সালানপুর, 11 অক্টোবর : সালানপুর ব্লকের নজরুল পলিটেকনিক কলেজের এক শিক্ষকের বিরুদ্ধে ছাত্রীকে বারবার উত্ত্যক্ত করার অভিযোগ উঠল । ওই ছাত্রী পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষকে মেইল করে এই অভিযোগ জানিয়েছেন। ছাত্রীর অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে পলিটেকনিক কলেজ কর্তৃপক্ষ ।
নজরুল পলিটেকনিক কলেজের সিভিল ইঞ্জিনিয়ার ডিপার্টমেন্টের এক ছাত্রী সম্প্রতি ওই বিভাগের এক শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ তুলেছেন । তাঁর বক্তব্য, 2018 সালে পলিটেকনিক কলেজে ভরতির পর অভিযুক্ত শিক্ষক নানাভাবে তাঁকে উত্ত্যক্ত করার চেষ্টা করেন । নানা অছিলায় শরীর স্পর্শের চেষ্টা করতেন ৷ মোবাইলে মেসেজ পাঠিয়ে কুপ্রস্তাব দিতেন । বর্ধমানের বাসিন্দা ওই ছাত্রী কলেজের আবাসিক ছাত্রী ছিলেন । ওই শিক্ষক হস্টেলের পাশে স্টাফ কোয়ার্টারে থাকতেন । শিক্ষকের উত্ত্যক্ত করার মাত্রা এমন বেড়ে যায় যে ছাত্রী কলেজ হস্টেল ছেড়ে দিয়ে অরবিন্দ নগরে মেস বাড়িতে ভাড়ায় চলে যান বলে জানিয়েছেন । শুধু তাই নয়, ওই শিক্ষকের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে তৃতীয় সেমেস্টারে ফেল করিয়ে দেওয়া হয় বলে তাঁর অভিযোগ । বর্তমানে লকডাউনে ওই ছাত্রী বাড়ি ফিরে গেছেন । তারপরে শিক্ষক পিছু ছাড়েনি । ছাত্রী জানিয়েছেন, বর্তমানে সোশাল মিডিয়ার মেসেজ বক্সে নানা অশ্লীল ছবি ও কথাবার্তায় তাঁকে বিরক্ত করছেন । কলেজ কর্তৃপক্ষকে সমস্ত কিছুই জানিয়েছেন ওই ছাত্রী । এমতাবস্থায় তাঁর আগামী দিনে পড়াশুনো চালিয়ে নিয়ে যেতে পারবেন কি না তা নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন ।
নজরুল পলিটেকনিক কলেজের ভারপ্রাপ্ত প্রিন্সিপাল ফারুক আলি জানিয়েছেন, অভিযোগ পাওয়ার পর একটি পাঁচ সদস্যের একটি টিম গঠন করা হয়েছে । তারা রিপোর্ট জমা দেবে ঘটনার তদন্ত করে । যদি অভিযুক্ত শিক্ষকের দোষ প্রমাণ হয় তাহলে যথাযোগ্য ব্যবস্থা নেবে কলেজ কর্তৃপক্ষ ।