আসানসোল, 14 জুলাই: সেলের ইস্কো কারখানার ফাঁকা জমি দখলকে কেন্দ্র করে বার্নপুরের দুই পাড়ার মধ্যে সংঘর্ষ ও ইট-পাটকেল ছোঁড়ার ঘটনায় উত্তপ্ত এলাকা (clash of the neighborhood center in iskon area)। ইটের ঘায়ে দু’পক্ষের অন্তত ৪ জন আহত হয়েছে । ডাম্পার, চারচাকা গাড়ি, ম্যাটাডোর ভ্যান-সহ বেশ কয়েকটি বাইক ভাঙচুর হয়েছে। ঘটনাস্থলে হীরাপুর থানার পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বেশ কয়েকজনকে আটক করেছে পুলিশ। ঘটনা সূত্রপাত বুধবার রাতে।
হিরাপুর থানার অন্তর্গত বার্নপুর মুঙ্গেরিয়া খাটাল এলাকায় ইস্কো কারখানার একটি ফাঁকা জমি দখলের অভিযোগ একটি পাড়ার কিছু লোকজনের বিরুদ্ধে । বিষয়টি নজরে আসতেই পাশের পাড়ার যুবকরা বাধা দেয়। যা সংঘর্ষের রূপ নেয় ৷ দুই পাড়ার মধ্যে প্রথমে বচসা এবং তারপর হাতাহাতি শুরু হয় । দুই পক্ষই একে অপরের দিকে ইট-পাটকেল ছুড়তে শুরু করে । দাঁড়িয়ে থাকা একটি ডাম্পার একটি চারচাকা গাড়ি, একটি ম্যাটাডোর ভ্যান-সহ বেশ কয়েকটি বাইক ও ভাঙচুর করা হয় । ইটের ঘায়ে আহত দু’পক্ষেরই চারজনকে আসানসোল জেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে ৷ ঘটনার খবর পেয়ে হিরাপুর থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে ।
আরও পড়ুন: জনতা পুলিশ সংঘর্ষে উত্তপ্ত ফরাক্কা, আহত 4
মারমুখী জনতাও পুলিশকে আক্রমণ করতে যায় ৷ তবে পরিস্থিতি হাতের বাইরে চলে যাওযার আগেই নিয়ন্ত্রণে আনে পুলিশ ৷ এই প্রসঙ্গেই স্থানীয় কাউন্সিলর গুরমিত সিং জানান "ইস্কোর একটি জমি দখলকে কেন্দ্র করেই দুই পাড়ার মধ্যে অশান্তি হয় । পুলিশ সঠিক সময়ে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। পরিস্থিতি শান্ত হলে দুই পাড়ার সঙ্গে কথা বলা হবে।"