ETV Bharat / city

আসানসোলে চলন্ত ট্রেলারের কেবিন খুলে মৃত্যু খালাসির

author img

By

Published : Jun 2, 2021, 12:43 PM IST

আসানসোলের সালানপুরে চলন্ত ট্রেলারের কেবিন খুলে গিয়ে দুর্ঘটনা ৷ কেবিনে চাপা পড়ে মৃত্যু হয়েছে খালাসির ৷ ঘটনার পর থেকেই ট্রেলারের চালক পলাতক ৷ কীভাবে ট্রেলারের কেবিন খুলে গেল তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

in a road accident a person dead in salanpur asansol
আসানসোলে চলন্ত ট্রেলারের কেবিন খুলে মৃত্যু খালাসির

আসানসোল, 2 জুন : চলন্ত ট্রেলারের কেবিন খুলে মৃত্যু হল 1 জনের ৷ মঙ্গলবার রাতে আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডের ঘটনায় ট্রেলারের কেবিন খুলে গিয়ে রাস্তা থেকে নেমে যায় ৷ ঘটনায় ট্রেলারের খালাসি কেবিনে চাপা পড়ে মারা গিয়েছেন ৷ অন্যদিকে অল্পের জন্য ট্রেলারের পিছনের অংশের ধাক্কা থেকে বেঁচে যায় রাস্তার ধারের একটি বাড়ি ৷ তা না হলে আরও প্রাণহানি ঘটতে পারত ৷ ঘটনার পর থেকেই ট্রেলারের চালক পলাতক ৷

জানা গিয়েছে, গতকাল রাতে ঝাড়খণ্ড থেকে আসানসোলে আসছিল 18 চাকার একটি ট্রেলার ৷ আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডে চলন্ত অবস্থায় হঠাৎই ট্রেলারের কেবিন খুলে যায় ৷ এর পর একটি বাড়ির সামনে গিয়ে উল্টে যায় সেটি ৷ ঘটনায় ট্রেলারের খালাসি কেবিনে চাপা পড়ে মারা গিয়েছেন ৷ অন্য়দিকে, এই পথ দুর্ঘটনার পরেই ট্রেলারের চালক সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , আহত 15

অপরদিকে ট্রেলারের পিছনের অংশটি একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় ৷ অল্পের জন্য ট্রেলারের পিছনের অংশটি ওই বাড়িতে ধাক্কা মারা থেকে বেঁচে যায় ৷ তা না হলে আরও বড় বিপদ হতে পারত ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ ট্রেলারটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ৷ মৃত খালাসির দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ পুলিশ ট্রেলারের চালক ও মালিকের খোঁজ শুরু করেছে ৷ তবে, কীভাবে চলন্ত অবস্থায় ট্রেলারের কেবিন খুলে গেল? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

আসানসোল, 2 জুন : চলন্ত ট্রেলারের কেবিন খুলে মৃত্যু হল 1 জনের ৷ মঙ্গলবার রাতে আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডের ঘটনায় ট্রেলারের কেবিন খুলে গিয়ে রাস্তা থেকে নেমে যায় ৷ ঘটনায় ট্রেলারের খালাসি কেবিনে চাপা পড়ে মারা গিয়েছেন ৷ অন্যদিকে অল্পের জন্য ট্রেলারের পিছনের অংশের ধাক্কা থেকে বেঁচে যায় রাস্তার ধারের একটি বাড়ি ৷ তা না হলে আরও প্রাণহানি ঘটতে পারত ৷ ঘটনার পর থেকেই ট্রেলারের চালক পলাতক ৷

জানা গিয়েছে, গতকাল রাতে ঝাড়খণ্ড থেকে আসানসোলে আসছিল 18 চাকার একটি ট্রেলার ৷ আসানসোলের সালানপুরের চিত্তরঞ্জন রোডে চলন্ত অবস্থায় হঠাৎই ট্রেলারের কেবিন খুলে যায় ৷ এর পর একটি বাড়ির সামনে গিয়ে উল্টে যায় সেটি ৷ ঘটনায় ট্রেলারের খালাসি কেবিনে চাপা পড়ে মারা গিয়েছেন ৷ অন্য়দিকে, এই পথ দুর্ঘটনার পরেই ট্রেলারের চালক সেখান থেকে পালিয়ে যায় ৷

আরও পড়ুন : দাঁড়িয়ে থাকা লরির পিছনে ধাক্কা যাত্রীবাহী বাসের , আহত 15

অপরদিকে ট্রেলারের পিছনের অংশটি একটি বাড়ির সামনে গিয়ে দাঁড়িয়ে যায় ৷ অল্পের জন্য ট্রেলারের পিছনের অংশটি ওই বাড়িতে ধাক্কা মারা থেকে বেঁচে যায় ৷ তা না হলে আরও বড় বিপদ হতে পারত ৷ খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায় ৷ ট্রেলারটিকে পুলিশ নিজেদের হেফাজতে নিয়েছে ৷ মৃত খালাসির দেহ ময়নাতদন্তের জন্য় পাঠানো হয়েছে ৷ পুলিশ ট্রেলারের চালক ও মালিকের খোঁজ শুরু করেছে ৷ তবে, কীভাবে চলন্ত অবস্থায় ট্রেলারের কেবিন খুলে গেল? তা জানতে পুলিশ তদন্ত শুরু করেছে ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.