ETV Bharat / city

আসানসোলে ঘন কুয়াশা, গাড়ি কম রাস্তায় - heavy fog in asansol Paschim Bardhaman

কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে রানিগঞ্জ ও জামুড়িয়া । দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা কম । 2 নম্বর জাতীয় সড়কের ধারে দূরপাল্লা ট্রাকগুলি দাঁড়িয়ে রয়েছে ।

Fog covered in asansol
কুয়াশার চাদরে ঢাকা
author img

By

Published : Jan 7, 2020, 5:13 PM IST

আসানসোল, 7 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই দাপুটে ইনিংস শীতের । ঘন কুয়াশার চাদরে ঢেকেছে আসানসোল শিল্পাঞ্চল । আসানসোলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 22.6 ডিগ্রি সেলসিয়াস ।

কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে রানিগঞ্জ ও জামুড়িয়া । দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা কম । 2 নম্বর জাতীয় সড়কের ধারে দূরপাল্লা ট্রাকগুলি দাঁড়িয়ে রয়েছে ।

গাড়ির ফগ লাইট জ্বালিয়েও পথ চলা দুঃসহ হয়ে পড়েছে । এমনকী সকালেও ঘন কুয়াশাতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ।

আসানসোল, 7 জানুয়ারি : নতুন বছরের শুরুতেই দাপুটে ইনিংস শীতের । ঘন কুয়াশার চাদরে ঢেকেছে আসানসোল শিল্পাঞ্চল । আসানসোলে আজ সর্বনিম্ন তাপমাত্রা 11.6 ডিগ্রি সেলসিয়াস, সর্বোচ্চ 22.6 ডিগ্রি সেলসিয়াস ।

কুয়াশার চাদরে ঢাকা পড়ে রয়েছে রানিগঞ্জ ও জামুড়িয়া । দৃশ্যমানতা কম হওয়ায় রাস্তায় গাড়ির সংখ্যা কম । 2 নম্বর জাতীয় সড়কের ধারে দূরপাল্লা ট্রাকগুলি দাঁড়িয়ে রয়েছে ।

গাড়ির ফগ লাইট জ্বালিয়েও পথ চলা দুঃসহ হয়ে পড়েছে । এমনকী সকালেও ঘন কুয়াশাতে হেড লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করছে ।

Intro:কুয়াশার চাদরে ঢাকা পড়েছে রানীগঞ্জ ও জামুরিয়া ! রাস্তাঘাট থেকে শুরু করে জাতীয় সড়কে শুনশান ! অঘোষিত বন্ধে ছবি আসানসোল শিল্পাঞ্চলে ।

কুয়াশার চাদরে ঢেকে আসানসোল শিল্পাঞ্চলে ! রাস্তাঘাট থেকে শুরু করে জাতীয় সড়ক শুনশান ! জাতীয় সড়কের ধারে দূরপাল্লা ট্রাক দাঁড়িয়ে পড়েছে । সকাল ৮ পর্যন্ত জাতীয় সড়কে ওপর লাইট জ্বালিয়ে যানবাহন চলাচল করতে দেখা গেল ।Body:.Conclusion:.
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.