কুলটি, ৩০ মার্চ : কোরোনা নিয়ে মানুষকে সচেতনতার বার্তা দিতে বহুরূপী সাজলেন এক যুবক। মানুষকে বোঝালেন, কোরোনা কী, কেনইবা এই সময় ঘরে থাকা প্রয়োজন । কুলটির নিয়ামতপুর এলাকার ঘটনা।
গত দু'দিন আগে যাঁরাই বাড়ি থেকে বের হয়েছিলেন, সবাইকে কানধরে ওঠবোস করিয়েছিল কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির পুলিশ। কিন্তু তারপরেও মানুষকে থামানো যায়নি। রাস্তায় ভিড় উপচে পড়ছে। দোকানে চলছে দেদার কেনাকাটা। কে কার কথা শোনে ? আর এই অবস্থায় নিয়ামতপুরের হরিজনপাড়ার বাসিন্দা অমিত দাস নামে এক যুবক বহুরূপী সেজে বাড়ি থেকে বেরিয়ে এলেন। তিনি নিয়ামতপুর বাজার এলাকায়, GT রোডে পথচলতি মানুষকে থামিয়ে বোঝালেন, কেন এখন বাড়িতে থাকা প্রয়োজন, কোরোনা আসলে কী ?
অমিত দাস নামে ওই যুবক বলেন, "আমার মতো করে মানুষকে বোঝানোর চেষ্টা করলাম।" কিন্তু পুলিশের লাঠি উপেক্ষা করে যাঁরা বাড়ি থেকে বেরিয়েছেন, তাঁরা কতটা এই বহুরূপীর বার্তায় সচেতন হবেন সেটাই দেখার।