ETV Bharat / city

Anubrata in Asansol court: 20 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে অনুব্রত, জুতো-নকুলদানা ছুড়ে স্লোগান উঠল গরু-চোর

আসানসোলে সিবিআই বিশেষ আদালতে তোলা হল অনুব্রত মণ্ডলকে (Anubrata in Asansol court)৷ আদালতে তোলার সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে দেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থকরা (CBI produce Anubrata Mondal in Asansol court)৷

CBI produce Anubrata Mondal in Asansol court
আসানসোল কোর্টে তোলা হল অনুব্রতকে, জুতো-নকুলদানা ছুড়ে স্লোগান উঠল গরু-চোর
author img

By

Published : Aug 11, 2022, 5:44 PM IST

Updated : Aug 11, 2022, 7:35 PM IST

আসানসোল, 11 অগস্ট: অনুব্রত মণ্ডলকে 20 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত ৷ আজ আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata in Asansol court)৷ আদালতে তোলার সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে দেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থকরা (CBI produce Anubrata Mondal in Asansol court)৷ অনুব্রতর দিকে নকুলদানা ও বাতাসা ছুড়তে থাকেন তাঁরা ৷ গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতাকে আদালতে ঢোকানের সময় তাঁকে জুতো দেখিয়ে গরু চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷

কলকাতা থেকে গরু পাচার কাণ্ডের মূল তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে সিবিআই-এর একটি বিশেষ টিম ভোর রাতেই পৌঁছে যায় বোলপুরে ৷ এরপর আজ সকালে তারা হানা দেয় অনুব্রত মণ্ডলের বাড়িতে । পাশাপাশি আসানসোল ও দুর্গাপুর থেকেও সিবিআই-এর অন্য একটি প্রতিনিধি দল অনুব্রতর বাড়িতে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় । বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন তদন্তকারী আধিকারিকরা । তবে অনুব্রত বেশিরভাগ প্রশ্নের সদুত্তর না দেওয়ায় তাঁকে গ্রেফতার করে বাড়ি থেকে বের করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷

cbi-produce-anubrata-mondal-in-asansol-court
আসানসোল আদালতে অনুব্রত

আরও পড়ুন: অনুব্রতর প্রকৃতির ডাকে হিমশিম সিবিআই ! হোটেলে স্বস্তি পেলেন 'কেষ্ট'

বীরভূম থেকে ইসিএল-এর কুলটির শীতলপুর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ৷ সেখানে তাঁকে রাখা হয় প্রায় আড়াই ঘণ্টা ৷ মনে করা হচ্ছে সেখানে তাঁকে মধ্যাহ্নভোজ করানো হয় ৷ হয় স্বাস্থ্য পরীক্ষা ৷ এরপর বিকেল পৌনে চারটে নাগাদ আনুষ্ঠানিক ভাবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় বলে সিবিআই জানিয়েছে ৷

আসানসোল কোর্টে তোলা হল অনুব্রতকে

সেখান থেকে বিকেল 5.05 মিনিটে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত তৃণমূল নেতাকে ৷ সেই সময় আসানসোল আদালত চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় ৷ কমব্যাট ফোর্স নামানো হয় ৷ আদালতে ডিসি ব়্যাংকের পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছিল ৷ তারই মধ্যে অনুব্রত মণ্ডল আদালতে ঢোকার মুখে বিজেপি ও সিপিএম কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় নকুলদানা ও বাতাসা ৷ গাড়ি থেকে নামিয়ে আদালতে ঢোকানোর সময় অনুব্রতকে দেখিয়ে জুতো তুলে বিক্ষোভ দেখাতে থাকেন উপস্থিত বিজেপি ও সিপিএম সমর্থকরা ৷ তাঁরা গরু চোর বলে স্লোগান দিতে থাকেন ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোর্টরুমে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ৷

আসানসোল, 11 অগস্ট: অনুব্রত মণ্ডলকে 20 অগস্ট পর্যন্ত সিবিআই হেফাজতে রাখার নির্দেশ দিল আদালত ৷ আজ আসানসোলে সিবিআই-এর বিশেষ আদালতে তোলা হয় অনুব্রত মণ্ডলকে (Anubrata in Asansol court)৷ আদালতে তোলার সময় বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ নেতাকে দেখে তুমুল বিক্ষোভে ফেটে পড়েন বিজেপি ও সিপিএম সমর্থকরা (CBI produce Anubrata Mondal in Asansol court)৷ অনুব্রতর দিকে নকুলদানা ও বাতাসা ছুড়তে থাকেন তাঁরা ৷ গাড়ি থেকে নামিয়ে তৃণমূল নেতাকে আদালতে ঢোকানের সময় তাঁকে জুতো দেখিয়ে গরু চোর স্লোগান দিতে থাকেন বিক্ষোভকারীরা ৷

কলকাতা থেকে গরু পাচার কাণ্ডের মূল তদন্তকারী আধিকারিক সুশান্ত ভট্টাচার্যের নেতৃত্বে সিবিআই-এর একটি বিশেষ টিম ভোর রাতেই পৌঁছে যায় বোলপুরে ৷ এরপর আজ সকালে তারা হানা দেয় অনুব্রত মণ্ডলের বাড়িতে । পাশাপাশি আসানসোল ও দুর্গাপুর থেকেও সিবিআই-এর অন্য একটি প্রতিনিধি দল অনুব্রতর বাড়িতে একসঙ্গে তল্লাশি অভিযান চালায় । বেশ কিছুক্ষণ তল্লাশি চালানোর পর অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করেন তদন্তকারী আধিকারিকরা । তবে অনুব্রত বেশিরভাগ প্রশ্নের সদুত্তর না দেওয়ায় তাঁকে গ্রেফতার করে বাড়ি থেকে বের করে নিয়ে যান সিবিআই আধিকারিকরা ৷

cbi-produce-anubrata-mondal-in-asansol-court
আসানসোল আদালতে অনুব্রত

আরও পড়ুন: অনুব্রতর প্রকৃতির ডাকে হিমশিম সিবিআই ! হোটেলে স্বস্তি পেলেন 'কেষ্ট'

বীরভূম থেকে ইসিএল-এর কুলটির শীতলপুর গেস্ট হাউসে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ৷ সেখানে তাঁকে রাখা হয় প্রায় আড়াই ঘণ্টা ৷ মনে করা হচ্ছে সেখানে তাঁকে মধ্যাহ্নভোজ করানো হয় ৷ হয় স্বাস্থ্য পরীক্ষা ৷ এরপর বিকেল পৌনে চারটে নাগাদ আনুষ্ঠানিক ভাবে অনুব্রত মণ্ডলকে গ্রেফতার করা হয় বলে সিবিআই জানিয়েছে ৷

আসানসোল কোর্টে তোলা হল অনুব্রতকে

সেখান থেকে বিকেল 5.05 মিনিটে আসানসোলে সিবিআই বিশেষ আদালতে নিয়ে যাওয়া হয় ধৃত তৃণমূল নেতাকে ৷ সেই সময় আসানসোল আদালত চত্বর ব্যারিকেড দিয়ে ঘিরে রাখা হয় ৷ কমব্যাট ফোর্স নামানো হয় ৷ আদালতে ডিসি ব়্যাংকের পুলিশ আধিকারিকদের মোতায়েন করা হয়েছিল ৷ তারই মধ্যে অনুব্রত মণ্ডল আদালতে ঢোকার মুখে বিজেপি ও সিপিএম কর্মীরা তাঁকে ঘিরে বিক্ষোভ দেখাতে থাকেন ৷ তাঁকে লক্ষ্য করে ছোড়া হয় নকুলদানা ও বাতাসা ৷ গাড়ি থেকে নামিয়ে আদালতে ঢোকানোর সময় অনুব্রতকে দেখিয়ে জুতো তুলে বিক্ষোভ দেখাতে থাকেন উপস্থিত বিজেপি ও সিপিএম সমর্থকরা ৷ তাঁরা গরু চোর বলে স্লোগান দিতে থাকেন ৷ কড়া নিরাপত্তার ঘেরাটোপে কোর্টরুমে নিয়ে যাওয়া হয় অনুব্রত মণ্ডলকে ৷

Last Updated : Aug 11, 2022, 7:35 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.