কলকাতা, 8 ফেব্রুয়ারি : রাজ্যে বিধানসভা নির্বাচনের আগেই সীমান্তে গোরুপাচার মামলায় আসানসোলের সিবিআই-র বিশেষ আদালতে চার্জশিট জমা দিল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা। চার্জশিটে 7 জনের নাম উল্লেখ করেছে সিবিআই। সূত্রের খবর, গোরুপাচারকাণ্ডে আগেই এফআইআর-এ নাম ছিল চারজনের । অতিরিক্ত তিন জনের নাম উল্লেখ করে মোট 7 জনের নাম এই চার্জশিট রেখেছে সিবিআই। আগামী 10 ফেব্রুয়ারি চার্জশিট অনুযায়ী গোরুপাচারকাণ্ডের শুনানি শুরু হবে ৷
জানা গিয়েছে, সিবিআইয়ের চার্জশিটে নাম রয়েছে এনামুল হক, বিএসএফ কমান্ডার সতীশ কুমারের ৷ জানা গিয়েছে তদন্ত শুরুর 141 দিনের মধ্যে চার্জশিট জমা দিল সিবিআই । সূত্রে খবর, গোলাম মোস্তফা ও আনোয়ার শেখ নামে দু’জনের নামও চার্জশিটে নথিভুক্ত করেছে সিবিআই। পাশাপাশি এনামুলের স্ত্রী রাশিদা বিবি এবং সতীশ কুমারের স্ত্রী তানিয়া সান্যাল এবং তার শ্বশুরবাড়ির সদস্যের নাম উল্লেখ করেছে সিবিআই। এছাড়াও বিনয় মিশ্র, অনুপ মাজি ওরফে লালা, গুলাম মুস্তাফা, সিরাজুল হক এবং এনামুল হকের ছেলে ভাস্কর ভুবনের নাম রয়েছে চার্জশিটে।
আরও পড়ুন : আজ আসানসোল সিবিআই কোর্টে এনামুল
প্রসঙ্গত, গত বছর 17 নভেম্বর গ্রেপ্তার করা হয়েছিল সতীশ কুমারকে । 18 নভেম্বর তাকে আসানসোল সিবিআই কোর্টে প্রথমবার তোলা হয়। এরপর 21 ডিসেম্বর জামিনে মুক্ত হন সতীশ কুমার। অন্যদিকে, 7 নভেম্বর দিল্লিতে গ্রেপ্তার হয় গোরুপাচারকাণ্ডের মূলচক্রী এনামুল হক। এরপর কোরোনা পজিটিভ হওয়ার কারণে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এনামুল। সুস্থ হয়ে গত 11 ডিসেম্বর আসানসোল সিবিআই আদালতে হাজিরা দেয় সে।