রানিগঞ্জ, 28 নভেম্বর : দুর্ঘটনার 21 ঘণ্টা পর উদ্ধার হল দেহ ৷ রানিগঞ্জ থানার মঙ্গলপুর এলাকার স্যাম সেল কারখানায় ফ্লাই অ্যাশ স্টোরেজে বড় দুর্ঘটনা ঘটে শুক্রবার রাত একটা নাগাদ ৷ ছাইয়ের স্তূপে চাপা পড়েন যান 4 জন শ্রমিক । তাঁদের মধ্যে একজন বেঁচে গিয়েছিলেন কোনওমতে ৷ বাকি তিনজন ছাইয়ের স্তূপের মধ্যে আটকে গিয়েছিলেন ৷ তাঁদের দেহ উদ্ধার হল (dead bodies recovered after bricks factory accident in raniganj) ৷
জানা গিয়েছে, মৃত 3 শ্রমিকের নাম দিলীপ গোপ (42), তন্ময় ঘোষ (42) এবং শিবশঙ্কর ভট্টাচার্য (40) । পরশু রাতে দুর্ঘটনায় ছাইয়ের স্তূপে আটকে পড়া চারজনের মধ্যে শুধু শিবনাশ রাম আর প্রাণে বেঁচে যান । তাঁকে আসানসোল জেলা হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয় ।
এই তিন শ্রমিক মৃত্যুর প্রতিবাদে কারখানা চত্বরে বিক্ষোভ দেখান অন্যান্য শ্রমিকরা । ক্ষতিপূরণের দাবি তোলেন তাঁরা । ব্যাপক উত্তেজনা ছড়ায় কারখানা চত্বরে । ঘটনাস্থলে মোতায়েন রয়েছে আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের বিশাল পুলিশবাহিনী ৷
দুর্ঘটনার পর ঘটনাস্থলে যান রানিগঞ্জের বিধায়ক তাপস বন্দ্যোপাধ্যায় ও পশ্চিম বর্ধমান জেলার তৃণমূলের শ্রমিক সংগঠনের সভাপতি অভিজিৎ ঘটক । গিয়েছিলেন রানিগঞ্জের তৃণমূলের ব্লক সভাপতি রূপেশ যাদবও । কারখানার শ্রমিকদের সঙ্গে কথা বলেন বিধায়ক ৷ কর্তৃপক্ষের বিরুদ্ধে একাধিক অভিযোগ তুলেছেন তিনি ৷
তাপস বন্দ্যোপাধ্যায় বলেন, "কারখানার গাফিলতি জেরে এত বড় দুর্ঘটনা ঘটেছে । কারখানা কর্তৃপক্ষ যদি সময়মতো যন্ত্রাংশের মেরামতি করতো তাহলে এত বড় দুর্ঘটনা ঘটত না ।" কারখানা কর্তৃপক্ষের বিরুদ্ধে অভিযোগ দায়ের করার হুঁশিয়ারি দেন বিধায়ক ।
আরও পড়ুন : Accident at Raniganj factory : রানিগঞ্জের কারখানায় দুর্ঘটনা, ছাইয়ের স্তূপে চাপা পড়লেন 3 শ্রমিক