ETV Bharat / city

Asansol Municipal Corporation: রাত পোহালেই পাঁচ মেয়র পারিষদ পাবে আসানসোল, কটাক্ষ বিরোধীদের - পশ্চিম বর্ধমান

অবশেষে আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র পরিষদদের (Mayor Council Members) নাম ঘোষণা করার সিদ্ধান্ত নিয়েছে কর্তৃপক্ষ ৷ বৃহস্পতিবার প্রাথমিকভাবে পাঁচজন মেয়র পরিষদের নাম ঘোষণা করা হবে ৷

five councilors will be chosen as Mayor Council Members in Asansol Municipal Corporation
Asansol Municipal Corporation: রাত পোহালেই পাঁচ মেয়র পারিষদ পাবে আসানসোল, কটাক্ষ বিরোধীদের
author img

By

Published : Jun 15, 2022, 5:23 PM IST

আসানসোল, 15 জুন: প্রায় সাড়ে তিনমাস পর বৃহস্পতিবার (16 জুন, 2022) আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র পরিষদদের (Mayor Council Members) নাম ঘোষণা করা হবে ৷ সূত্রের খবর, একই দিনে মেয়র পারিষদদের শপথ গ্রহণের প্রক্রিয়াও সেরে ফেলা হবে ৷ বুধবার আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, "আগামিকাল পাঁচজন মেয়র পরিষদের নাম ঘোষণা করা হবে ৷ ওই দিনই তাঁদের শপথবাক্যও পাঠ করানো হবে ৷"

একইসঙ্গে, এদিন মেয়র জানিয়েছেন, ভবিষ্যতে মেয়র পারিষদদের সংখ্যা আরও বাড়ানো হবে ৷ কারণ, মাত্র পাঁচজন মেয়র পারিষদকে নিয়ে 106টি ওয়ার্ড চালানো সম্ভব নয় ৷ তবে দু'জন ডেপুটি মেয়রকে নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তার সমাধানসূত্র কী হবে, কিংবা বরো চেয়ারম্যান কারা হবেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "মেয়র পারিষদদের নাম ঘোষণার পর আগামী দিনে ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান পদে শপথবাক্য পাঠ করানো হবে ৷"

বিষয়টি কটাক্ষ করেছেন বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি ৷ তাঁর বক্তব্য হল, এত দিন ধরে পৌরনিগমে কোনও মেয়র পারিষদ ছিলেন না ৷ অবশেষে আদালতের চাপে মেয়র পরিষদ গঠন করা হচ্ছে ৷ কিন্তু, সেখানেও মাত্র পাঁচজনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ! পৌর প্রশাসনের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন চৈতালি ৷ তাঁর মতে, "106 জন কাউন্সিলর রয়েছেন ৷ অথচ, মেয়র পারিষদ হিসাবে নাম ঘোষণা করা হবে মাত্র পাঁচজনের ৷ আসলে ওঁরা হয়তো নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ভরসা রাখতে পারছেন না ৷ সেই কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে ৷ আদালতের চাপে বাধ্য হয়েই মেয়র পরিষদ গঠন করা হচ্ছে ৷" চৈতালির সাফ হুঁশিয়ারি, দ্রুত পূর্ণাঙ্গ মেয়র পরিষদ গঠন না করা হলে আবারও আদালতর দ্বারস্থ হবেন তাঁরা ৷

দীর্ঘ টালবাহানার পর আসানসোল পৌরনিগমে ঘোষিত হতে চলেছে মেয়র পরিষদ ৷

আরও পড়ুন: Decontaminate of Kalajharia Crematorium: আসানসোল দক্ষিণে শ্মশান দূষণমুক্ত করার উদ্যোগ বিধায়ক অগ্নিমিত্রার

এই প্রেক্ষাপটে মেয়র পারিষদ হিসাবে কারা বিবেচিত হবেন, আপাতত তা নিয়ে চলছে জোর জল্পনা ৷ কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে, তা নিয়ে শাসকদলের কাউন্সিলরদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷

আসানসোল, 15 জুন: প্রায় সাড়ে তিনমাস পর বৃহস্পতিবার (16 জুন, 2022) আসানসোল পৌরনিগমের (Asansol Municipal Corporation) মেয়র পরিষদদের (Mayor Council Members) নাম ঘোষণা করা হবে ৷ সূত্রের খবর, একই দিনে মেয়র পারিষদদের শপথ গ্রহণের প্রক্রিয়াও সেরে ফেলা হবে ৷ বুধবার আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় জানিয়েছেন, "আগামিকাল পাঁচজন মেয়র পরিষদের নাম ঘোষণা করা হবে ৷ ওই দিনই তাঁদের শপথবাক্যও পাঠ করানো হবে ৷"

একইসঙ্গে, এদিন মেয়র জানিয়েছেন, ভবিষ্যতে মেয়র পারিষদদের সংখ্যা আরও বাড়ানো হবে ৷ কারণ, মাত্র পাঁচজন মেয়র পারিষদকে নিয়ে 106টি ওয়ার্ড চালানো সম্ভব নয় ৷ তবে দু'জন ডেপুটি মেয়রকে নিয়ে যে জটিলতার সৃষ্টি হয়েছিল, তার সমাধানসূত্র কী হবে, কিংবা বরো চেয়ারম্যান কারা হবেন, সেই বিষয়ে এখনও পর্যন্ত কোনও সিদ্ধান্ত নেওয়া হয়নি ৷ আসানসোলের মেয়র বিধান উপাধ্যায় এই প্রসঙ্গে বলেন, "মেয়র পারিষদদের নাম ঘোষণার পর আগামী দিনে ডেপুটি মেয়র এবং চেয়ারম্যান পদে শপথবাক্য পাঠ করানো হবে ৷"

বিষয়টি কটাক্ষ করেছেন বিরোধী দলনেত্রী চৈতালি তেওয়ারি ৷ তাঁর বক্তব্য হল, এত দিন ধরে পৌরনিগমে কোনও মেয়র পারিষদ ছিলেন না ৷ অবশেষে আদালতের চাপে মেয়র পরিষদ গঠন করা হচ্ছে ৷ কিন্তু, সেখানেও মাত্র পাঁচজনকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে ! পৌর প্রশাসনের এই সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছেন চৈতালি ৷ তাঁর মতে, "106 জন কাউন্সিলর রয়েছেন ৷ অথচ, মেয়র পারিষদ হিসাবে নাম ঘোষণা করা হবে মাত্র পাঁচজনের ৷ আসলে ওঁরা হয়তো নির্বাচিত জনপ্রতিনিধিদের উপর ভরসা রাখতে পারছেন না ৷ সেই কারণেই এই পদক্ষেপ করা হচ্ছে ৷ আদালতের চাপে বাধ্য হয়েই মেয়র পরিষদ গঠন করা হচ্ছে ৷" চৈতালির সাফ হুঁশিয়ারি, দ্রুত পূর্ণাঙ্গ মেয়র পরিষদ গঠন না করা হলে আবারও আদালতর দ্বারস্থ হবেন তাঁরা ৷

দীর্ঘ টালবাহানার পর আসানসোল পৌরনিগমে ঘোষিত হতে চলেছে মেয়র পরিষদ ৷

আরও পড়ুন: Decontaminate of Kalajharia Crematorium: আসানসোল দক্ষিণে শ্মশান দূষণমুক্ত করার উদ্যোগ বিধায়ক অগ্নিমিত্রার

এই প্রেক্ষাপটে মেয়র পারিষদ হিসাবে কারা বিবেচিত হবেন, আপাতত তা নিয়ে চলছে জোর জল্পনা ৷ কাদের ভাগ্যে শিকে ছিঁড়বে, তা নিয়ে শাসকদলের কাউন্সিলরদের মধ্যে উৎসাহ তুঙ্গে ৷

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.