ETV Bharat / city

দীপাবলির রাতে আসানসোলে ঝুপড়িতে আগুন

প্রাথমিকভাবে দমকলের অনুমান, প্রদীপ বা শর্ট সার্কিট থেকে আগুন লাগতে পারে ।

author img

By

Published : Nov 15, 2020, 6:56 AM IST

Updated : Nov 15, 2020, 11:04 AM IST

fire at assansol beside national highway ২
আগুনে ছাই ঝুপড়ি

আসানসোল, 14 নভেম্বর : দীপাবলির রাতে আসানসোল উত্তর থানার ধাদকা তপসি বাবার আশ্রম এলাকায় আগুন । দু'নম্বর জাতীয় সড়কের পাশে আগুন লেগে প্রায় 10টি ঝুপড়ি এবং দোকান পুড়ে যায় । অগ্নিদগ্ধ হওয়ায় একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রদীপ অথবা বাজি থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান ।

গতকাল রাত 10 টা নাগাদ ধাদকা এলাকায় কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে । মুহূর্তের মধ্যে আগুন বাকি ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে । ঝুপড়ি ঘর ও দোকান মিলিয়ে প্রায় 10টি অস্থায়ী নির্মাণ পুড়ে যায় । স্থানীয়রা ঝুপড়িতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন ।

আগুনে ছাই ঝুপড়ি

আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । যদিও আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের । আগুন লাগার কারণ জানা যায়নি ।

আসানসোল, 14 নভেম্বর : দীপাবলির রাতে আসানসোল উত্তর থানার ধাদকা তপসি বাবার আশ্রম এলাকায় আগুন । দু'নম্বর জাতীয় সড়কের পাশে আগুন লেগে প্রায় 10টি ঝুপড়ি এবং দোকান পুড়ে যায় । অগ্নিদগ্ধ হওয়ায় একজনকে হাসপাতালে ভরতি করা হয়েছে । প্রদীপ অথবা বাজি থেকে আগুন লেগে থাকতে পারে বলে প্রাথমিকভাবে দমকলের অনুমান ।

গতকাল রাত 10 টা নাগাদ ধাদকা এলাকায় কয়েকটি ঝুপড়িতে আগুন লাগে । মুহূর্তের মধ্যে আগুন বাকি ঝুপড়িগুলিতে ছড়িয়ে পড়ে । ঝুপড়ি ঘর ও দোকান মিলিয়ে প্রায় 10টি অস্থায়ী নির্মাণ পুড়ে যায় । স্থানীয়রা ঝুপড়িতে আটকে থাকা বাসিন্দাদের উদ্ধার করেন ।

আগুনে ছাই ঝুপড়ি

আসানসোল উত্তর থানার পুলিশ ও দমকলের তিনটি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । যদিও আগুন নিয়ন্ত্রণ করতে যথেষ্ট বেগ পেতে হয় দমকল কর্মীদের । আগুন লাগার কারণ জানা যায়নি ।

Last Updated : Nov 15, 2020, 11:04 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.