ETV Bharat / city

ছটপুজোর আগে দামোদরের ঘাট পরিদর্শন আসানসোলে - ছটপুজো

আসানসোলের অন্যতম বড় উৎসব ছটপুজো । সেই কারণেই সাধারণ জনগণের যাতে কোনও সমস্যা না হয় তাই দামোদরের ছট ঘাট পরিদর্শন করলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য,পুলিশ এবং রেলের আধিকারিকরা ।

ছবি
ছবি
author img

By

Published : Nov 4, 2020, 1:20 PM IST

আসানসোল, 4 নভেম্বর : আসানসোলের অন্যতম বড় উৎসব ছটপুজো । লাখ লাখ মানুষের সমাগম হয় দামোদরের ঘাটে ৷ সেই কারণেই সাধারণের যাতে কোনও সমস্যা না হয় তাই দামোদরের ছট ঘাট পরিদর্শন করলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য, পুলিশ এবং রেলের আধিকারিকরা ।

বাংলা-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী মিশ্র সংস্কৃতির এলাকা আসানসোল ৷ এখানে সমস্ত ভাষাভাষী মানুষের বসবাস ৷ তাই ছট পুজোর ব্যাপক প্রভাব দেখা যায় । দুর্গাপুজো, দীপাবলির মতোই ছটপুজো আসানসোলে একটি বড় উৎসব । বরাকর থেকে শুরু করে আসানসোল, রানিগঞ্জ প্রত্যেকটি অঞ্চলের নদীর তীরে,পুকুর ঘাটে ছট পুজায় ভিড় হয় লাখ লাখ মানুষের ৷ সবচেয়ে বেশি মানুষ আসে হীরাপুরে দামোদরের ঘাটে । এখানে প্রায় এক লাখের বেশি মানুষ আসে ছট ব্রত করতে ।

ছটপুজোর জন্য দামোদরের ঘাট পরিদর্শন

সেই কারণে যাতে দামোদরে কোনও দুর্ঘটনা না ঘটে, পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা , পার্কিং ইত্যাদি সমস্ত ব্যবস্থা দেখতে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অশোক রুদ্র, হীরাপুর থানায় পুলিশ এবং আদ্রা রেল ডিভিশনের কর্তারা দামোদর ঘাটে আসেন। অশোক রুদ্র বলেন, "এটা প্রাথমিক পর্যায়ের পরিদর্শন । আমরা গিয়ে রিপোর্ট দেব । পরবর্তীকালে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ কমিশনার প্রত্যেকে আসবেন এবং ছট ব্রতীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় তা আমরা নিশ্চিত করব ।"

আসানসোল, 4 নভেম্বর : আসানসোলের অন্যতম বড় উৎসব ছটপুজো । লাখ লাখ মানুষের সমাগম হয় দামোদরের ঘাটে ৷ সেই কারণেই সাধারণের যাতে কোনও সমস্যা না হয় তাই দামোদরের ছট ঘাট পরিদর্শন করলেন পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য, পুলিশ এবং রেলের আধিকারিকরা ।

বাংলা-ঝাড়খণ্ডের সীমান্তবর্তী মিশ্র সংস্কৃতির এলাকা আসানসোল ৷ এখানে সমস্ত ভাষাভাষী মানুষের বসবাস ৷ তাই ছট পুজোর ব্যাপক প্রভাব দেখা যায় । দুর্গাপুজো, দীপাবলির মতোই ছটপুজো আসানসোলে একটি বড় উৎসব । বরাকর থেকে শুরু করে আসানসোল, রানিগঞ্জ প্রত্যেকটি অঞ্চলের নদীর তীরে,পুকুর ঘাটে ছট পুজায় ভিড় হয় লাখ লাখ মানুষের ৷ সবচেয়ে বেশি মানুষ আসে হীরাপুরে দামোদরের ঘাটে । এখানে প্রায় এক লাখের বেশি মানুষ আসে ছট ব্রত করতে ।

ছটপুজোর জন্য দামোদরের ঘাট পরিদর্শন

সেই কারণে যাতে দামোদরে কোনও দুর্ঘটনা না ঘটে, পাশাপাশি রাস্তাঘাটের অবস্থা , পার্কিং ইত্যাদি সমস্ত ব্যবস্থা দেখতে আসানসোল পৌরনিগমের প্রশাসক বোর্ডের সদস্য অশোক রুদ্র, হীরাপুর থানায় পুলিশ এবং আদ্রা রেল ডিভিশনের কর্তারা দামোদর ঘাটে আসেন। অশোক রুদ্র বলেন, "এটা প্রাথমিক পর্যায়ের পরিদর্শন । আমরা গিয়ে রিপোর্ট দেব । পরবর্তীকালে প্রশাসক বোর্ডের চেয়ারম্যান থেকে শুরু করে পুলিশ কমিশনার প্রত্যেকে আসবেন এবং ছট ব্রতীদের যাতে কোনও রকমের অসুবিধা না হয় তা আমরা নিশ্চিত করব ।"

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.