ETV Bharat / city

স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও মেলেনি চিকিৎসা, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের - রানীগঞ্জ

স্বাস্থ্যসাথীর কার্ড থাকা সত্ত্বেও, পথ দুর্ঘটনায় আহত ব্যক্তিকে নিয়ে একাধিক হাসপাতালে ঘুরেও মেলেনি চিকিৎসা ৷ এই অভিযোগে পথ অবরোধে নামলেন আসানসোলের রানীগঞ্জের নিমচা গ্রামের বাসিন্দারা ৷

Despite having swatha sathi card a person did not get treatment in any hospital in asansol
স্বাস্থ্য সাথী কার্ড থাকা সত্ত্বেও মেলেনি চিকিৎসা, প্রতিবাদে পথ অবরোধ স্থানীয়দের
author img

By

Published : Feb 13, 2021, 3:08 PM IST

আসানসোল, 13 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা পেলেন না পথ দুর্ঘটনায় আহত ব্যক্তি । প্রতিবাদে আসানসোলের রানীগঞ্জ নিমচা গ্রামের বাসিন্দারা পথ অবরোধে নামে ৷ আজ সকাল থেকেই চলছে পথ অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ।

বিক্ষোভকারীদের একজন মনিকা বাউরি জানান, ‘‘গত কয়েকদিন আগে রাস্তা পারাপার করার সময় গ্রামের এক ব্যক্তিকে ট্রাকের ধাক্কা মারে । এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পরপর পাঁচটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, মেলেনি চিকিৎসা পরিষেবা । রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা পাননি তিনি ৷ আসানসোল, বর্ধমান, কলকাতা সব জায়গাতেই নিয়ে যাওয়া হয় তাঁকে । স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও চিকিৎসা দেওয়া হচ্ছে না হাসপাতালে, এমনই অভিযোগ পরিবারের।

আরও পড়ুন : জাতীয় সড়কে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4

তারই প্রতিবাদে আজ সকাল থেকে পথ অবরোধ করেন স্থানীয়রা। এরপর রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পুলিশ আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে নিয়ে গিয়েছে। এরপরেই বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়।

আসানসোল, 13 ফেব্রুয়ারি : রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা পেলেন না পথ দুর্ঘটনায় আহত ব্যক্তি । প্রতিবাদে আসানসোলের রানীগঞ্জ নিমচা গ্রামের বাসিন্দারা পথ অবরোধে নামে ৷ আজ সকাল থেকেই চলছে পথ অবরোধ । খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় রানীগঞ্জ থানার পুলিশ।

বিক্ষোভকারীদের একজন মনিকা বাউরি জানান, ‘‘গত কয়েকদিন আগে রাস্তা পারাপার করার সময় গ্রামের এক ব্যক্তিকে ট্রাকের ধাক্কা মারে । এরপর গুরুতর আহত অবস্থায় ওই ব্যক্তিকে পরপর পাঁচটি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও, মেলেনি চিকিৎসা পরিষেবা । রাজ্য সরকারের দেওয়া স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও চিকিৎসা পরিষেবা পাননি তিনি ৷ আসানসোল, বর্ধমান, কলকাতা সব জায়গাতেই নিয়ে যাওয়া হয় তাঁকে । স্বাস্থ্যসাথী কার্ড দেখালেও চিকিৎসা দেওয়া হচ্ছে না হাসপাতালে, এমনই অভিযোগ পরিবারের।

আরও পড়ুন : জাতীয় সড়কে লরি-গাড়ির মুখোমুখি সংঘর্ষ, আহত 4

তারই প্রতিবাদে আজ সকাল থেকে পথ অবরোধ করেন স্থানীয়রা। এরপর রানীগঞ্জ থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পুলিশ আহত ওই ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে নিয়ে গিয়েছে। এরপরেই বিক্ষোভকারীরা পথ অবরোধ তুলে নেয়।

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.