আসানসোল, 7 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই দাপুটে ইনিংস শীতের । ঘন কুয়াশার চাদরে ঢেকেছে আসানসোল শিল্পাঞ্চল । আসানসোলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 22.6 ডিগ্রি সেলসিয়াস ।
কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে রানিগঞ্জ ও জামুড়িয়া । দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা কম । 2 নম্বর জাতীয় সড়কের ধারে দূরপাল্লা ট্রাকগুলি দাঁড়িয়ে রয়েছে ।
গাড়ির ফগ লাইট জ্বালিয়েও পথ চলা দুঃসহ হয়ে পড়েছে । এমনকী সকালেও ঘন কুয়াশাতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ।