আসানসোল, 15 সেপ্টেম্বর : বৃহস্পতিবার গরুপাচার কাণ্ডে (Cattle Smuggling Case) অভিযুক্ত সায়গল হোসেনকে শুনানির জন্য আসানসোল সিবিআই কোর্টে (Asansol CBI Court) পেশ করা হল । অন্যদিকে এদিনই তৃণমূল (Trinamool Congress) নেতা অনুব্রত মণ্ডলকে (Anubrata Mondal) জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে সিবিআইয়ের (CBI) দল যায় । অনুব্রতও গরুপাচার কাণ্ডে অভিযুক্ত ৷ এদিকে সায়গল ছিলেন তাঁর দেহরক্ষী ৷
গত 1 সেপ্টেম্বর সায়গল হোসেনকে (Saigal Hossain) শেষবার আসানসোল সিবিআই আদালতে তোলা হয়েছিল । কিন্তু সেদিন এক আইনজীবীর মৃত্যু হওয়ায় শুনানি হয়নি । 15 সেপ্টেম্বর পর্যন্ত জেল হেফাজতের নির্দেশ দিয়েছিলেন বিচারক । সেই মতো বৃহস্পতিবার তাঁকে তোলা হয় আদালতে ।
9 জুন গ্রেফতার হয়েছিলেন সায়গল হোসেন । তারপর থেকে তিনি প্রথমে সিবিআই হেফাজত ও তারপর থেকে জেল হেফাজতে আছেন । গত 14 দিনে সিবিআই তাঁকে একবার জেরা করেছে । অনুব্রত মণ্ডলকেও সেদিন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ।
অন্যদিকে বৃহস্পতিবার ফের অনুব্রত মণ্ডলকে জিজ্ঞাসাবাদ করতে আসানসোল সংশোধনাগারে যায় সিবিআইয়ের দল ৷ এর আগেও 20টি প্রশ্নমালা নিয়ে অনুব্রত মণ্ডলকে কয়েকদিন আগেই জেরা করেছে সিবিআই । সেদিন সায়গল হোসেনকেও জিজ্ঞাসাবাদ করা হয়েছিল ।
সিবিআই আধিকারিকরা জানিয়েছিলেন, অল্প হলেও মুখ খুলেছেন অনুব্রত ও সায়গল । পাশাপাশি এদিন কয়লাকাণ্ডেও (Coal Smuggling Scam) ইসিএলের গ্রেফতার হওয়া আধিকারিকদের জেরা করতে সিবিআইয়ের তিন সদস্যের দল আসে আসানসোল সংশোধনাগারে ।
আরও পড়ুন : "দিদি আছে এটাই যথেষ্ট, জেল থেকে ছাড়া পাবই", আত্মবিশ্বাসী অনুব্রত