ETV Bharat / city

Drunk Cop : পুলিশি পোশাকে মদ্যপ ব্যক্তিকে ঘিরে আসানসোল আদালতে শোরগোল - পুলিশি পোশাকে মদ্যপ ব্যক্তিকে ঘিরে আসানসোল আদালতে শোরগোল

বুধবার আসানসোল আদালত চত্বরে পুলিশের পোশাক পরে এক ব্যক্তিকে মদ্য়প অবস্থায় পড়ে থাকতে দেখা যায় (Drunk Cop Found on Asansol Court Premises) ৷ তাঁর নেমপ্লেটে লেখা ছিল সন্তোষ কুমার । তবে তিনি কোন থানায় কর্মরত, তা জানা যায়নি ৷

drunk-cop-found-on-asansol-court-premises
Drunken Policeman : পুলিশি পোশাকে মদ্যপ ব্যক্তিকে ঘিরে আসানসোল আদালতে শোরগোল
author img

By

Published : May 4, 2022, 2:30 PM IST

আসানসোল, 4 মে : আসানসোল কোর্ট চত্বরে পুলিশি ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বুধবার (Drunk Cop Found on Asansol Court Premises) । ওই ব্যক্তির বুকে আঁটা নেমপ্লেটে লেখা ছিল সন্তোষ কুমার । যদিও ওই ব্যক্তি পুলিশ হলেও তিনি কোনও থানায় দায়িত্বপ্রাপ্ত, তা এখনও জানা যায়নি ।

আসানসোল আদালতের (Asansol Court) আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বহুক্ষণ ধরে আসানসোল বার অ্যাসোসিয়েশনের (Asansol Bar Association) প্রেক্ষাগৃহের সামনে কোর্ট চত্বরে পড়েছিলেন । তাঁর উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না । বিষয়টি নিয়ে হইচই পড়ে কোর্ট চত্বরে । শেষে আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপি-র পুলিশ খবর পেয়ে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ।

পুলিশি পোশাকে মদ্যপ ব্যক্তিকে ঘিরে আসানসোল আদালতে শোরগোল

কোর্ট এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন । তাঁদের প্রশ্ন, রক্ষক কি করে ভক্ষক হতে পারে ? পুলিশ পোশাকে কি করে এক পুলিশ কর্মী মদ খেয়ে এভাবে পড়ে থাকতে পারেন ?

আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি বাণীব্রত মণ্ডল বলেন, "উনি কে তার পরিচয় জানি না । উনি সত্যি পুলিশ কর্মী হলে এটা সমাজের পক্ষে হানিকর । আমরা পুলিশের কাছে সম্পূর্ণ বিষয়টির তদন্ত দাবি করছি ।" যদিও বিষয়টি নিয়ে পুলিশ মহল মুখে কুলুপ এঁটেছে ।

আরও পড়ুন : Asansol ice Drink: সাবধান ! রাস্তার ধারের পানীয়তে মেশানো হচ্ছে মৃতদেহ সংরক্ষণের বরফ

আসানসোল, 4 মে : আসানসোল কোর্ট চত্বরে পুলিশি ইউনিফর্ম পরিহিত এক ব্যক্তিকে মদ্যপ অবস্থায় পড়ে থাকতে দেখে ব্যাপক চাঞ্চল্য ছড়াল বুধবার (Drunk Cop Found on Asansol Court Premises) । ওই ব্যক্তির বুকে আঁটা নেমপ্লেটে লেখা ছিল সন্তোষ কুমার । যদিও ওই ব্যক্তি পুলিশ হলেও তিনি কোনও থানায় দায়িত্বপ্রাপ্ত, তা এখনও জানা যায়নি ।

আসানসোল আদালতের (Asansol Court) আইনজীবী ও প্রত্যক্ষদর্শীরা জানান, ওই ব্যক্তি বহুক্ষণ ধরে আসানসোল বার অ্যাসোসিয়েশনের (Asansol Bar Association) প্রেক্ষাগৃহের সামনে কোর্ট চত্বরে পড়েছিলেন । তাঁর উঠে দাঁড়ানোর ক্ষমতাও ছিল না । বিষয়টি নিয়ে হইচই পড়ে কোর্ট চত্বরে । শেষে আসানসোল দক্ষিণ থানার সাউথ পিপি-র পুলিশ খবর পেয়ে এসে ওই ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে যায় ।

পুলিশি পোশাকে মদ্যপ ব্যক্তিকে ঘিরে আসানসোল আদালতে শোরগোল

কোর্ট এলাকার স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিয়ে ক্ষোভ উগড়ে দিয়েছেন । তাঁদের প্রশ্ন, রক্ষক কি করে ভক্ষক হতে পারে ? পুলিশ পোশাকে কি করে এক পুলিশ কর্মী মদ খেয়ে এভাবে পড়ে থাকতে পারেন ?

আসানসোল বার অ্যাসোসিয়েশনের সভাপতি বাণীব্রত মণ্ডল বলেন, "উনি কে তার পরিচয় জানি না । উনি সত্যি পুলিশ কর্মী হলে এটা সমাজের পক্ষে হানিকর । আমরা পুলিশের কাছে সম্পূর্ণ বিষয়টির তদন্ত দাবি করছি ।" যদিও বিষয়টি নিয়ে পুলিশ মহল মুখে কুলুপ এঁটেছে ।

আরও পড়ুন : Asansol ice Drink: সাবধান ! রাস্তার ধারের পানীয়তে মেশানো হচ্ছে মৃতদেহ সংরক্ষণের বরফ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.