমিং পুলের সংস্কার করা প্রয়োজন ৷ মেয়র নিজে দেখতে আসেন এবং সুইমিং পুলের চেহারা দেখে তিনি ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট সুকোমল মণ্ডলকে জানান অবিলম্বে পুলটি সংস্কার করা প্রয়োজন ৷ তারপরেই আসানসোল পৌরনিগমের উদ্যোগে সেটি তৈরি করা হয় ৷

আসানসোল স্টেডিয়ামে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল

মেয়র জানতে পারেন যে এই সুইমিং পুল আন্তর্জাতিক মানের নয় ৷ এরপরেই একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি করার উদ্যোগ নেয় আসানসোল পৌরনিগম ৷ আসানসোল স্টেডিয়ামেই তৈরি হচ্ছে আন্তজার্তিক মানের সুইমিং পুল ৷ যার দৈর্ঘ্য 50 মিটার এবং গভীরতা 16 ফুট ৷ আগামী চার মাসের মধ্যে এটির কাজ শেষ হয়ে যাবে বলে জানান জিতেন্দ্র তিওয়ারি ৷

আসানসোল, 28 ফেব্রুয়ারি : আসানসোল স্টেডিয়ামে সুইমিং পুলটি দীর্ঘদিন ধরে অব্যবহৃত অবস্থায় পড়ে ছিল ৷ বাসিন্দা এবং ক্রীড়াবিদরা বারবার দাবি করছিলেন যে সুইমিং পুলের সংস্কারের প্রয়োজন ৷ সেই মতো পুলটিকে নতুন করে সংস্কার করে আসানসোলবাসীদের হাতে তুলে দিলেন আসানসোলের মেয়র জিতেন্দ্র তিওয়ারি ৷ নতুন করে উদ্বোধন হল এই সংস্কার হওয়া সুইমিং পুলের ৷ শুধু তাই নয় এই সুইমিং পুলের পাশে আরেকটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি হচ্ছে ৷ আগামী কয়েক মাসের মধ্যে সেই সুইমিং পুলের কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন মেয়র ৷

দীর্ঘদিন ধরেই রক্ষণাবেক্ষণের অভাবে পড়েছিল আসানসোল স্টেডিয়ামের সুইমিং পুলটি ৷ টাইলস ভেঙ্গে গিয়েছিল, পাম্প খারাপ হয়ে গিয়েছিল এবং একাধিক জায়গায় লিকেজ হয়ে যাওয়ার কারণে জল ধরে রাখতে পারছিলনা সুইমিং পুলটি ৷ ক্রীড়াবিদরা মেয়রের কাছে অনুরোধ জানিয়েছিলেন সুইমিং পুলের সংস্কার করা প্রয়োজন ৷ মেয়র নিজে দেখতে আসেন এবং সুইমিং পুলের চেহারা দেখে তিনি ইঞ্জিনিয়ার সুপারিনটেন্ডেন্ট সুকোমল মণ্ডলকে জানান অবিলম্বে পুলটি সংস্কার করা প্রয়োজন ৷ তারপরেই আসানসোল পৌরনিগমের উদ্যোগে সেটি তৈরি করা হয় ৷

আসানসোল স্টেডিয়ামে তৈরি হচ্ছে আন্তর্জাতিক মানের সুইমিং পুল

মেয়র জানতে পারেন যে এই সুইমিং পুল আন্তর্জাতিক মানের নয় ৷ এরপরেই একটি আন্তর্জাতিক মানের সুইমিং পুল তৈরি করার উদ্যোগ নেয় আসানসোল পৌরনিগম ৷ আসানসোল স্টেডিয়ামেই তৈরি হচ্ছে আন্তজার্তিক মানের সুইমিং পুল ৷ যার দৈর্ঘ্য 50 মিটার এবং গভীরতা 16 ফুট ৷ আগামী চার মাসের মধ্যে এটির কাজ শেষ হয়ে যাবে বলে জানান জিতেন্দ্র তিওয়ারি ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.