ETV Bharat / city

ED Arrest Saigal: ইডির হাতে গ্রেফতার জেলবন্দি সায়গল, কেষ্ট-ঘনিষ্টকে দিল্লি নিয়ে যাওয়ার আর্জি খারিজ আদালতে - অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেন

শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয় (ED arrests Saigal Hossain) । প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

Etv Bharat
ED Arrest Saigal
author img

By

Published : Oct 7, 2022, 3:13 PM IST

Updated : Oct 7, 2022, 4:03 PM IST

কলকাতা ও আসানসোল, 7 অক্টোবর: গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate) । শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয় (ED arrests Saigal Hossain) । প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

তারপরেই ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র এবং কেসের তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার আসানসোল ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে আসেন । সেখানে বিচারক রত্না রায়ের কাছে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানান তাঁরা । আদালত সেই আবেদনে সম্মতি দিলে সায়গলকে নিজেদের হেফাজতে নেবে ইডি । সূত্রের খবর, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে যাওয়া হবে ৷ কেষ্টর প্রাক্তন দেহরক্ষীকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করতে চায় ইডি ।

এদিন মূলত গোয়েন্দারা জানতে চান যে 2015 সালের পর থেকে কীভাবে সায়গলের প্রভাব-প্রতিপত্তি এবং সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করল ?
পাশাপাশি জানতে চাওয়া হয়, একজন কনস্টেবল-পুলিশকর্মী হয়ে তিনি কীভাবে কোটি টাকার মালিক হয়ে উঠলেন ? এছাড়াও কীভাবে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন ? শুধু জেলাস্তরেই নয়, কলকাতাতেও তার সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা । সে বিষয়েও তাকে প্রশ্ন করেন ইডি আধিকারিকরা ৷

আরও পড়ুন: সিবিআইয়ের মূল হাতিয়ার সায়গল, তাঁকে জেরা করেই মেলে ব্যাংক সংক্রান্ত তথ্য

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান কেষ্ট-ঘনিষ্ট সায়গল । তদন্তকারীদের অভিযোগ, তদন্তে একেবারেই সহযোগিতা করছিলেন না সায়গেল হোসেন । একাধিক প্রশ্নের উত্তর এখনও তাদের কাছে পরিষ্কার নয় । ফলে সংশোধনাগরের মধ্যেই তাকে জেরা করে খুশি নন আধিকারিকরা, সেই খবর ইডির তরফ থেকে দিল্লির সদর দফতরে জানানো হয় । সদর দফতরের সবুজ সংকেত পাওয়ার পরেই আসানসোল সংশোধনাগারের মধ্যেই গরুপাচার কাণ্ডের বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সায়গলকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি ।

আরও পড়ুন: 3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির

কলকাতা ও আসানসোল, 7 অক্টোবর: গরুপাচার মামলায় এবার অনুব্রত মণ্ডলের প্রাক্তন দেহরক্ষী সায়গল হোসেনকে গ্রেফতার করল ইডি (Enforcement Directorate) । শুক্রবার একাধিক প্রশ্ন এড়িয়ে যাওয়ার পরই সায়গলকে গ্রেফতার করা হয় (ED arrests Saigal Hossain) । প্রায় চার ঘণ্টারও বেশি সময় ধরে জেরার পর গ্রেফতারির সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ।

তারপরেই ইডির আইনজীবী অভিজিৎ ভদ্র এবং কেসের তদন্তকারী অফিসার পঙ্কজ কুমার আসানসোল ভ্যাকেশন স্পেশাল জজ কোর্টে আসেন । সেখানে বিচারক রত্না রায়ের কাছে প্রোডাকশন ওয়ারেন্টের জন্য আবেদন জানান তাঁরা । আদালত সেই আবেদনে সম্মতি দিলে সায়গলকে নিজেদের হেফাজতে নেবে ইডি । সূত্রের খবর, সেক্ষেত্রে তাকে জিজ্ঞাসাবাদ করতে দিল্লি নিয়ে যাওয়া হবে ৷ কেষ্টর প্রাক্তন দেহরক্ষীকে দিল্লির রাউস এভিনিউ আদালতে পেশ করতে চায় ইডি ।

এদিন মূলত গোয়েন্দারা জানতে চান যে 2015 সালের পর থেকে কীভাবে সায়গলের প্রভাব-প্রতিপত্তি এবং সম্পত্তির পরিমাণ বৃদ্ধি পেতে শুরু করল ?
পাশাপাশি জানতে চাওয়া হয়, একজন কনস্টেবল-পুলিশকর্মী হয়ে তিনি কীভাবে কোটি টাকার মালিক হয়ে উঠলেন ? এছাড়াও কীভাবে ট্রান্সপোর্ট ব্যবসার সঙ্গে যুক্ত হয়ে পড়লেন ? শুধু জেলাস্তরেই নয়, কলকাতাতেও তার সম্পত্তির হদিস পেয়েছেন গোয়েন্দারা । সে বিষয়েও তাকে প্রশ্ন করেন ইডি আধিকারিকরা ৷

আরও পড়ুন: সিবিআইয়ের মূল হাতিয়ার সায়গল, তাঁকে জেরা করেই মেলে ব্যাংক সংক্রান্ত তথ্য

তদন্তকারী সংস্থা সূত্রের খবর, প্রত্যেকটি প্রশ্নের উত্তর সুকৌশলে এড়িয়ে যান কেষ্ট-ঘনিষ্ট সায়গল । তদন্তকারীদের অভিযোগ, তদন্তে একেবারেই সহযোগিতা করছিলেন না সায়গেল হোসেন । একাধিক প্রশ্নের উত্তর এখনও তাদের কাছে পরিষ্কার নয় । ফলে সংশোধনাগরের মধ্যেই তাকে জেরা করে খুশি নন আধিকারিকরা, সেই খবর ইডির তরফ থেকে দিল্লির সদর দফতরে জানানো হয় । সদর দফতরের সবুজ সংকেত পাওয়ার পরেই আসানসোল সংশোধনাগারের মধ্যেই গরুপাচার কাণ্ডের বেআইনি আর্থিক লেনদেনের অভিযোগে সায়গলকে গ্রেফতার করার সিদ্ধান্ত নেয় ইডি ।

আরও পড়ুন: 3 মাসে 500 রেইড, 3 রাজ্যে ফের ইডি হানায় কটাক্ষ কেজরির

Last Updated : Oct 7, 2022, 4:03 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.