ETV Bharat / city

লকডাউনে দরিদ্রদের পাশে দাঁড়াল ফেসবুকের বন্ধুরা

লকডাউনের ফলে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষরা। তাদের পাশে দাঁড়াল জামিরিয়া হেল্পিং হ্যান্ড গ্রুপ ।

social media
সোশাল মিডিয়ার চেনা-অচেনা বন্ধুরা
author img

By

Published : Apr 2, 2020, 11:57 PM IST


জামুরিয়া, 2 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের জোগান দিতে এগিয়ে এল ফেসবুক গ্রুপ । এই পরিস্থিতিতে জামুরিয়ার দরিদ্র মানুষদের পাশে দাঁড়াল ফেসবুকের চেনা-অচেনা বন্ধুরা । তৈরি হয়েছে জামুরিয়া হেল্পিং হ্যান্ড নামে একটি গ্রুপ । গ্রুপের সদস্যদের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে ফান্ড।

লকডাউনে সমস্যায় পড়া দরিদ্রদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবারের সামগ্রী । চাল, ডাল ও আলু সহ একাধিক খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন অসহায়, দুস্থ দিনমজুরদের বাড়িতে । ফেসবুকের এই জামুরিয়া হেল্পিং হ্যান্ড গ্রুপটির স্বপ্ন, আগামী দিনে দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করবে কো-অপারেটিভ সোসাইটি ।

গ্রুপের এক সদস্য গোপীনাথ দাস বলেন, "এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জামুরিয়া হেল্পিং হ্যান্ড নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছে । নিজেদের অর্থ দিয়েই সাহায্য করছি অসহায় দরিদ্র মানুষের । জামুরিয়ার বিভিন্ন প্রান্তে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি খাবার সামগ্রী। সোশাল মিডিয়ার সাহায্যে জামুরিয়ার দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ।" ইতিমধ্যেই 1300 থেকে 1400 মানুষের কাছে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।


জামুরিয়া, 2 এপ্রিল : কোরোনা সংক্রমণ রুখতে দেশজুড়ে চলছে লকডাউন। লকডাউনের জেরে সমস্যায় পড়েছেন সাধারণ খেটে খাওয়া মানুষ। এই ভয়ঙ্কর পরিস্থিতিতে মানুষের নিত্যপ্রয়োজনীয় জিনিসের জোগান দিতে এগিয়ে এল ফেসবুক গ্রুপ । এই পরিস্থিতিতে জামুরিয়ার দরিদ্র মানুষদের পাশে দাঁড়াল ফেসবুকের চেনা-অচেনা বন্ধুরা । তৈরি হয়েছে জামুরিয়া হেল্পিং হ্যান্ড নামে একটি গ্রুপ । গ্রুপের সদস্যদের সাহায্য নিয়ে তৈরি করা হয়েছে ফান্ড।

লকডাউনে সমস্যায় পড়া দরিদ্রদের বাড়িতে পৌঁছে দিচ্ছেন খাবারের সামগ্রী । চাল, ডাল ও আলু সহ একাধিক খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছেন অসহায়, দুস্থ দিনমজুরদের বাড়িতে । ফেসবুকের এই জামুরিয়া হেল্পিং হ্যান্ড গ্রুপটির স্বপ্ন, আগামী দিনে দরিদ্রদের পাশে দাঁড়ানোর জন্য তৈরি করবে কো-অপারেটিভ সোসাইটি ।

গ্রুপের এক সদস্য গোপীনাথ দাস বলেন, "এই ভয়ঙ্কর পরিস্থিতিতে জামুরিয়া হেল্পিং হ্যান্ড নামে একটি গ্রুপ তৈরি করা হয়েছে । নিজেদের অর্থ দিয়েই সাহায্য করছি অসহায় দরিদ্র মানুষের । জামুরিয়ার বিভিন্ন প্রান্তে দরিদ্রদের বাড়ি বাড়ি গিয়ে পৌঁছে দিচ্ছি খাবার সামগ্রী। সোশাল মিডিয়ার সাহায্যে জামুরিয়ার দরিদ্র মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে ত্রাণ ।" ইতিমধ্যেই 1300 থেকে 1400 মানুষের কাছে খাবার সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে ।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.