ETV Bharat / city

আসানসোলের পিসি চ্যাটার্জি মার্কেটে আগুন - latest news of asansol

আজ আসানসোলের বহুতল মার্কেটিং কমপ্লেক্সের পিসি চ্যাটার্জি মার্কেটে বহুজাতিক মোবাইল সংস্থার একটি অফিসে আগুন লাগে । অফিসটি লকডাউনের কারণে বন্ধ ছিল । এদিকে ওই বহুতলে আরও কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে । সেইসব প্রতিষ্ঠানের কর্মীরা অফিস খুলতে গেলে টেলিফোন সংস্থার অফিস থেকে ধোঁয়া বেরোতে দেখেন ।

fire
আগুন
author img

By

Published : May 15, 2020, 1:54 PM IST

Updated : May 15, 2020, 2:58 PM IST

আসানসোল, 15মে: আসানসোলের মুরগাশোল এলাকায় বহুতল মার্কেটিং কম্প্লেক্সের পিসি চ্যাটার্জি মার্কেটে একটি বহুজাতিক টেলিফোন সংস্থার অফিসে আগুন লাগল আজ । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

অফিসটি লকডাউনের কারণে বন্ধ ছিল । এদিকে ওই বহুতলে আরও কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে । সেইসব প্রতিষ্ঠানের কর্মীরা অফিস খুলতে গেলে টেলিফোন সংস্থার অফিস থেকে ধোঁয়া বেরোচ্ছে । সময় তখন সকাল 10টা-সাড়ে 10টা । এরপর দমকলে খবর দেওয়া হয় । দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । তবে দমকলকর্মীরা সামনের দরজা দিয়ে অফিসের ভিতর প্রবেশ করতে পারেননি । পিছনের পাঁচিল ভেঙে অফিসে ঢুকতে হয় । এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

ওই অফিসের ভেতরে স্যানিটাইজ়ারসহ অন্যান্য দাহ্যবস্তু ছিল বলে জানা গেছে । কোনওভাবে শট সার্কিট থেকেই আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান । হতাহতের খবর নাই । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি । ওই সংস্থার আধিকারিকদের খবর দেওয়া হয়েছে । তাঁরা আসার পরে বিষয়টি পরিষ্কার হবে ।

আসানসোল, 15মে: আসানসোলের মুরগাশোল এলাকায় বহুতল মার্কেটিং কম্প্লেক্সের পিসি চ্যাটার্জি মার্কেটে একটি বহুজাতিক টেলিফোন সংস্থার অফিসে আগুন লাগল আজ । ঘটনাস্থানে পৌঁছায় দমকলের দু'টি ইঞ্জিন । প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

অফিসটি লকডাউনের কারণে বন্ধ ছিল । এদিকে ওই বহুতলে আরও কয়েকটি প্রতিষ্ঠানের অফিস রয়েছে । সেইসব প্রতিষ্ঠানের কর্মীরা অফিস খুলতে গেলে টেলিফোন সংস্থার অফিস থেকে ধোঁয়া বেরোচ্ছে । সময় তখন সকাল 10টা-সাড়ে 10টা । এরপর দমকলে খবর দেওয়া হয় । দমকলের দু'টি ইঞ্জিন ঘটনাস্থানে পৌঁছায় । তবে দমকলকর্মীরা সামনের দরজা দিয়ে অফিসের ভিতর প্রবেশ করতে পারেননি । পিছনের পাঁচিল ভেঙে অফিসে ঢুকতে হয় । এরপর প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে ।

ওই অফিসের ভেতরে স্যানিটাইজ়ারসহ অন্যান্য দাহ্যবস্তু ছিল বলে জানা গেছে । কোনওভাবে শট সার্কিট থেকেই আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে বলে অনুমান । হতাহতের খবর নাই । এখনও পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি । ওই সংস্থার আধিকারিকদের খবর দেওয়া হয়েছে । তাঁরা আসার পরে বিষয়টি পরিষ্কার হবে ।

Last Updated : May 15, 2020, 2:58 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.